ব্যান্ড
ডিসেম্বর ২০১২
“হিপ-হপ মেট্রো-ক” নামের অ্যালবামটির জন্য অধির আগ্রহে অনেক দিন অপেক্ষা করছে বাংলাদেশের হিপ-হপ স্রোতারা। দিনে দিনে হিপ-হপ গান বাংলাদেশের স্রোতাদের কাছে জনপ্রিয় হচ্ছে। নব্বই দশকের দিকে আশরাফ ও চারু বাংলাদেশে হিপ-হপ গানের বীজ বুনেন। একে একে নিয়ে আসেন অনেক গুল অ্যালবাম। এর পরে কিছুটা লম্বা সময় পার। “ইস্টইক ব্লিস” এর পর পর দুটি অ্যালবাম আবার নতুন করে আধুনিক হিপ-হপের জাগরণ ঘটায়। ফকির লাল মিয়া কিছুটা ভিন্নতা নিয়ে আসেন। রাজত্ব ও কাঁটা তারের বেড়া অ্যালবামটি ও যথেষ্ট ভাল ভূমিকা রেখেছে। এ ছাড়া রয়েছে বহু অন লাইন রিলিজ। কিন্তু গেল কিছু বছর স্রোতারা ভাল কোন অ্যালবাম পায়নি পাইরেসি সহ নানা জটিলতার কারনে। অবশেষে প্রতিক্ষার অবসান ঘটছে “হিপহপমেট্রো – ক”অ্যালবামটির মাধ্যমে।দীর্ঘ দিন ধরে অ্যালবামটির কাজ হচ্ছিল। অনেক যত্ন সহকারে হিপ-হপ স্রোতাদের কথা মাথায় রেখে করা হয়েছে সব গুল ট্রাক। ট্রাক গুল সাজানো হয়েছে UPTOWN LOKOL, T.O.D . CATACLYSM, G.U.R.U, 88, SMOKE SHOW, T VERSE (FT. SAKIB), JOYEE (FT. CDL), BANGLA MENTALZ, CODE NAME, OVIJAAN গ্রুপ গুলোকে নিয়ে।
অ্যালবামটির সংগীত পরিচালকের কাজ করছেন সচি শামস ও প্রডিউসার হিসেবে আছেন তানজির আহমাদ তুহিন। অ্যালবামটি বাজারে আসবে অডিও এক্স থেকে। অ্যালবামটি সম্পর্কে জানতে চাইলে সচি বলেন, বহু দিন পর স্রোতারা একটু অন্য ধরনের অ্যালবাম পাবেন। কম্পোজ করার সময় আমি যথেষ্ট সচেতন ছিলাম নতুন কিছু বের করার জন্য। কতটা পেরেছি সেটা স্রোতারা ভাল বলতে পারবে। তবে আমি আশাবাদি।
তুহিনকে অ্যালবাম সম্পর্কে জানতে চাইলে বলেন, হে হে। আসলে আমি নিজেও হিপ-হপ ফ্যান। ভাল লাগে ভাল গান পেলে। সচির গান গুলতে নতুনত্ব খুজে পেয়েছি। তাই এই অডিও বাজারের দুর্দিনে ও কাজ করার আগ্রহ পেয়েছি। আসলে ভাল কাজ করতে কার না ভাল লাগে? তবে সচির আগ্রহ ও কাজের ধারা আমাকে এই অ্যালবাম এ সংযুক্ত করেছে। অ্যালবামটি হাতে পেলে স্রোতারাও ব্যাপারটি উপলব্ধি করবেন।
২৮ ডিসেম্বর বাজারে এসেছে অ্যালবাম ‘হিপ হপ মেট্রো-ক’। অ্যলবামে গান রয়েছে ১৩টি। সচি শামসের পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছে আপটাউন লোকোলজ, টি.ও.ডি. ক্যাটাক্লিজম, গুরু, এইটি এইট, স্মোক শো, টি ভার্স ও সাকিব, জয়ী ও সিডিএল, বাংলা মেন্টালজ, কোড নেইম ও অভিযান। তানজির আহমেদ তুহিনের প্রযোজনায় অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘অডিও এক্স’। অ্যালবাম প্রকাশনা উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর, আয়োজন করা হয়েছিলো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের।
অ্যালবামটির সংগীত পরিচালকের কাজ করছেন সচি শামস ও প্রডিউসার হিসেবে আছেন তানজির আহমাদ তুহিন। অ্যালবামটি বাজারে আসবে অডিও এক্স থেকে। অ্যালবামটি সম্পর্কে জানতে চাইলে সচি বলেন, বহু দিন পর স্রোতারা একটু অন্য ধরনের অ্যালবাম পাবেন। কম্পোজ করার সময় আমি যথেষ্ট সচেতন ছিলাম নতুন কিছু বের করার জন্য। কতটা পেরেছি সেটা স্রোতারা ভাল বলতে পারবে। তবে আমি আশাবাদি।
তুহিনকে অ্যালবাম সম্পর্কে জানতে চাইলে বলেন, হে হে। আসলে আমি নিজেও হিপ-হপ ফ্যান। ভাল লাগে ভাল গান পেলে। সচির গান গুলতে নতুনত্ব খুজে পেয়েছি। তাই এই অডিও বাজারের দুর্দিনে ও কাজ করার আগ্রহ পেয়েছি। আসলে ভাল কাজ করতে কার না ভাল লাগে? তবে সচির আগ্রহ ও কাজের ধারা আমাকে এই অ্যালবাম এ সংযুক্ত করেছে। অ্যালবামটি হাতে পেলে স্রোতারাও ব্যাপারটি উপলব্ধি করবেন।
২৮ ডিসেম্বর বাজারে এসেছে অ্যালবাম ‘হিপ হপ মেট্রো-ক’। অ্যলবামে গান রয়েছে ১৩টি। সচি শামসের পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছে আপটাউন লোকোলজ, টি.ও.ডি. ক্যাটাক্লিজম, গুরু, এইটি এইট, স্মোক শো, টি ভার্স ও সাকিব, জয়ী ও সিডিএল, বাংলা মেন্টালজ, কোড নেইম ও অভিযান। তানজির আহমেদ তুহিনের প্রযোজনায় অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘অডিও এক্স’। অ্যালবাম প্রকাশনা উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর, আয়োজন করা হয়েছিলো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের।