রজীব খান
এক আলোতে
শারীরিক সক্ষমতা নেই, তবে কণ্ঠে মধুর সুর, যে সুরকে শক্তিতে পরিণত করলে বদলে যেতে পারে তার জীবনধারা -এমন ভাবনা থেকে ২০১১ সালে বৈশাখী টিভি আয়োজন করেছিল অন্য আলোর গান শিরোনামে একটি প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান। যেখানে নিজের সংগীত প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন রাজীব খান। হাজার প্রতিযোগীর সঙ্গে লড়াই করে উঠে এসেছেন সেরা ১০-এ। ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে রাজীব খানের প্রথম অ্যালবাম এক আলোতে। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করছে স্টার সিনেপ্লেক্স। গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় স্টার সিনেপ্লেক্সে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।