গানের আসর
অক্টোবর ২০১২
Kozmo (A) live presents
The ARNOB Experience!!
Saturday, October 13
at 8:00pm in UTC+07
at Kozmo The Coffee Salon, Banani Rd 11
গান ও কবিতার আসর
চঞ্চল খান ও ডালিয়া আহমেদ
১২ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৬.০০
আয়োজনে - আমরা সূর্যমূখী
জাতীয় যাদুঘর মিলায়তন, শাহবাগ
সবার জন্য উম্মুক্ত
আয়োজনে - আমরা সূর্যমূখী
জাতীয় যাদুঘর মিলায়তন, শাহবাগ
সবার জন্য উম্মুক্ত
গানের আসর
কুমার বিশ্বজিৎ
১২ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৬.৩০
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তন, ভারতীয় হাইকমিশন
বাড়ী নং ৩৫, রোড ২৪, গুলশান ১, ঢাকা
সবার জন্য উম্মুক্ত
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তন, ভারতীয় হাইকমিশন
বাড়ী নং ৩৫, রোড ২৪, গুলশান ১, ঢাকা
সবার জন্য উম্মুক্ত
শাস্ত্রীয় সংগীতের আয়োজন
‘জীবনে সংগীতের উচ্ছ্বাস’
১২ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৫.০০
আয়োজনে - উচ্ছ্বাস ললিতকলা একাডেমী
সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে
শিল্পকলা একাডেমী
সবার জন্য উম্মুক্ত
আয়োজনে - উচ্ছ্বাস ললিতকলা একাডেমী
সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে
শিল্পকলা একাডেমী
সবার জন্য উম্মুক্ত
ছায়ানটের মাসিক শ্রোতার আসর
শিল্পী মনসুরা বেগম, খন্দকার খায়রুজ্জামান ও ঐশী রুবাইনা
১২ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৭.০০
রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে
ছায়ানট সংস্কৃতি ভবন
বাড়ী ৭২, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা
আয়োজনে - বেঙ্গল ফাউন্ডেশন
সবার জন্য উম্মুক্ত
রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে
ছায়ানট সংস্কৃতি ভবন
বাড়ী ৭২, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা
আয়োজনে - বেঙ্গল ফাউন্ডেশন
সবার জন্য উম্মুক্ত
সানি জুবায়ের এর
এ্যালবাম প্রকাশনা ও গানের আসর
১০ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৭.০০
ছায়ানট মিলায়তন
বাড়ী ৭২, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা
আয়োজনে - বেঙ্গল ফাউন্ডেশন
সবার জন্য উম্মুক্ত
ছায়ানট মিলায়তন
বাড়ী ৭২, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা
আয়োজনে - বেঙ্গল ফাউন্ডেশন
সবার জন্য উম্মুক্ত
চে স্মরণ
আবৃত্তিঃ আসাদুজ্জামান নূর, পারভেজ চৌধুরী ও শিমুল মুস্তাফা
গানঃ বাপ্পা মজুমদার ও ব্যান্ড মৃত্তিকা
৯ অক্টোবর ২০১২ বিকেল ৫ টা
ধানমন্ডির রবীন্দ্রসরোবর
ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে আজ বিকেলে চে গুয়েভারাকে স্মরণ করবে চে সংহতি।
কথা হলো চে সংহতির সমন্বয়ক মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে।
কয়েক বছর ধরে চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান করছেন আপনারা। এটা কততম আয়োজন?
চে সংহতির পক্ষ থেকে প্রথম অনুষ্ঠানটি হয় ২০০৯ সালে। সেই হিসাবে এটা চতুর্থ আয়োজন।
৯ অক্টোবর চে গুয়েভারার মৃত্যুদিন।
সব আয়োজনের পেছনেই কিছু কারণ থাকে। ‘চে স্মরণ’ অনুষ্ঠানটি কেন করেন আপনারা?
চে গুয়েভারা ছিলেন বিপ্লবী। সমাজের শোষণ, বঞ্চনা আর নিপীড়নের বিরুদ্ধে শোষিত মানুষের পক্ষ নিয়ে তিনি বিপ্লব করেছিলেন কিউবায়। তারপর তিনি ছুটে গিয়েছিলেন লাতিন আমেরিকার আরেকটি দেশ বলিভিয়ায়। সেখানেই তাঁকে হত্যা করা হয়। আর হত্যাকাণ্ডটি ঘটে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে। এখনো পৃথিবীতে পুঁজিবাদের শোষণ আছে, মানুষের জীবনে দুর্দশা আছে, মুক্তির আকাঙ্ক্ষা-স্বপ্ন-প্রয়োজনীয়তা আছে। আর তাই চে গুয়েভারার মতো বিপ্লবীদের স্মরণ করার উপযোগিতাও আছে। যেকোনো অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক চে।
আজকের অনুষ্ঠানে কোন কোন বিষয় থাকছে?
অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। আলোচনা পর্ব খুব সংক্ষিপ্ত। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, পারভেজ চৌধুরী ও শিমুল মুস্তাফা। গান করবেন বাপ্পা মজুমদার ও ব্যান্ড মৃত্তিকা। চে সংহতির পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে।
কথা হলো চে সংহতির সমন্বয়ক মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে।
কয়েক বছর ধরে চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান করছেন আপনারা। এটা কততম আয়োজন?
চে সংহতির পক্ষ থেকে প্রথম অনুষ্ঠানটি হয় ২০০৯ সালে। সেই হিসাবে এটা চতুর্থ আয়োজন।
৯ অক্টোবর চে গুয়েভারার মৃত্যুদিন।
সব আয়োজনের পেছনেই কিছু কারণ থাকে। ‘চে স্মরণ’ অনুষ্ঠানটি কেন করেন আপনারা?
চে গুয়েভারা ছিলেন বিপ্লবী। সমাজের শোষণ, বঞ্চনা আর নিপীড়নের বিরুদ্ধে শোষিত মানুষের পক্ষ নিয়ে তিনি বিপ্লব করেছিলেন কিউবায়। তারপর তিনি ছুটে গিয়েছিলেন লাতিন আমেরিকার আরেকটি দেশ বলিভিয়ায়। সেখানেই তাঁকে হত্যা করা হয়। আর হত্যাকাণ্ডটি ঘটে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে। এখনো পৃথিবীতে পুঁজিবাদের শোষণ আছে, মানুষের জীবনে দুর্দশা আছে, মুক্তির আকাঙ্ক্ষা-স্বপ্ন-প্রয়োজনীয়তা আছে। আর তাই চে গুয়েভারার মতো বিপ্লবীদের স্মরণ করার উপযোগিতাও আছে। যেকোনো অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক চে।
আজকের অনুষ্ঠানে কোন কোন বিষয় থাকছে?
অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। আলোচনা পর্ব খুব সংক্ষিপ্ত। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, পারভেজ চৌধুরী ও শিমুল মুস্তাফা। গান করবেন বাপ্পা মজুমদার ও ব্যান্ড মৃত্তিকা। চে সংহতির পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে।
ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন
শুক্রবার, ৫ অক্টোবর ২০১২ সন্ধ্যা ৬টা ৩০
জাতীয় জাদুঘরের মিলনায়তন,শাহবাগ
ভাষাসৈনিক ও একুশের সাড়া জাগানো কবি মাহবুব উল আলম চৌধুরীর স্মরণে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন ও অডিও সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাবেক সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ওস্তাদ আজিজুল ইসলাম বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন চট্টগ্রামে। প্রায় পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি শাস্ত্রীয় সংগীত চর্চায় নিয়োজিত রেখেছেন নিজেকে। চট্টগ্রামের আর্য সংগীত সমিতির প্রয়াত প্রিয়দা রঞ্জন সেনগুপ্তের কাছে সংগীতে শিল্পীর হাতেখড়ি, এরপর দীক্ষা নেন আগ্রা-ঘরনার উচ্চাঙ্গ সংগীতশিল্পী ওস্তাদ বেলায়েত আলী খানের কাছে এবং পরে বিশ্ববিখ্যাত সরোদবাদক ওস্তাদ বাহাদুর খানের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর শিল্পী পণ্ডিত দেবেন্দ্র মুর্দেশ্বর ও পণ্ডিত ভি জি কার্নাডের সান্নিধ্যে আসেন।
জাতীয় জাদুঘরের মিলনায়তন,শাহবাগ
ভাষাসৈনিক ও একুশের সাড়া জাগানো কবি মাহবুব উল আলম চৌধুরীর স্মরণে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন ও অডিও সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাবেক সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ওস্তাদ আজিজুল ইসলাম বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন চট্টগ্রামে। প্রায় পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি শাস্ত্রীয় সংগীত চর্চায় নিয়োজিত রেখেছেন নিজেকে। চট্টগ্রামের আর্য সংগীত সমিতির প্রয়াত প্রিয়দা রঞ্জন সেনগুপ্তের কাছে সংগীতে শিল্পীর হাতেখড়ি, এরপর দীক্ষা নেন আগ্রা-ঘরনার উচ্চাঙ্গ সংগীতশিল্পী ওস্তাদ বেলায়েত আলী খানের কাছে এবং পরে বিশ্ববিখ্যাত সরোদবাদক ওস্তাদ বাহাদুর খানের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর শিল্পী পণ্ডিত দেবেন্দ্র মুর্দেশ্বর ও পণ্ডিত ভি জি কার্নাডের সান্নিধ্যে আসেন।