মিশ্র
আগষ্ট ২০১২
গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল। গানটির বদৌলতে শহীদ মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়কের মনোনয়নও পেয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটিসহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে শহীদের এ অ্যালবামের নামও ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।
প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘সংগীতের এই অল্প সময়ের ক্যারিয়ারে আমি ‘এক জীবন’ গানটির মধ্য দিয়ে সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝানোর নয়। তিনি বলেন, বাংলাদেশের যেখানেই গান করতে গিয়েছি, সবার কাছ থেকে গানটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। অনেকেই আমাকে আবার গানটির সিক্যুয়েল নির্মাণের ব্যাপারেও উত্সাহ দিয়েছেন। গানটির জনপ্রিয়তার কথা চিন্তা করেই এক জীবন গানের সিক্যুয়েল ‘এক জীবন টু’ নির্মাণের উদ্যোগ নিই।’
‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।
প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘সংগীতের এই অল্প সময়ের ক্যারিয়ারে আমি ‘এক জীবন’ গানটির মধ্য দিয়ে সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝানোর নয়। তিনি বলেন, বাংলাদেশের যেখানেই গান করতে গিয়েছি, সবার কাছ থেকে গানটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। অনেকেই আমাকে আবার গানটির সিক্যুয়েল নির্মাণের ব্যাপারেও উত্সাহ দিয়েছেন। গানটির জনপ্রিয়তার কথা চিন্তা করেই এক জীবন গানের সিক্যুয়েল ‘এক জীবন টু’ নির্মাণের উদ্যোগ নিই।’
‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে বাজারে এসেছে ‘অনুভূতি’ শিরোনামের মিক্সড অ্যালবাম। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদ। অ্যালবাম প্রকাশ করেছে অডিও প্রযোজনা সংস্থা ভয়েস লাইন বিডি। ‘অনুভূতি’তে স্থান পেয়েছে ১২টি আধুনিক গান। এর মধ্যে চারটি গান ডুয়েট। কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন শহীদ, কনিকা, রিয়াদ বাবু এবং আহমেদ নাঈম। ভয়েস লাইন বিডির চেয়ারম্যান নাজমুল হোসেন এই বিষয়ে হিরন বলেন, হিন্দি গানের ওপর বাংলাদেশের মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে। এজন্য দুই ধরনের দু’টি মিক্সড অ্যালবাম প্রকাশ করেছি আমরা। ব্যান্ড সঙ্গীত হচ্ছে তরুণ প্রজন্মের জন্য সঙ্গীতের প্রেরণা। আর আধুনিক গান সব বয়সি মানুষেরই ভালো লাগে।
২০১০ সালে এসেছিল আসিফ ইকবালের কথায় মাহাদীর 'অন্যরকম' অ্যালবামটি। এরপর আর কোনো অ্যালবাম করেননি আসিফ ইকবাল। প্রায় দুই বছর পর এবার ঈদে আসিফ ইকবাল প্রকাশ করেছেন নিজের লেখা গান নিয়ে দুটি মিক্সড অ্যালবাম। অ্যালবাম দুটির নাম 'অভিমানী আকাশ' ও 'সবটা জুড়ে'। দুটি অ্যালবামেই একটি করে দ্বৈতসহ আটটি করে গান রয়েছে। অভিমানী আকাশ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, কণা, শফিক তুহিন, টি ডাবি্লউ সৈনিক, মাহাদী, রন্টি, পুলক, পারভেজ ও নাতাশা। গানগুলোর সুর করেছেন রাকিব মুসাব্বীর। অন্যদিকে সবটা জুড়ে অ্যালবামে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, নীলা নাজ, মাহাদী, এহসান রাহী, কণা, মেহনাজ ও আহমেদ রাজীব। গানগুলোর সুর করেছেন আহমেদ রাজীব। দুটি অ্যালবামই এসেছে আসিফ ইকবালের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'এসিক্স'-এর ব্যানারে।