আজম খানকে নিয়ে গাইলেন মেয়ে ইমা
‘পপসম্রাট’ খ্যাত প্রয়াত আজম খানকে নিয়ে একটি গান তৈরি করেছেন প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য খালিদ আতাউল করিম বিপ্লব। কাজী রোজীর কথায় বিপ্লবের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন আজম খানের বড় মেয়ে ইমা খান।
সম্প্রতি বিপ্লবের নিকেতনের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। ‘কেউ বলে পপগুরু কেউ বলে সম্রাট’ শিরোনামের এই গানটিতে ইমা খান ছাড়াও বেশ কয়েকজন শিল্পী কণ্ঠ দিয়েছেন।
বাবাকে নিয়ে গান করার প্রসঙ্গে ইমা খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আব্বুকে নিয়ে গান করার ব্যাপারে বিপ্লব ভাই আগ্রহ দেখান। মূলত ওঁর আগ্রহের কারণেই গানটি করা। গানের কথাটা অন্যরকম মনে হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে ভালোও লেগেছে।’
ইমা খান আরও বলেন, ‘আব্বু কিন্তু অসুস্থ হওয়ার আগে আমাকে দিয়ে একটি অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন যে অ্যালবামে আব্বুর কয়েকটি গান থাকার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও চলছিল। কিন্তু আব্বুর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।’
সম্প্রতি বিপ্লবের নিকেতনের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। ‘কেউ বলে পপগুরু কেউ বলে সম্রাট’ শিরোনামের এই গানটিতে ইমা খান ছাড়াও বেশ কয়েকজন শিল্পী কণ্ঠ দিয়েছেন।
বাবাকে নিয়ে গান করার প্রসঙ্গে ইমা খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আব্বুকে নিয়ে গান করার ব্যাপারে বিপ্লব ভাই আগ্রহ দেখান। মূলত ওঁর আগ্রহের কারণেই গানটি করা। গানের কথাটা অন্যরকম মনে হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে ভালোও লেগেছে।’
ইমা খান আরও বলেন, ‘আব্বু কিন্তু অসুস্থ হওয়ার আগে আমাকে দিয়ে একটি অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন যে অ্যালবামে আব্বুর কয়েকটি গান থাকার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও চলছিল। কিন্তু আব্বুর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।’