একক - পুরুষ
আগষ্ট ২০১২
হৃদয় মিক্সড অ্যালবামে 'যাবি যদি দূরে চলে দূর অজানাতে' গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতার নজর কাড়েন কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। ২০০৯ সালে প্রকাশ করেন হৃদয় খানের সুর ও সংগীতে নিজের প্রথম একক অ্যালবাম 'পথ'। প্রায় তিন বছর পর পারভেজ সাজ্জাদ এবার নিয়ে এসেছেন নিজের দ্বিতীয় একক অ্যালবাম 'প্রহর'।
এ্যালবামটি এসেছে সংগীতার ব্যানারে। এতে একটি গানের হিপহপ ভার্সনসহ মোট ট্র্যাক রয়েছে ৯টি। গানের কথা লিখেছেন পারভেজ সাজ্জাদ, কুমার উজ্জ্বল ও খন্দকার রাশেদ শরীফ। সুর ও সংগীতায়োজনে পারভেজ সাজ্জাদের পাশাপাশি রয়েছেন আফজাল হোসেন তামিম। পারভেজ সাজ্জাদ বলেন, 'যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছি। বেশির ভাগ গানই সুফি ধাঁচের। গানে হারমোনিয়াম ও ওয়েস্টার্ন যন্ত্রের ব্যবহার যে কারো ভালো লাগবে।'
এ্যালবামটি এসেছে সংগীতার ব্যানারে। এতে একটি গানের হিপহপ ভার্সনসহ মোট ট্র্যাক রয়েছে ৯টি। গানের কথা লিখেছেন পারভেজ সাজ্জাদ, কুমার উজ্জ্বল ও খন্দকার রাশেদ শরীফ। সুর ও সংগীতায়োজনে পারভেজ সাজ্জাদের পাশাপাশি রয়েছেন আফজাল হোসেন তামিম। পারভেজ সাজ্জাদ বলেন, 'যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছি। বেশির ভাগ গানই সুফি ধাঁচের। গানে হারমোনিয়াম ও ওয়েস্টার্ন যন্ত্রের ব্যবহার যে কারো ভালো লাগবে।'
২০০৯ সালে প্রকাশ হয় আমার প্রথম একক 'পথ'।
ঈদ উপলক্ষে সংগীতা বাজারে এনেছে কণ্ঠশিল্পী পারভেজের দ্বিতীয় একক 'প্রহর'।
'প্রহর' অ্যালবামটি নিয়ে বলুন -
প্রায় তিন বছর নিয়ে দ্বিতীয় এককের কাজ করেছি। বিভিন্ন ধাঁচের ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। তবে সব গানের মধ্যেই সুফি গানের রঙ পাওয়া যাবে। আমি যেহেতু সুফি গানের শিল্পী, তাই সুফি ঘরানার কথার প্রতি গুরুত্ব দিয়েছি। আমি ছাড়াও এ অ্যালবাম গান লিখেছেন কুমার উজ্জ্বল, রাশেদ শরিফ ও রাসেল অনিল। গানগুলোর সুর ও সঙ্গীত করেছি আমি ও তানিম।
প্রিন্স মাহমুদের 'অপরাজিতা' অ্যালবামেও আপনার গান রয়েছে?
হ্যাঁ। গত কোরবানির ঈদে প্রিন্স মাহমুদের 'নির্বাচিতা' অ্যালবামের 'কতদিনে তোমায় পাব' গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। এ ঈদে 'অপরাজিতা' অ্যালবামে 'তুমি আছ বলে' শিরোনামের একটি গান গেয়েছি। এ ছাড়া আসিফ ইকবাল ভাইয়ের কথায় মিশ্র অ্যালবাম 'অভিমানী আকাশ' অ্যালবামেও আমার গাওয়া একটি গান আছে।
সুফি গান সংরক্ষণে আপনার কার্যক্রমের খবর কী?
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অনেক সুফি গান। এখনও বিভিন্ন স্থান থেকে সুফি গানগুলো সংরক্ষণ করছি। ইতিমধ্যে অনেক গান আমরা সংরক্ষণ করেছি। কোরবানির ঈদে সেই গানগুলো থেকে ১০টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছি। সেই অ্যালবামে আমার সঙ্গে দেবপ্রসাদও গাইবেন। এটি আমাদের সংরক্ষিত গানের প্রথম প্রকাশনা হবে। এরপর থেকে নিয়মিত সংরক্ষিত গান নিয়ে অ্যালবাম বের করব।
ঈদ উপলক্ষে সংগীতা বাজারে এনেছে কণ্ঠশিল্পী পারভেজের দ্বিতীয় একক 'প্রহর'।
'প্রহর' অ্যালবামটি নিয়ে বলুন -
প্রায় তিন বছর নিয়ে দ্বিতীয় এককের কাজ করেছি। বিভিন্ন ধাঁচের ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। তবে সব গানের মধ্যেই সুফি গানের রঙ পাওয়া যাবে। আমি যেহেতু সুফি গানের শিল্পী, তাই সুফি ঘরানার কথার প্রতি গুরুত্ব দিয়েছি। আমি ছাড়াও এ অ্যালবাম গান লিখেছেন কুমার উজ্জ্বল, রাশেদ শরিফ ও রাসেল অনিল। গানগুলোর সুর ও সঙ্গীত করেছি আমি ও তানিম।
প্রিন্স মাহমুদের 'অপরাজিতা' অ্যালবামেও আপনার গান রয়েছে?
হ্যাঁ। গত কোরবানির ঈদে প্রিন্স মাহমুদের 'নির্বাচিতা' অ্যালবামের 'কতদিনে তোমায় পাব' গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। এ ঈদে 'অপরাজিতা' অ্যালবামে 'তুমি আছ বলে' শিরোনামের একটি গান গেয়েছি। এ ছাড়া আসিফ ইকবাল ভাইয়ের কথায় মিশ্র অ্যালবাম 'অভিমানী আকাশ' অ্যালবামেও আমার গাওয়া একটি গান আছে।
সুফি গান সংরক্ষণে আপনার কার্যক্রমের খবর কী?
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অনেক সুফি গান। এখনও বিভিন্ন স্থান থেকে সুফি গানগুলো সংরক্ষণ করছি। ইতিমধ্যে অনেক গান আমরা সংরক্ষণ করেছি। কোরবানির ঈদে সেই গানগুলো থেকে ১০টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছি। সেই অ্যালবামে আমার সঙ্গে দেবপ্রসাদও গাইবেন। এটি আমাদের সংরক্ষিত গানের প্রথম প্রকাশনা হবে। এরপর থেকে নিয়মিত সংরক্ষিত গান নিয়ে অ্যালবাম বের করব।