ধর্মীয়
অক্টোবর ২০১২
পরমেশ্বরী মা
শারদীয় দুর্গা পুজো উপলক্ষে গোবিন্দ সুর পরিচালিত ‘পরমেশ্বরী মা’ ভিসিডি বাজারে এসেছে। রূপকথা টেলিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় ২৩নং শাঁখারীবাজার থেকে এটি প্রকাশিত হয়েছে। ভিসিডিতে মা দুর্গার স্মরণে গান গাওয়া হয়েছে ১৪টি। ভিসিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শেখর, ভজন ক্ষেপা ও বর্তমান সময়ের ভক্তিমূলক গানের জনপ্রিয় শিল্পী সুবীর বর্দ্ধন।