মিউজিক ভিডিও
আগষ্ট ২০১২
এর আগে কলকাতা নচিকেতার সাথে তার দ্বৈত অ্যালবাম বাজারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবারে প্রকাশ করলেন তার নতুন ভিডিও অ্যালবাম। সহশিল্পী হিসেবে গেয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আগুন ও ক্লোজআপ ওয়ানের রিংকু। ৪ আগষ্ট শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে ‘প্রহরী’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, দু’বার এভারেস্টবিজয়ী একমাত্র বাঙালি এম এ মুহিতসহ অনেকে। অ্যালবামের গানগুলো লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। একটি গান লিখেছেন মজিবুর রহমান মঞ্জু। পারভেজ জুয়েল, সুমন কল্যাণ, সন্ন্যাসী ও এফ এ সুমনের সংগীতে অ্যালবামে রয়েছে ৮টি ভিডিও গান। আগুন গেয়েছেন ‘কালা কোকিল’ ও ‘বাংলাদেশ’ শিরোনামের দুটি গান। আর মানিক গেয়েছেন অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘সীমান্ত প্রহরী’, ‘বাংলাদেশ’, ‘মাকে ভালোবাসি’ ও ‘দরজা’ শিরোনামের চারটি গান।
আমিরুল মোমনীন মানিকের টাইটেল ট্র্যাক ‘প্রহরী’ গানটিতে সাম্প্রতিক সময়ে সীমান্তে বিদেশি বাহিনীর আগ্রাসনের চিত্র বর্ণনা করা হয়েছে।
আমিরুল মোমনীন মানিকের টাইটেল ট্র্যাক ‘প্রহরী’ গানটিতে সাম্প্রতিক সময়ে সীমান্তে বিদেশি বাহিনীর আগ্রাসনের চিত্র বর্ণনা করা হয়েছে।
‘এর বেশি ভালোবাসা যায় না’—এই একটি গান দিয়েই গায়ক হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন গীতিকার শফিক তুহিন। এবারের ঈদে দর্শক-শ্রোতার জন্য শফিক তুহিন এনেছেন তাঁর একটি ডিভিডি অ্যালবাম। নাম ‘এর বেশি ভালোবাসা যায় না’। শফিক তুহিনের বিভিন্ন সময়ে প্রকাশিত ‘স্বপ্ন এবং তুমি’, ‘শফিক তুহিন ডটকম’ ও ‘পাগলামি’ অ্যালবামের গানগুলোই ভিডিও আকারে এ অ্যালবামে থাকছে।
এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমার প্রকাশিত সর্বশেষ অ্যালবাম “পাগলামি”।“পাগলামি” ও “শ্রাবণী” গান দুটির মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়। এর আগে “এর বেশি ভালোবাসা যায় না”, “সুস্মিতা” গানগুলোর মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছিল। তা ছাড়া দীর্ঘদিন ধরে শ্রোতা-দর্শকের একটা অনুরোধ ছিল। ফেসবুকে নানাভাবে তাঁরা আমাকে একটি পূর্ণাঙ্গ ডিভিডি অ্যালবামের ব্যাপারে অনুরোধ করছিলেন। মূলত, তাঁদের কথা চিন্তা করেই ডিভিডি অ্যালবামটি করা।’ ঈদ উপলক্ষে প্রকাশিতব্য ‘এর বেশি ভালোবাসা যায় না’ শিরোনামের ডিভিডি অ্যালবামটি প্রকাশ করেছে লেজারভিশন। ঈদে এটি প্রকাশের পরপরই পরবর্তী একক অ্যালবামের কাজ শুরু করবেন শফিক তুহিন।
এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমার প্রকাশিত সর্বশেষ অ্যালবাম “পাগলামি”।“পাগলামি” ও “শ্রাবণী” গান দুটির মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়। এর আগে “এর বেশি ভালোবাসা যায় না”, “সুস্মিতা” গানগুলোর মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছিল। তা ছাড়া দীর্ঘদিন ধরে শ্রোতা-দর্শকের একটা অনুরোধ ছিল। ফেসবুকে নানাভাবে তাঁরা আমাকে একটি পূর্ণাঙ্গ ডিভিডি অ্যালবামের ব্যাপারে অনুরোধ করছিলেন। মূলত, তাঁদের কথা চিন্তা করেই ডিভিডি অ্যালবামটি করা।’ ঈদ উপলক্ষে প্রকাশিতব্য ‘এর বেশি ভালোবাসা যায় না’ শিরোনামের ডিভিডি অ্যালবামটি প্রকাশ করেছে লেজারভিশন। ঈদে এটি প্রকাশের পরপরই পরবর্তী একক অ্যালবামের কাজ শুরু করবেন শফিক তুহিন।