সুজিত মোস্তফা - অনেক বৃষ্টি ঝরে
বাংলাদেশের অনেক কালজয়ী গানের গীতিকার প্রয়াত আবু হেনা মোস্তফা কামাল। তাঁর ছেলে সুজিত মোস্তফা নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানও করেন। সুজিত মোস্তফা এবার প্রকাশ করতে যাচ্ছেন বাবার লেখা ১০টি গান নিয়ে একটি একক অ্যালবাম। গানগুলোর মধ্যে একটি গানের মূল শিল্পী সুজিত মোস্তফা নিজেই। অন্যগুলোর মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা ও আবু বকর খান। গানগুলো হলো, 'যায় যদি যাক এ প্রাণ', 'অনেক বৃষ্টি ঝরে', 'নদীর মাঝি বলে', 'শালিক শালিক ময়না', 'সেই চম্পা নদীর তীরে', 'কথা দিলাম আজকে রাতে', 'এই পৃথিবীর পান্থশালায়' প্রভৃতি। নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামের সংগীতায়োজন করছেন দেবজ্যোতি বসু। সম্প্রতি কলকাতায় দেবজ্যোতি বসুর স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং হয়েছে। অ্যালবামটি প্রসঙ্গে সুজিত মোস্তফা বলেন, 'বাংলাদেশের লিজেন্ড গীতিকারদের মধ্যে বাবা অন্যতম। আমার মনে হয়েছে, তাঁর এই গানগুলো নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেওয়া উচিত। সে ভাবনা থেকেই অ্যালবামটি করেছি।