গানের আসর
ডিসেম্বর ২০১২
একক সঙ্গীত সন্ধ্যা
শিল্পী: কৃষ্ণকলি ইসলাম
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত । ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬:৩০
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান
বাসা ৩৫, রোড ২৪, গুলশান ১
একক সঙ্গীত সন্ধ্যা
শিল্পী: লিলি ইসলাম
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত । ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬:৩০
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান
বাসা ৩৫, রোড ২৪, গুলশান ১
কবিতার গানে স্বদেশ
সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে নিয়মিত দর্শনীর বিনিময়ের পাক্ষিক অনুষ্ঠানে
এবারের দল 'সারগাম ল'
২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬:০০ । শিল্পকলা একাডেমী, সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র
‘শিকড়ে শিক্ষায় মননে সংগ্রামে চিরবাঙ্গালি’ স্লোগান নিয়ে ২৬ ডিসেম্বর থেকে দু’দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা ভিত্তিক শাস্ত্রীয় সংগীত চর্চাকারী সংগঠন লক্ষ্যাপার আয়োজন করেছে তাদের ৪র্থ শাস্ত্রীয় সংগীত সম্মেলন। সম্মেলন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সেতার শিল্পী পণ্ডিত রবি শঙ্করকে।
সম্মেলনের অনুষ্ঠানসূচিতে রয়েছে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান, গোলটেবিল বৈঠক, গুণীজন সম্মাননা এবং সংগীত পরিবেশনা। এবারের সম্মেলনে অংশ নেবেন কণ্ঠ সংগীতে- ওস্তাদ রবিউল হোসেন, লিও জে বাড়ৈ, ড. অসিত রায়, প্রিয়াংকা গোপ, মো: রেজওয়ানুল হক, ঋতুপর্ণা চক্রবর্তী। সরোদ পরিবেশনায় কল্যাণ মুখোপাধ্যায়, সেতারে সুপ্রতীয় সেনগুপ্ত, বাঁশি মৃত্যুঞ্জয় দাস, তবলায় বিপ্লব ভট্টাচার্য।
তাদের সঙ্গে সঙ্গত করবেন, হারমোনিয়াম শুভাশীষ ভট্টাচার্য, মো. রফিক, সালেক হোসাইন, লতিফুন জুলিও। তবলায় মনির হোসেন, স্বরূপ হোসেন, ইফতেখার আলম প্রধান, সবুজ আহমেদ। পাখোয়াজ-সুসেন রায়, মৃদঙ্গম বিধান চন্দ্র সিংহ, ঢোলে মো. নজরুল ইসলাম, হাতবায়ায় রনজিৎ কর্মকার। সম্মেলন স্থল নারায়ণগঞ্জ ক্লাব এর কনভেনসন সেন্টার। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে রাত ৯টায়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং উৎসব স্মরণিকা প্রদানের মাধ্যমে শেষ হবে ভোর ৬টায়।
শাস্ত্রীয় সংগীতের তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন দেশের নানা স্থান থেকে আসা সংগীত শিক্ষকরা। প্রায়োগিক বিষয় ব্যাখ্যা করবেন বিপ্লব ভট্টাচার্য ও ঋতুপর্ণা চক্রবর্তী। এবারের সম্মেলনে আজীবন সম্মাননা প্রদান করা হবে ওস্তাদ রবিউল হোসেনকে। প্রদান করা হবে হারাধন-সুখেন শাস্ত্রীয় সংগীত প্রনোদনা বৃত্তি।
সম্মেলনের অনুষ্ঠানসূচিতে রয়েছে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান, গোলটেবিল বৈঠক, গুণীজন সম্মাননা এবং সংগীত পরিবেশনা। এবারের সম্মেলনে অংশ নেবেন কণ্ঠ সংগীতে- ওস্তাদ রবিউল হোসেন, লিও জে বাড়ৈ, ড. অসিত রায়, প্রিয়াংকা গোপ, মো: রেজওয়ানুল হক, ঋতুপর্ণা চক্রবর্তী। সরোদ পরিবেশনায় কল্যাণ মুখোপাধ্যায়, সেতারে সুপ্রতীয় সেনগুপ্ত, বাঁশি মৃত্যুঞ্জয় দাস, তবলায় বিপ্লব ভট্টাচার্য।
তাদের সঙ্গে সঙ্গত করবেন, হারমোনিয়াম শুভাশীষ ভট্টাচার্য, মো. রফিক, সালেক হোসাইন, লতিফুন জুলিও। তবলায় মনির হোসেন, স্বরূপ হোসেন, ইফতেখার আলম প্রধান, সবুজ আহমেদ। পাখোয়াজ-সুসেন রায়, মৃদঙ্গম বিধান চন্দ্র সিংহ, ঢোলে মো. নজরুল ইসলাম, হাতবায়ায় রনজিৎ কর্মকার। সম্মেলন স্থল নারায়ণগঞ্জ ক্লাব এর কনভেনসন সেন্টার। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে রাত ৯টায়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং উৎসব স্মরণিকা প্রদানের মাধ্যমে শেষ হবে ভোর ৬টায়।
শাস্ত্রীয় সংগীতের তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন দেশের নানা স্থান থেকে আসা সংগীত শিক্ষকরা। প্রায়োগিক বিষয় ব্যাখ্যা করবেন বিপ্লব ভট্টাচার্য ও ঋতুপর্ণা চক্রবর্তী। এবারের সম্মেলনে আজীবন সম্মাননা প্রদান করা হবে ওস্তাদ রবিউল হোসেনকে। প্রদান করা হবে হারাধন-সুখেন শাস্ত্রীয় সংগীত প্রনোদনা বৃত্তি।
ছায়ানটের শুদ্ধসঙ্গীত-উৎসব ১৪১৯
৬, ৭ পৌষ ১৪১৯ / ২০, ২১ ডিসেম্বর ২০১২, বৃহস্পতিবার ও শুক্রবার
উদ্বোধন করবেন: মদনগোপাল দাশ
আজ আবারও দুই দিনব্যাপী শুদ্ধ সংগীতের উৎসব আয়োজন করেছে ছায়ানট। এবার ষষ্ঠ আয়োজন। আজ ছায়ানট মিলনায়তনে উৎসব উদ্বোধন হবে সন্ধ্যা ছয়টায়। উদ্বোধন করবেন সংগীতগুণী মদনগোপাল দাশ। আজ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। কাল শুক্রবার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাতটায় শুরু হবে তৃতীয় অধিবেশন, চলবে ভোর পর্যন্ত। উৎসবে থাকছে কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত। যন্ত্রসংগীতের মধ্যে থাকবে রুদ্রবীণা, বেহালা, তবলা, বাঁশি, সেতার ও সরোদ। সংগীত পরিবেশন করবেন ভারতের দুজনসহ বাংলাদেশের বরেণ্য শিল্পীরা।
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘আমরা চাইছি, শুদ্ধ সংগীতের প্রতি এ দেশের মানুষ আগ্রহী হোক। সারা রাত অনুষ্ঠান হয়, অনেকে আসেন। যেহেতু সারা রাত অনুষ্ঠান হবে, তাই সবার জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়। এই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, শুদ্ধ সংগীতের চর্চা ও প্রসার বাড়ানো।’ তিনি জানান, উৎসব সবার জন্য উন্মুক্ত।
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘আমরা চাইছি, শুদ্ধ সংগীতের প্রতি এ দেশের মানুষ আগ্রহী হোক। সারা রাত অনুষ্ঠান হয়, অনেকে আসেন। যেহেতু সারা রাত অনুষ্ঠান হবে, তাই সবার জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়। এই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, শুদ্ধ সংগীতের চর্চা ও প্রসার বাড়ানো।’ তিনি জানান, উৎসব সবার জন্য উন্মুক্ত।
Dhaka Blues Society
Launching Ceremony
in association with the Russian Cultural Centre
Friday 21 December, 2012 at 6.00 pm
রাজশাহীর ১০০ বছর পূর্তি উপলক্ষে গানের অনুষ্ঠান
সর্বসাধারণের জন্য উম্মুক্ত
শিল্পী: রুনা লায়লা, সুবীর নন্দী, মমতাজ
৮ ডিসেম্বর বিকেল ৪টা
পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ, রাজশাহী
সর্বসাধারণের জন্য উম্মুক্ত
শিল্পী: রুনা লায়লা, সুবীর নন্দী, মমতাজ
৮ ডিসেম্বর বিকেল ৪টা
পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ, রাজশাহী
The South Asian Bands Festival
December 7-9, 2012
Purana Qila, New Delhi
ভারত সরকারের আমন্ত্রণে সে দেশে ছয় দিনের সফরে যাচ্ছে সোলস। সফর শুরু হচ্ছে কাল ৬ ডিসেম্বর। এই সফরে ষষ্ঠ দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবের দুটি কনসার্টে গান করবে এই ব্যান্ড। এর মধ্যে ৭ ডিসেম্বর গান করবে নয়াদিল্লিতে আর ৯ ডিসেম্বর জয়পুরে। এই উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও বেসরকারি প্রতিষ্ঠান শেহের। সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া জানান, এই উৎসবে অংশ নিতে কাল বুধবার (আজ) দিল্লি যাচ্ছেন তাঁরা। কনসার্টগুলোয় অংশ নেবেন সোলসের নাসিম আলী খান (কণ্ঠ), পার্থ বড়ুয়া (কণ্ঠ ও গিটার), আহসানুর রহমান (ড্রামস), মারুফ হাসান তালুকদার (বেস গিটার), মীর শাহরিয়ার হোসেন (কি-বোর্ড), তুষার রঞ্জন দত্ত (পারকাশন)।
জানা গেছে, ষষ্ঠ দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে সোলস। উৎসবে আরও অংশ নিচ্ছে নাস্যা, গলিজ গুরুস ও ডিজিটাল সুইসাইড (ভারত), ই-সা (মালদ্বীপ), দ্য লাইকেনস (ভুটান), ডিসট্রিক্ট আননোন (আফগানিস্তান), থ্রিলোকা (শ্রীলঙ্কা), ব্লেজ (মিয়ানমার), জিন্দাবাদ (নেপাল) ও নুরি (পাকিস্তান) ব্যান্ড।
জানা গেছে, ষষ্ঠ দক্ষিণ এশীয় ব্যান্ড উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে সোলস। উৎসবে আরও অংশ নিচ্ছে নাস্যা, গলিজ গুরুস ও ডিজিটাল সুইসাইড (ভারত), ই-সা (মালদ্বীপ), দ্য লাইকেনস (ভুটান), ডিসট্রিক্ট আননোন (আফগানিস্তান), থ্রিলোকা (শ্রীলঙ্কা), ব্লেজ (মিয়ানমার), জিন্দাবাদ (নেপাল) ও নুরি (পাকিস্তান) ব্যান্ড।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী প্রতিষ্ঠার ৩৭ বছর (১৯৭৫-২০১২) পূর্তিতে আজ সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বিশিষ্ট কণ্ঠশিল্পী আবিদা সুলতানার গানের সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিল্পী আধুনিক, লোকগীতি, নজরুল, রবীন্দ্রসহ বিভিন্ন দেশের গান পরিবেশন করবেন। এছাড়াও গানের সঙ্গে থাকবে মর্ডান ড্যান্স। এ গানের সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জননেতা আবদুল জলিল এমপি। প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংগীতপ্রেমী দর্শক শ্রোতাদের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সূর্যমুখীর পক্ষ থেকে।