একটি স্বপ্নের শুরু
আমি ও আমার স্ত্রী দুজনেই গান পাগল তাতে কোন সন্দেহ নেই। আমরা দুজনের কেউই গান গাইতে জানি না, কোন বাদ্যযন্ত্রও বাজাতে জানি না। কিন্তু গান আর সুরের মাঝেই আমাদের বসবাস, আমাদের ছোট্ট সংসার। অনেক দিনের স্বপ্ন ছিল শুধু বাংলাদেশের সঙ্গীতের তথ্যবহুল একটি ওয়েবসাইট গড়ে তুলবার যার অভাব দীর্ঘ প্রবাস জীবনের শুরু থেকে আজ অবধি অনুভব করছি।
এই ওয়েবসাইটটি একটি স্বপ্নের শুরু। এত সমৃদ্ধশালী আমাদের সঙ্গীত, রয়েছে তার হাজার দিক,হাজার গুনিজনের অবদান। তাই ছোট্ট পরিষরে যাত্রা শুরু করলেও আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের সঙ্গীতের সব দিক নিয়ে তথ্য ও দলিল সংগ্রহ করবার ও সেগুলোর সাথে মানুষের পরিচয় করাবার।
এই দীর্ঘ পথ যাত্রায় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল এবং গানকে যারা স্বার্থহীনভাবে ভালোবাসেন তাদের সবার সহযোগীতা পাব সেই আশাই করছি।
- রুমু ও রাশেদ । ৩১ জানুয়ারী ২০১২
এই ওয়েবসাইটটি একটি স্বপ্নের শুরু। এত সমৃদ্ধশালী আমাদের সঙ্গীত, রয়েছে তার হাজার দিক,হাজার গুনিজনের অবদান। তাই ছোট্ট পরিষরে যাত্রা শুরু করলেও আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের সঙ্গীতের সব দিক নিয়ে তথ্য ও দলিল সংগ্রহ করবার ও সেগুলোর সাথে মানুষের পরিচয় করাবার।
এই দীর্ঘ পথ যাত্রায় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল এবং গানকে যারা স্বার্থহীনভাবে ভালোবাসেন তাদের সবার সহযোগীতা পাব সেই আশাই করছি।
- রুমু ও রাশেদ । ৩১ জানুয়ারী ২০১২
আমার শক্তি
আমার সব কাজের শক্তি ও অনুপ্রেরণা আমার প্রিয়তমা স্ত্রী, যাকে ছাড়া এই সাইট কখনোই সম্ভব ছিলো না। দিনের পর দিন তথ্য ও দলিল সংগ্রহ এবং সম্পাদনা করা, আমার সব সংগ্রহ যক্ষের ধনের মতো আগলে রাখা যা আমার একার পক্ষে সম্ভব ছিলো না কোনদিনই। তাই আলাদা ভাবে আমার স্ত্রীর কথা উল্লেখ করতেই হলো ।
- রাশেদ । ৩১ জানুয়ারী ২০১২
- রাশেদ । ৩১ জানুয়ারী ২০১২
আমাদের শক্তি
জাকারিয়া জামান
একটি জাতীয় দৈনিকে কর্মরত
সঙ্গীতের ইতিহাস নিয়ে কোন ওয়েবসাইট বড় কোন সংগ্রহশালা ছাড়া কোন ভাবেই সম্ভব নয়। দূর দূরান্তে থেকে দূর্লভ গ্রামোফোন রেকর্ড ও অন্যান্য দলিলপত্র সংগ্রহ করার ফলেই আমরা এতটা সমৃদ্ধশালী একটি ওয়েবসাইট তৈরি করবার কাজ শুরু করতে পেরেছি।
তুহীন
সঙ্গীত অনুরাগী ও গীটারিষ্ট
সময়ে অসময়ে ছুটো ছুটি করে ওয়েবসাইটের জন্য গানের এ্যালবাম ও অন্যান্য যা কিছু দরকার তা সংগ্রহ করবার কাজে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন তিনিই হলেন তুহীন। যাকে ছাড়া আমরা একেবারেই অচল।
হাসনাত চৌধুরী
গায়ক ও সমাজকর্মী
অসম্ভব ভালো গান করেন। রিতি মতো হিংসা করার মত। গানকে ভালবেসেই গান করেন। আর যা কিছু করতে ভালোবাসেন, তাতে নিঃস্বার্থভাবে নিজেকে নিবেদিত করতে কার্পন্য বোধ করেন না।