আঞ্চলিক প্রকাশনা
বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি আছে। প্রতিটি অঞ্চলের সংস্কৃতিমনা মানুষরা চেষ্টা করেন তাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে। যদিও মূলধারার সাংস্কৃতিক কর্মকান্ড অনেক বেশি শহর কেন্দ্রিক। তবুও বিভিন্ন অঞ্চলের অনেক প্রতিকূলতার মধ্যেও যারা নিজেদের সৃষ্টিশীল কাজের প্রকাশনা করছেন তাদের সৃষ্টিগুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আগ্রহীরা নিজেদের প্রকাশনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবার অনুরোধ রইলো।
বেশ কিছু সীমাবদ্ধতার কারণে এই সব প্রকাশনা এই মূহুর্তে সংগ্রহ করা না গেলেও ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে প্রকাশনা গুলো সংগ্রহ করবার।
বরিশাল
শিশুশিল্পীদের অ্যালবাম ‘চাঁদের হাসি’। হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী । ০১ জানুয়ারী ২০১৩
ইংরেজি নববর্ষ উপলক্ষে বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সপ্তম এবং শিশুশিল্পীদের প্রথম অডিও অ্যালবাম ‘চাঁদের হাসি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বরিশাল সাংস্কৃতিক কেন্দ্র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ইসলামী ব্যাংক বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক মো. আবদুল হাই, দিগন্ত টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান আজাদ আলাউদ্দীন, গ্রামীণফোন বরিশাল ব্রাঞ্চের আইটি ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম এবং উপদেষ্টা জিয়াউর রহমান মনির। হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক নূর নবী জনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেরাররশ্মির সাবেক পরিচালক আহমদ আল আমিন, আনোয়ার হোসাইন খান, জহিরুল ইসলামসহ আরও অনেকে। অ্যালবামটিতে হামদ-না’ত, দেশের গানসহ ভিন্নধারার মোট ১৪টি গান স্থান পেয়েছে। অ্যালবামটি প্রযোজনা করেছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)।
চট্রগ্রাম
রাত্রি ভোরের গান । পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ । প্রকাশকালঃ ১৬ ডিসেম্বর ২০১২
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় এক অডিটোরিয়ামে। পারাবারের পরিচালক ইকবাল হাসানের পরিচালনায় ও হোসনে মুরাদ তারিফের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন পারাবারের ভাইস চেয়ারম্যান মুহম্মদ হোসেন সোহেল। অনুষ্ঠানে গানের ভিসিডি ‘রাত্রি ভোরের গান’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে মাতিয়ে তোলে।
সুনামগঞ্জ
কুয়াশা প্রনয় । শিল্পীঃ প্রতিমা অলক
প্রকাশনা প্রতিষ্ঠানঃ রিঙ্গার । প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০১২ । প্রকাশনা উৎসবঃ ২ নভেম্বর ২০১২
সুনামগঞ্জ শহরের সংগীতশিল্পী প্রতিমা অলকের একক গানের অ্যালবাম কুয়াশা প্রণয়-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ নভেম্বর ২০১২ সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গানের সিডির মোড়ক উন্মোচন শেষে শুভেচ্ছা বক্তব্য দেন পীর ফজলুর রহমান, খায়রুল হুদা, শামসুল আবেদীন, নুরুল ইসলাম, দেবদাস চৌধুরী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রতিমা অলক, অলক বাপ্পা, মোহন রায়, স্বপ্নীল রাজীব, বাউল সরোয়ার ও নাজমুল। দর্শকদের বাঁশির সুর শুনিয়ে মুগ্ধ করেন জালাল।
রাজীব হোসেনের সংগীত আয়োজনে বাজারে এসেছে সুনামগঞ্জের শিল্পী প্রতিমা অলকের একক অ্যালবাম কুয়াশা প্রণয়।নয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ২১ অক্টোবর রিঙ্গারের ব্যানারে আসা অ্যালবামটি বাজারে পাওয়া যাচ্ছে। গানগুলো লিখেছেন- জাহিদ আকবর, লুৎফর হাসান, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, সেজুল হোসেন, নবাব আমিন, হাসনাত মহসীন, হোসাইন সুমন, হীরক ওয়াজেদ। সবকটি গান সুর করেছেন অলক বাপ্পা।
রাজীব হোসেনের সংগীত আয়োজনে বাজারে এসেছে সুনামগঞ্জের শিল্পী প্রতিমা অলকের একক অ্যালবাম কুয়াশা প্রণয়।নয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ২১ অক্টোবর রিঙ্গারের ব্যানারে আসা অ্যালবামটি বাজারে পাওয়া যাচ্ছে। গানগুলো লিখেছেন- জাহিদ আকবর, লুৎফর হাসান, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, সেজুল হোসেন, নবাব আমিন, হাসনাত মহসীন, হোসাইন সুমন, হীরক ওয়াজেদ। সবকটি গান সুর করেছেন অলক বাপ্পা।
রুপগঞ্জ, নারায়নগঞ্জ
পরের বৃন্দাবন। শিল্পীঃ গরিব সঞ্জয়
প্রকাশনা প্রতিষ্ঠানঃ সঙ্গীতা । প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০১২
এবারের ঈদুল আযহা ও দূর্গা পূজা উপলক্ষে রূপগঞ্জ তারকা শিল্পীগোষ্ঠীর সদস্য গরীব সঞ্জয় এর একক এ্যালবাম ‘‘পরের বৃন্দাবন’’ অডিও সিডি ২৪ অক্টোবর বাজারে এসেছে। এ উপলক্ষে রূপগঞ্জ তারকা শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে পরের বৃন্দাবনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হানিফ মোল্লা। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি অলিউল্লাহ মিয়া, মিলন ভুঁইয়া, আলাউদ্দিন আল আজাদ, সুলতান মহিউদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, আল আমিন, শাহিন, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ আকতারুজ্জামান মোল্লা প্রমুখ। পরের বৃন্দাবন অডিও সিডিতে এত ভালো বেসে তরে, পরের বাড়ি পরের বৃন্দাবন, দয়াল, কেমনে একা থাকবোরে, নূপুর নামের ঐ মেয়েটি, নিজের হাতে নিজের জীবন, তিনটি মেয়ে, একটা মাত্র মন, দয়ালরে তোর’ এ সকল ভাবের গানের কথা ও সুর করেছেন গরিব সঞ্জয়।
গরিব সঞ্জয় জানান, তার গাওয়া প্রতিটি গানের মধ্যে একটি ভাব রয়েছে। দীর্ঘ সাধনার পর এই প্রথম একক এ্যালবাম অডিও সিডি আকারে বাজারে ছাড়া হয়েছে। সঙ্গীতা মিউজিক ষ্টেশনের মাধ্যমে সারা দেশ ব্যাপী সিডিটি গরিব সঞ্জয়ের মা-বাবার উৎসর্গ করে ছাড়া হয়। প্রতিটি গান নবীন-প্রবীণদের মনে দাগ কাটবে বলে সুরকার জানান।
গরিব সঞ্জয় জানান, তার গাওয়া প্রতিটি গানের মধ্যে একটি ভাব রয়েছে। দীর্ঘ সাধনার পর এই প্রথম একক এ্যালবাম অডিও সিডি আকারে বাজারে ছাড়া হয়েছে। সঙ্গীতা মিউজিক ষ্টেশনের মাধ্যমে সারা দেশ ব্যাপী সিডিটি গরিব সঞ্জয়ের মা-বাবার উৎসর্গ করে ছাড়া হয়। প্রতিটি গান নবীন-প্রবীণদের মনে দাগ কাটবে বলে সুরকার জানান।
চাঁপাইনবাবগঞ্জ
ফিরে এসো প্রিয় অধরা । আবৃত্তিকারঃ আমিনুল হক আবীর
প্রকাশনা প্রতিষ্ঠানঃ ঐতিহ্য । প্রকাশকালঃ অক্টোবর ২০১২
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈদের আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা'
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই প্রথম বিশেষ আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা' বের হয়েছে। এটি উত্তরাঞ্চল থেকে প্রকাশিত সর্ব প্রথম ও একমাত্র আবৃত্তি এ্যালবাম। এ্যালবামে শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, হেলাল হাফিজসহ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১৭ জন কবির বাছাই করা ২০টি কবিতা রয়েছে। তরুণ কবি সাত্তার হোসেনের সম্পাদনায় এই এ্যালবামের কবিতাগুলো আবৃত্তি করেছেন আমিনুল হক আবীর। ঐতিহ্য'র বানারে প্রকাশিত এই আবৃত্তি এ্যালবামটি আজিজ সুপার মার্কেটের 'আবৃত্তি মেলা' সহ দেশের অভিজাত সিডি ক্যাসেট দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য'র পরিচালক সাত্তার হোসেন জানান, গ্রাম-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবিদের এই এ্যালবামে প্রকাশের মাধ্যমে আমরা একটি অসম্ভব প্রেম-ভালবাসা-বিরহ ও রোমান্টিসিজমের সমন্বয় সাধনের চেষ্টা করেছি।
তথ্যসূত্রঃ SSN BD
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই প্রথম বিশেষ আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা' বের হয়েছে। এটি উত্তরাঞ্চল থেকে প্রকাশিত সর্ব প্রথম ও একমাত্র আবৃত্তি এ্যালবাম। এ্যালবামে শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, হেলাল হাফিজসহ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১৭ জন কবির বাছাই করা ২০টি কবিতা রয়েছে। তরুণ কবি সাত্তার হোসেনের সম্পাদনায় এই এ্যালবামের কবিতাগুলো আবৃত্তি করেছেন আমিনুল হক আবীর। ঐতিহ্য'র বানারে প্রকাশিত এই আবৃত্তি এ্যালবামটি আজিজ সুপার মার্কেটের 'আবৃত্তি মেলা' সহ দেশের অভিজাত সিডি ক্যাসেট দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য'র পরিচালক সাত্তার হোসেন জানান, গ্রাম-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবিদের এই এ্যালবামে প্রকাশের মাধ্যমে আমরা একটি অসম্ভব প্রেম-ভালবাসা-বিরহ ও রোমান্টিসিজমের সমন্বয় সাধনের চেষ্টা করেছি।
তথ্যসূত্রঃ SSN BD
কুড়িগ্রাম
মেলা । শিল্পীঃ শফি,সাজু ও মুন । প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০১২
কুড়িগ্রামে ভাওয়াইয়া গানের সিডি ‘মেলা’র মোড়ক উন্মোচন
কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী শফি, সাজু ও মুনের ভাওয়াইয়া গানের সিডি মেলা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সোমবার স্বাধীনতার বিজয় স্তম্ভে ভিডিও সিডি’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু। ভিডিও সিডিটির ৯টি গানের গীতিকার সাংবাদিক আব্দুল খালেক ফারুক ও শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে ভাওয়াইয়ার শিল্পী ও গবেষক অনন্ত কুমার দেবকে সম্মাননা জানানো হয়। পরে জনপ্রিয় ওই ৩ শিল্পীর পরিবেশনায় ভাওয়াইয়া গান পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
তথ্যসূত্রঃ রংপুর ওয়েব
কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পী শফি, সাজু ও মুনের ভাওয়াইয়া গানের সিডি মেলা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সোমবার স্বাধীনতার বিজয় স্তম্ভে ভিডিও সিডি’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু। ভিডিও সিডিটির ৯টি গানের গীতিকার সাংবাদিক আব্দুল খালেক ফারুক ও শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে ভাওয়াইয়ার শিল্পী ও গবেষক অনন্ত কুমার দেবকে সম্মাননা জানানো হয়। পরে জনপ্রিয় ওই ৩ শিল্পীর পরিবেশনায় ভাওয়াইয়া গান পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
তথ্যসূত্রঃ রংপুর ওয়েব
চট্রগ্রাম
রক্তকরবী’র নিত্য তোমার যে ফুল ফোটে । প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০১২
সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘সঙ্গীতে আমরা অনেকখানি এগিয়েছি। কিন্তু ইউরোপীয় সঙ্গীতের তুলনায় এখনো পিছিয়ে। আমাদের নিজস্ব সংস্কৃতির ও ঐতিহ্যের মধ্যে সঙ্গীতের ভূমিকা অনস্বীকার্য। আর বাঙালির সঙ্গীত ভুবনে কবি গুরুর অবদান বলে বোঝানো যাবে না। তিনি আমাদের সঙ্গীতকে করেছেন ঋদ্ধ। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিশ্ব সঙ্গীত জগতে আমরা নিজেদের অবস্থান দৃঢ় করতে পেরেছি। তার বাণী ও সুরের যে অপূর্ব মিশ্রণ, তা যেন আমাদের অচিন্ত্যলোকের অমরাবতীর দেশে নিয়ে যায়।’-গতকাল শনিবার সন্ধ্যায় রক্তকরবী নিবেদিত সিডি’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।
শুদ্ধ সঙ্গীত চর্চার সংগঠন ‘রক্তকরবী’র সদস্য-সদস্যাদের নিবেদিত রবীন্দ্রসঙ্গীতের প্রথম সিডি ‘নিত্য তোমার যে ফুল ফোটে’-প্রকাশনা অনুষ্ঠিত হয়ে গেল ১৫ সেপ্টেম্বর ২০১২ নগরীর ‘ফুলকি’ মিলনায়তনে। এ উপলক্ষে ঘরোয়া সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।অনুষ্ঠানে অতিথি ড. অনুপম সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন নগরীর সংস্কৃতিপ্রেমী, শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি মোড়ক উন্মোচনের পর সিডিতে গান করেছেন এমন কয়েকজন শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। একক পরিবেশনের শিল্পীরা হলেন- লাকী দত্ত, মৃত্তিকা সহিতা, পূরবী বড়ুয়া, সত্যজিৎ ঘোষ, শ্রাবন্তী ধর ও শুভ্রতা দাশ। পাশাপাশি ছিল রক্তকরবী’র সদস্যদের সমবেত পরিবেশনা। ‘বাজে বাজে রম্যবীণা বাজে, নাচে নাচে রম্যতালে নাচে’সহ বেশ ক’টি রবীন্দ্র্রসঙ্গীতের মুর্চ্ছনায় ঝংকৃত হয়ে উঠে চারপাশ।
‘নিত্য তোমার যে ফুল ফোটে’-নামের এই সিডিটি কবি গুরুর গান দিয়ে সাজানো হয়েছে। এতে গান গেয়েছেন -মোনালিসা বড়ুয়া, লাকী দত্ত, মৃত্তিকা সহিতা, পূরবী বড়ুয়া, শুভাশিস চক্রবর্ত্তী, সান্ত্বনা রায় চৌধুরী, রুচিরা বড়ুয়া, শ্রাবন্তী ধর, সত্যজিত ঘোষ ও শুভ্রতা দাশ। পাশাপাশি সমবেত কণ্ঠে রয়েছে সুমনা সিদ্দিকী, সৃষ্টি বড়ুয়া, ফারহানা নুসরাত আহমেদ, ফাহমিনা ইসরাত আহমেদ, জবা চৌধুরী ও সুচয়ন পাল। অ্যালবামটিতে সড়ক দুর্ঘটনায় নিহত রক্তকরবী’র অন্যতম সদস্যা প্রিয়াসী মুৎসুদ্দীর কণ্ঠে গাওয়া একটি গানও রাখা হয়েছে বলে জানান রক্তকরবী’র পরিচালক শিল্পী শীলা মোমেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদ হাসান।
তথ্যসূত্রঃ সুপ্রভাত বাংলাদেশ
শুদ্ধ সঙ্গীত চর্চার সংগঠন ‘রক্তকরবী’র সদস্য-সদস্যাদের নিবেদিত রবীন্দ্রসঙ্গীতের প্রথম সিডি ‘নিত্য তোমার যে ফুল ফোটে’-প্রকাশনা অনুষ্ঠিত হয়ে গেল ১৫ সেপ্টেম্বর ২০১২ নগরীর ‘ফুলকি’ মিলনায়তনে। এ উপলক্ষে ঘরোয়া সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।অনুষ্ঠানে অতিথি ড. অনুপম সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন নগরীর সংস্কৃতিপ্রেমী, শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি মোড়ক উন্মোচনের পর সিডিতে গান করেছেন এমন কয়েকজন শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। একক পরিবেশনের শিল্পীরা হলেন- লাকী দত্ত, মৃত্তিকা সহিতা, পূরবী বড়ুয়া, সত্যজিৎ ঘোষ, শ্রাবন্তী ধর ও শুভ্রতা দাশ। পাশাপাশি ছিল রক্তকরবী’র সদস্যদের সমবেত পরিবেশনা। ‘বাজে বাজে রম্যবীণা বাজে, নাচে নাচে রম্যতালে নাচে’সহ বেশ ক’টি রবীন্দ্র্রসঙ্গীতের মুর্চ্ছনায় ঝংকৃত হয়ে উঠে চারপাশ।
‘নিত্য তোমার যে ফুল ফোটে’-নামের এই সিডিটি কবি গুরুর গান দিয়ে সাজানো হয়েছে। এতে গান গেয়েছেন -মোনালিসা বড়ুয়া, লাকী দত্ত, মৃত্তিকা সহিতা, পূরবী বড়ুয়া, শুভাশিস চক্রবর্ত্তী, সান্ত্বনা রায় চৌধুরী, রুচিরা বড়ুয়া, শ্রাবন্তী ধর, সত্যজিত ঘোষ ও শুভ্রতা দাশ। পাশাপাশি সমবেত কণ্ঠে রয়েছে সুমনা সিদ্দিকী, সৃষ্টি বড়ুয়া, ফারহানা নুসরাত আহমেদ, ফাহমিনা ইসরাত আহমেদ, জবা চৌধুরী ও সুচয়ন পাল। অ্যালবামটিতে সড়ক দুর্ঘটনায় নিহত রক্তকরবী’র অন্যতম সদস্যা প্রিয়াসী মুৎসুদ্দীর কণ্ঠে গাওয়া একটি গানও রাখা হয়েছে বলে জানান রক্তকরবী’র পরিচালক শিল্পী শীলা মোমেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদ হাসান।
তথ্যসূত্রঃ সুপ্রভাত বাংলাদেশ
চট্রগ্রাম
তাজমহল । প্রকাশনা প্রতিষ্ঠানঃ বিনিময় । প্রকাশকালঃ আগষ্ট ২০১২
গীতিকার শফি সুমনের এ্যালবাম ‘তাজমহল’
কবি ও গীতিকার শফি সুমনের সিডি এ্যালবাম তাজমহল’ এবার ঈদ উপলক্ষে বিনিময়ের ব্যানারে বাজারে এসেছে। এতে মোট ১২টি গান সন্নিবেশিত হয়েছে। গানগুলো গেয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী-সাইফুদ্দিন মাহমুদ খান, শাকিলা জাহান, রুনা পারভীন, আলমগীর আলাউদ্দিন, আলাউদ্দিন তাহের, কল্পনা লালা, শিরিন আক্তার, আলেয়া আরিফ, কেয়া লাহেড়ি। শিল্পীদের গায়কীতে মুন্সীয়ানার পরিচয় মেলে। সবক’টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাইফুদ্দিন মাহমুদ খান। ‘তাজমহল’ শিরোনামে এ সিডি অ্যালবাম আধুনিক প্রিয় গানের শ্রোতাদের সংগ্রহে রাখার মতো।
সূত্রঃ দৈনিক আজাদী
কবি ও গীতিকার শফি সুমনের সিডি এ্যালবাম তাজমহল’ এবার ঈদ উপলক্ষে বিনিময়ের ব্যানারে বাজারে এসেছে। এতে মোট ১২টি গান সন্নিবেশিত হয়েছে। গানগুলো গেয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী-সাইফুদ্দিন মাহমুদ খান, শাকিলা জাহান, রুনা পারভীন, আলমগীর আলাউদ্দিন, আলাউদ্দিন তাহের, কল্পনা লালা, শিরিন আক্তার, আলেয়া আরিফ, কেয়া লাহেড়ি। শিল্পীদের গায়কীতে মুন্সীয়ানার পরিচয় মেলে। সবক’টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাইফুদ্দিন মাহমুদ খান। ‘তাজমহল’ শিরোনামে এ সিডি অ্যালবাম আধুনিক প্রিয় গানের শ্রোতাদের সংগ্রহে রাখার মতো।
সূত্রঃ দৈনিক আজাদী
পাবনা
ফিরে দেখা । শিল্পীঃ হালিম
প্রকাশনা প্রতিষ্ঠানঃ গান চিল । প্রকাশকালঃ ৩১ আগষ্ট ২০১২
পাবনায় 'ফিরে দেখা' অ্যালবামের মোড়ক উন্মোচন
৩১ আগস্ট ২০১২ সন্ধ্যায় উত্তরণ সাহিত্য আসর পাবনার উদ্যোগে তরুণ কবি, গল্পকার ও গীতিকার আলমগীর কবীর হৃদয়ের লেখা এবং কণ্ঠশিল্পী হালিমের কণ্ঠে আধুনিক গানের ঈদ অ্যালবাম 'ফিরে দেখা' সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান পাবনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে 'ফিরে দেখা' অ্যালবামের বিরহের স্মৃতিগুলো, অষ্টপ্রহর, আকাশের সঙ্গে, গভীর রাতে, কতটা ভালোবাসা, হয়েছিল দেখা, বিধাতার পরে, নদীর জলকে ও ভুল করে ভালোবেসো না গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী হালিম এবং 'কতটা ভালোবাসা' শিরোনামের গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী নূপুর। সেই সঙ্গে কবিতা আবৃত্তি করেন কবি আলমগীর কবীর হৃদয় ও মেঘলা আক্তার মেঘ। 'ফিরে দেখা' অ্যালবামের গানগুলোর মিউজিক কম্পোজ করেছেন রাজিব আহমেদ, গানের মিঙ্ড করেছেন রাজবির আহমেদ, রেকর্ডিং আর-ক্লাব স্টুডিও, বনশ্রী, ঢাকা। ফিরে দেখা অ্যালবামটি সারা দেশে বাজারে এনেছে গানচিল, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন স্বাধীন মজুমদার।
সূত্রঃ কালের কণ্ঠ
৩১ আগস্ট ২০১২ সন্ধ্যায় উত্তরণ সাহিত্য আসর পাবনার উদ্যোগে তরুণ কবি, গল্পকার ও গীতিকার আলমগীর কবীর হৃদয়ের লেখা এবং কণ্ঠশিল্পী হালিমের কণ্ঠে আধুনিক গানের ঈদ অ্যালবাম 'ফিরে দেখা' সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান পাবনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে 'ফিরে দেখা' অ্যালবামের বিরহের স্মৃতিগুলো, অষ্টপ্রহর, আকাশের সঙ্গে, গভীর রাতে, কতটা ভালোবাসা, হয়েছিল দেখা, বিধাতার পরে, নদীর জলকে ও ভুল করে ভালোবেসো না গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী হালিম এবং 'কতটা ভালোবাসা' শিরোনামের গানটি পরিবেশন করেন কণ্ঠশিল্পী নূপুর। সেই সঙ্গে কবিতা আবৃত্তি করেন কবি আলমগীর কবীর হৃদয় ও মেঘলা আক্তার মেঘ। 'ফিরে দেখা' অ্যালবামের গানগুলোর মিউজিক কম্পোজ করেছেন রাজিব আহমেদ, গানের মিঙ্ড করেছেন রাজবির আহমেদ, রেকর্ডিং আর-ক্লাব স্টুডিও, বনশ্রী, ঢাকা। ফিরে দেখা অ্যালবামটি সারা দেশে বাজারে এনেছে গানচিল, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন স্বাধীন মজুমদার।
সূত্রঃ কালের কণ্ঠ
নারায়নগঞ্জ
মাটির মানুষ । রথীন চক্রবর্তী । প্রকাশকালঃ ১১ মে,২০১২
শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তীর গানের অ্যালবাম মাটির মানুষ-এর মোড়ক উন্মোচন করা হলো ১১ মে ২০১২। নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন তাঁর দীর্ঘদিনের সুহূদ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।
শিল্পী রথীন চক্রবর্তী নারায়ণগঞ্জে মূলত শিশুসংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ঘরোয়া পরিবেশেই তিনি গান করে থাকেন। রবীন্দ্রসংগীত সহ দেশের গান ও জনপ্রিয় আধুনিক গান নিয়ে এই প্রথম তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হলো। উদ্বোধনী পর্বের পর সিডির গান গেয়ে শোনান শিল্পী। সিডির গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি কি কেবলই ছবি’, ‘আমি তোমায় যত’, ‘মাটির মানুষ মাটি নিয়া’, ‘তুমি নির্মল করো’, ‘জীবনের যদি দীপ’, ‘চট্টগ্রাম বীর চট্টগ্রাম’, ‘মধুর আমার মায়ের হাসি’, ‘শুভ্র সমুজ্জ্বল হে নির্মল’, ‘আমার খেলা যখন’, ‘এত সুর আর এত গান’, ‘সুনীল সাগরে শ্যামল কিনারে’, ‘শুভ কর্মপথে’।
শিল্পী রথীন চক্রবর্তী নারায়ণগঞ্জে মূলত শিশুসংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ঘরোয়া পরিবেশেই তিনি গান করে থাকেন। রবীন্দ্রসংগীত সহ দেশের গান ও জনপ্রিয় আধুনিক গান নিয়ে এই প্রথম তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হলো। উদ্বোধনী পর্বের পর সিডির গান গেয়ে শোনান শিল্পী। সিডির গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি কি কেবলই ছবি’, ‘আমি তোমায় যত’, ‘মাটির মানুষ মাটি নিয়া’, ‘তুমি নির্মল করো’, ‘জীবনের যদি দীপ’, ‘চট্টগ্রাম বীর চট্টগ্রাম’, ‘মধুর আমার মায়ের হাসি’, ‘শুভ্র সমুজ্জ্বল হে নির্মল’, ‘আমার খেলা যখন’, ‘এত সুর আর এত গান’, ‘সুনীল সাগরে শ্যামল কিনারে’, ‘শুভ কর্মপথে’।
চট্রগ্রাম
দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে প্রকাশিত গানের সিডি
প্রকাশনা প্রতিষ্ঠানঃ সংশপ্তক । প্রকাশকালঃ ৯ এপ্রিল ২০১২
প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনে জোরালো জনমত গড়ে তুলবার লক্ষ্যে চট্রগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি সেমিনার হলে ৯ এপ্রিল ২০১২ উন্নয়ন সংগঠন সংশপ্তক আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে প্রকাশিত গানের সিডি’র মোড়ক উন্মোচন করা হয়। সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড.মনজুর আমিন চৌধুরী। বক্তব্য রাখেন নুরুল ইসলাম চৌধুরী কিরণ, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, রওশন আরা, ফরিদ বঙ্গবাসী, নার্গিস চৌধুরী, রনি বড়ুয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে প্রকাশিত গানের সিডি’র মোড়ক উন্মোচন করেন। এতে কণ্ঠ দেন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দ যথাক্রমে মুনিয়া, হারুন, মালেক, সাদ্দাম, তাজলিনা, জাহিদ আনোয়ার ও সঞ্জয়।
ঠাকুরগাও
এক তাজমহল । প্রকাশনা প্রতিষ্ঠানঃ শব্দশিল্প ঘর প্রকাশনী । প্রকাশকালঃ নভেম্বর ২০১২
ঠাকুরগাঁও প্রেসক্লাব হল রুমে শব্দশিল্প ঘর প্রকাশনীর আয়োজনে ‘এক তাজমহল’ নামে একটি গানের এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট সংগীত শিল্পী দিপ্তী বোস প্রধান অতিথি হিসেবে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আখতার হোসেন রাজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ, অধ্যক্ষ মুহম্মদ জালাল-উদ-দীন, বিশ্বনাথ দে, তুষার কান্তি বর্ধন, গোলাম সারোয়ার সম্রাট ও প্রকাশিত এ্যালবামের শিল্পী রেজাউল হক সুমন। বক্তারা ঠাকুরগাঁওয়ের শিল্প সাহিত্য ও সংগীত সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, ঠাকুরগাঁওয়ের সংগীত এবং সংস্কৃতি নিয়ে নবীনরা কাজ করছে, এটি আশার কথা। নবীন সংগীত শিল্পীরা আরও ভালো কাজ করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করছে।