সঞ্চিতা দত্ত - হৃদয়ের পটে

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে স্বর্ণালি রোদের খেলা। সন্ধ্যায় আবার বৃষ্টি। মুক্তিযুদ্ধ জাদুঘরে বৃষ্টিস্নাত পরিবেশে সঞ্চিতা মিত্র তাঁর সুরের জাদুতে মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের। তিনি শুরু করেন ইমন রাগের ওপর একটি সরস্বতী শ্লোক দিয়ে।
‘ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা/ ইয়া শুভ্রা বস্ত্রাবতা বস্তু জিহ্বায়াম/ বিনা পুস্তক ধারিনী/মুরারী পুস্তক দেবী সরস্বতী মহাভাগে—’
এরপর তিনি একে একে পরিবেশন করেন নিধু বাবুর টপ্পা, লালনগীতি, ডি এল রায়, রজনীকান্তসহ আঙ্গুরবালা দেবীর গান, নজরুল ও রবীন্দ্রসংগীত।
গতকাল সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শিল্পী তাঁর প্রথম অডিও অ্যালবাম হূদয়ের পটে-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্রোতাদের এসব গান শুনিয়ে মুগ্ধতায় ভরিয়ে রাখেন। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক নায়লা তারান্নুম শিল্পীর জীবনবৃত্তান্ত তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন নাট্যজন আলী যাকের। তিনি বলেন, ‘ধ্রুপদি সংগীতের শ্রোতা খুব কম। এ সংগীতে অর্থায়নের তেমন সুযোগ নেই। এমন সংগীতে অর্থায়নে এগিয়ে আসার জন্য লেজারভিশনকে অভিনন্দন। শিল্পী সঞ্চিতা দত্তের গান শুনে মনে হলো, আমি ঠিক সত্তরের দশকে ফিরে গেছি।’
শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মিউজিক কলেজের অধ্যক্ষ শামীমা পারভীন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক নুরুল হক, লেজারভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।
শিল্পী সঞ্চিতা দত্ত গুজরাট রাজ্যের বড়-দা এম এস ইউনির্ভাসিটি থেকে উচ্চাঙ্গ সংগীতের উপর বি-মিউজিক ও এম মিউজিক করে দেশে ফিরে আসেন ১৯৯৯ সালে।
‘ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা/ ইয়া শুভ্রা বস্ত্রাবতা বস্তু জিহ্বায়াম/ বিনা পুস্তক ধারিনী/মুরারী পুস্তক দেবী সরস্বতী মহাভাগে—’
এরপর তিনি একে একে পরিবেশন করেন নিধু বাবুর টপ্পা, লালনগীতি, ডি এল রায়, রজনীকান্তসহ আঙ্গুরবালা দেবীর গান, নজরুল ও রবীন্দ্রসংগীত।
গতকাল সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শিল্পী তাঁর প্রথম অডিও অ্যালবাম হূদয়ের পটে-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্রোতাদের এসব গান শুনিয়ে মুগ্ধতায় ভরিয়ে রাখেন। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক নায়লা তারান্নুম শিল্পীর জীবনবৃত্তান্ত তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন নাট্যজন আলী যাকের। তিনি বলেন, ‘ধ্রুপদি সংগীতের শ্রোতা খুব কম। এ সংগীতে অর্থায়নের তেমন সুযোগ নেই। এমন সংগীতে অর্থায়নে এগিয়ে আসার জন্য লেজারভিশনকে অভিনন্দন। শিল্পী সঞ্চিতা দত্তের গান শুনে মনে হলো, আমি ঠিক সত্তরের দশকে ফিরে গেছি।’
শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মিউজিক কলেজের অধ্যক্ষ শামীমা পারভীন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক নুরুল হক, লেজারভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।
শিল্পী সঞ্চিতা দত্ত গুজরাট রাজ্যের বড়-দা এম এস ইউনির্ভাসিটি থেকে উচ্চাঙ্গ সংগীতের উপর বি-মিউজিক ও এম মিউজিক করে দেশে ফিরে আসেন ১৯৯৯ সালে।