জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী তারিন এবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলো। ২৬ জুলাই জি-সিরিজ থেকে প্রকাশিত হলো তারিনের প্রথম একক অ্যালবাম "আকাশ দেবো কাকে"।
এ্যালবামটিতে ৪টি দ্বৈত আর ৬টি একক গান রয়েছে। গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল। দ্বৈতকণ্ঠের গানগুলোতে তারিনের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী, ইবরার টিপু, কলকাতার রূপঙ্কর ও রাঘব চ্যাটার্জি। গানগুলোর সুর করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, জয় সরকার, রূপঙ্কর ও বেলাল খান।
শৈশব থেকেই তারিন গানের সঙ্গে জড়িত। গত ভালোবাসা দিবসে অ্যালবামটি রিলিজ পাওয়ার কথা ছিল। কিন্তু অভিনয় নিয়ে তারিনের ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে উঠেনি। আকাশ দেবো কাকে প্রকাশের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে তারিনের অভিষেক হলো।
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালিদ, ইবরার টিপু, জুলফিকার রাসেল, অপূর্ব, চয়নিকা চৌধুরী প্রমুখ।
এ্যালবামটিতে ৪টি দ্বৈত আর ৬টি একক গান রয়েছে। গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল। দ্বৈতকণ্ঠের গানগুলোতে তারিনের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী, ইবরার টিপু, কলকাতার রূপঙ্কর ও রাঘব চ্যাটার্জি। গানগুলোর সুর করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, জয় সরকার, রূপঙ্কর ও বেলাল খান।
শৈশব থেকেই তারিন গানের সঙ্গে জড়িত। গত ভালোবাসা দিবসে অ্যালবামটি রিলিজ পাওয়ার কথা ছিল। কিন্তু অভিনয় নিয়ে তারিনের ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে উঠেনি। আকাশ দেবো কাকে প্রকাশের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে তারিনের অভিষেক হলো।
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালিদ, ইবরার টিপু, জুলফিকার রাসেল, অপূর্ব, চয়নিকা চৌধুরী প্রমুখ।