চলচ্চিত্রের গান ও ডিভিডি
ডিসেম্বর ২০১২
২ ডিসেম্বর বাজারে এসেছে টালিউডের চলচ্চিত্র ‘নদী রে তুই’-এর অডিও অ্যালবাম। কলকাতার সুরকার দ্রোণ আচার্য্যরে সুর ও সংগীতে এবং বাংলাদেশের গীতিকার সাজ্জাদ হুসাইনের কথায় অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, রাঘব চট্টোপাধ্যায়, গার্গী ঘোষ, দিয়া, আনান ও প্রমা। অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।
কিংশুকের পরিচালনায় ‘নদী রে তুই’ নামের এই চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। মৌলিক তিনটি গানের শিরোনাম হচ্ছে ‘নদী রে তোর উজান ভাটায়’, ‘পথহারা মন’ ও ‘স্রোত’। বাকি দুটি প্রচলিত গান হচ্ছে ‘দিল কি দয়া’ ও ‘হৃদ মাঝারে’।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৌবণী সরকার, অধিরাজ প্রমুখ।
উল্লেখ্য, এই সিনেমার সবকটি গানের সুরকার ও সংগীত পরিচালক দীর্ঘ আট বছর কলকাতার জনপ্রিয় ব্যান্ডদল ‘চন্দ্রবিন্দু’র কী-বোর্ডিস্ট ও কম্পোজার ছিলেন। এই বছর তিনি কয়েকটি চলচ্চিত্রের কাজ করছেন। এই সম্পর্কে দ্রোণ আচার্য্য বলেন, ‘অনেক বাণিজ্যের ভিড়ে কিছু কিছু কাজ করে নিজেরই ভালো লাগে। ‘নদী রে তুই’ সিনেমার গানগুলিও তেমনই হয়েছে । আর বাংলাদেশের শ্রোতাদের জন্য এটিই আমার প্রথম নিবেদন। ভালো কাজ দিয়ে এদেশের মানুষের আরও কাছে আসতে চাই ।’
কলকাতার সিনেমায় গান লেখা প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন, ‘এই প্রথম একটি ফোক ঘরানার লিরিক লিখলাম। গানের সুর ও সংগীতায়োজন খুব ভালো লেগেছে । নচিকেতাও বেশ ভালো গেয়েছেন। ভালো লাগছে, এমন ভালো একটি কাজের অংশীদার হতে পেরে।’
কিংশুকের পরিচালনায় ‘নদী রে তুই’ নামের এই চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। মৌলিক তিনটি গানের শিরোনাম হচ্ছে ‘নদী রে তোর উজান ভাটায়’, ‘পথহারা মন’ ও ‘স্রোত’। বাকি দুটি প্রচলিত গান হচ্ছে ‘দিল কি দয়া’ ও ‘হৃদ মাঝারে’।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৌবণী সরকার, অধিরাজ প্রমুখ।
উল্লেখ্য, এই সিনেমার সবকটি গানের সুরকার ও সংগীত পরিচালক দীর্ঘ আট বছর কলকাতার জনপ্রিয় ব্যান্ডদল ‘চন্দ্রবিন্দু’র কী-বোর্ডিস্ট ও কম্পোজার ছিলেন। এই বছর তিনি কয়েকটি চলচ্চিত্রের কাজ করছেন। এই সম্পর্কে দ্রোণ আচার্য্য বলেন, ‘অনেক বাণিজ্যের ভিড়ে কিছু কিছু কাজ করে নিজেরই ভালো লাগে। ‘নদী রে তুই’ সিনেমার গানগুলিও তেমনই হয়েছে । আর বাংলাদেশের শ্রোতাদের জন্য এটিই আমার প্রথম নিবেদন। ভালো কাজ দিয়ে এদেশের মানুষের আরও কাছে আসতে চাই ।’
কলকাতার সিনেমায় গান লেখা প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন, ‘এই প্রথম একটি ফোক ঘরানার লিরিক লিখলাম। গানের সুর ও সংগীতায়োজন খুব ভালো লেগেছে । নচিকেতাও বেশ ভালো গেয়েছেন। ভালো লাগছে, এমন ভালো একটি কাজের অংশীদার হতে পেরে।’
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত মাসুদ আখন্দ পরিচালিত এ ছবিতে মোট গান রয়েছে ৭টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, কনা, পান্থ কানাই, শাকিল, পলাশ ও তুর্য। ছবির বেশিরভাগ গানের সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। আর ছবির টাইটেল গানটি করেছেন এরশাদ।
ছবির গানগুলোর বিষয়ে এ ছবির পরিচালক মাসুদ আখন্দ বাংলানিউজকে বলেন, ‘কীর্তন, আধুনিক এবং রবীন্দ্রসংগীতের সংমিশ্রণ থাকবে ছবির গানে। আর ছবিটিতে ছয় বছর বয়সী তুর্য একটি দারুণ রবীন্দ্রসংগীত গেয়েছে। আশা করি গানগুলো দর্শক উপভোগ করবেন।’
আর ‘চিতায় আগুন জ্বলে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন রফিকুল ইসলাম। আর এ ছবির মাধ্যমে প্রমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে কল্যাণের। এ ছবিতে আরো অভিনয় করেছেন রাজ্জাক, শায়না আমিন, মাসুদ আখন্দ ও বন্যা মির্জা।
ছবির গানগুলোর বিষয়ে এ ছবির পরিচালক মাসুদ আখন্দ বাংলানিউজকে বলেন, ‘কীর্তন, আধুনিক এবং রবীন্দ্রসংগীতের সংমিশ্রণ থাকবে ছবির গানে। আর ছবিটিতে ছয় বছর বয়সী তুর্য একটি দারুণ রবীন্দ্রসংগীত গেয়েছে। আশা করি গানগুলো দর্শক উপভোগ করবেন।’
আর ‘চিতায় আগুন জ্বলে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন রফিকুল ইসলাম। আর এ ছবির মাধ্যমে প্রমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে কল্যাণের। এ ছবিতে আরো অভিনয় করেছেন রাজ্জাক, শায়না আমিন, মাসুদ আখন্দ ও বন্যা মির্জা।
অন্যপথ
পরিচালকঃ নাঈম তালুকদার জি সিরিজ । ১২ ডিসেম্বর ২০১২ |
'অন্যপথ' নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন নাঈম তালুকদার। ছবিটির কাহিনী চিত্রনাট্য লিখেছেন এএম শ্যামল। সিনেমার শুটিংয়ের আগে এর গানের কাজ শুরু হয়েছে। সিনেমার সংগীত পরিচালকের দায়িত্ব আছেন এফ এ সুমন। জি-সিরিজের ব্যানারে এর অ্যালবামটি প্রকাশ করা হয়েছে ১২-১২-১২ তারিখে। পরিচালক নাঈম তালুকদার বলেন, 'সিনেমায় ন্যান্সি, কণা, নির্ঝর, ইমরান, আর জে রাজু, অভি, এহেসান রাহি, কিশোর পলাশ, এফ এ সুমনসহ আমি নিজেও কণ্ঠ দিয়েছি। আমিসহ গানগুলোর কথা লিখেছেন ইবু এবং এএম শ্যামল।' এফ এ সুমন বলেন, 'অন্যপথ সিনেমার গল্পটি ভালো লেগেছে। আশা করছি পাগল তোর জন্য এবং খুঁটি ছবি দুটির গানগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছে অন্যপথ ছবির গানগুলোও শ্রোতাপ্রিয় হবে।'
১২-১২-১২ তে যে সকল অ্যালবাম প্রকাশ পেয়েছে সেগুলোর মধ্যে মিলন-ববি-মারুফ অভিনীত 'দেহরক্ষী' সিনেমার গানের অ্যালবামটি অন্যতম৷ অ্যালবামে গান রয়েছে মোট ৫টি৷ গানগুলো প্রসঙ্গে এই সিনেমার সঙ্গীত পরিচালক অদিত বলেন 'বাংলা সিনেমার গান ভালো হচ্ছে না বলে এতদিন যারা দুঃখ প্রকাশ করেছেন তারা 'দেহরক্ষী'র গান শুনে তৃপ্তি পাবেন৷ আমি প্রত্যেকটি গানের পেছনে প্রচুর সময় দিয়েছি৷ মুম্বাই থেকে মিউজিক করে এনেছি৷ মুম্বাইয়ের সুরেশ যাদব, রাজ সোডার মত মিউজিশিয়ানরা আমার সঙ্গে কাজ করেছেন৷ আমি একই সঙ্গে মেলোডি, রক, সুফি এবং ব্লুজ-এর সংমিশ্রণ রেখেছি৷ আশা করছি গানগুলো সকলের নিকট ভালো লাগবে৷'
ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, 'সিনেমাটির শুটিং শেষ হয়েছে গত মাসে৷ এখন সিনেমার পোস্ট প্রডাকশনের কাজ চলছে৷ মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত এই সিনেমার গান বেশ আগে থেকেই শ্রোতারা রেডিও ফূর্তিতে শুনে আসছিলেন৷ সমপ্রতি এশিয়ান টিভিতেও নিয়মিত সিনেমাটির গান প্রচারিত হচ্ছে৷'
ইফতেখার চৌধুরী পরিচালিত 'দেহরক্ষী' সিনেমার অডিও অ্যালবাম ১২.১২.১২ তারিখে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে বাজারে আসছে৷ 'ভালোবাসি তোমায়', মানেনা মন', 'যাদু', 'তোরে খুঁজি' ও 'সোহানা' শিরোনামের গানগুলোতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব, দোলা ও অদিত ৷ গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ৷
ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, 'সিনেমাটির শুটিং শেষ হয়েছে গত মাসে৷ এখন সিনেমার পোস্ট প্রডাকশনের কাজ চলছে৷ মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত এই সিনেমার গান বেশ আগে থেকেই শ্রোতারা রেডিও ফূর্তিতে শুনে আসছিলেন৷ সমপ্রতি এশিয়ান টিভিতেও নিয়মিত সিনেমাটির গান প্রচারিত হচ্ছে৷'
ইফতেখার চৌধুরী পরিচালিত 'দেহরক্ষী' সিনেমার অডিও অ্যালবাম ১২.১২.১২ তারিখে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে বাজারে আসছে৷ 'ভালোবাসি তোমায়', মানেনা মন', 'যাদু', 'তোরে খুঁজি' ও 'সোহানা' শিরোনামের গানগুলোতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব, দোলা ও অদিত ৷ গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ৷