অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে আগামী ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছে "হাতিয়ার"। অ্যালবামটির কাজ অনেক আগেই শেষ হয়ে গেলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে অ্যালবামটি আসতে কিছুটা বিলম্ব হয়।অ্যালবামটিতে মোট ব্যান্ড রয়েছে ৬৪ টি।আর এই ৬৪ টি ব্যান্ড এর ৬৪ গান রয়েছে এই অ্যালবাম এ। অ্যালবামটি চারটি সিডি এর মাধ্যমে বের হয়েছে। যেটি বাংলাদেশ সঙ্গিত জগতেই শুধু নয় সারা বিশ্বে একটি রেকর্ড তৈরি করবে।এই প্রথম কোন একটি মিক্সড অ্যালবাম এ এতগুলো ব্যান্ড এর গান একসাথে রয়েছে। হাতিয়ার অ্যালবামের উল্লেখযোগ্য ব্যান্ডগুলো হলো: ব্ল্যাক, বোহিমিয়ান,আখড়া,আইকনস,ক্রিমেটিক এক্স, দ্রোহ, জেন স্প্লিট, কার্নিভাল, নাগরিক, নোভা, পয়জন গ্রিন, স্কেয়ার ক্রো, দি ট্র্যাপ, ক্রিপটিকফেইট, ইয়াত্রি (যাত্রী) ইত্যাদি।তবে বিশ্বস্ত সুত্রে জানা যায় ব্যান্ড লাইনআপ এ কিছু পরিবর্তন আনা হয়েছে। ২৫ অক্টোবর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর লেবেল ৬ এ মোড়ক উম্মোচন এর মাধ্যমে অ্যালবামটি প্রকাশিত হয়।
“হাতিয়ার’ শুধু দেশের ব্যান্ড বা মিশ্র অ্যালবামের ইতিহাসেই সবচেয়ে বড় নয়, সারা বিশ্বে এখন পর্যন্ত এত বড় অ্যালবাম প্রকাশিত হয়েছে কিনা সন্দেহ।” বলছিলেন এদেশের সংগীত জগতের অন্যতম আয়োজক ঈশা খান দূরে। বেশ কয়েক বছর চুপচাপ থাকার পর এবারের ঈদে তার তত্ত্বাবধানে প্রকাশিত হলো এই অ্যালবামটি। ৬৪টি ব্যান্ডের ৬৪টি গান নিয়ে অ্যালবামটি ৪টি সিডিতে প্রকাশিত হচ্ছে। জি-সিরিজের ব্যানারে এই অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ২৫ অক্টোবর বসুন্ধরা সিটির ৬ষ্ঠ তলায়।
দূরে বলেন, ‘প্রায় এক বছর ধরে এই অ্যালবামের জন্য গান বাছাই করতে হয়েছে আমাকে। ৩৬৫টি ব্যান্ডের গান শুনে ৬৪টি ব্যান্ডের গান নির্বাচন করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা। বলতে গেলে প্রতিদিন আমাকে একটি করে গান শুনতে হয়েছে।’ প্রথমে ফেসবুক-এ একটি অ্যাকাউন্ট খুলে অ্যালবামটির জন্য গান জমা দেওয়ার আহ্বান জানানো হয়। সেকারণে দেশের বাইরে থেকেও গান জমা পড়ে। দূরে আরও জানান, ‘অ্যালবামে সারা বাংলাদেশের ব্যান্ডগুলো ছাড়াও কলকাতার ‘প্রাচীর’ ও ‘লোন রেঞ্জার’ নামের দুটি ব্যান্ডের গান স্থান পেয়েছে।’
‘সারা বিশ্বে এখন পর্যন্ত এতো বড় আকারে কোনো মিশ্র অ্যালবাম প্রকাশ করা হয়নি। এই কারণে অ্যালবামটি নিয়ে এরই মধ্যে ‘গিনেজ বুক অফ রেকর্ডস’ এর সাথে আলাপ করেছি। তারা অবশ্য জানিয়েছে এরকম কোনো বিভাগ তাদের না থাকলেও, এ বিষয়ে তারা উৎসাহবোধ করছে। কোনো ফলাফল হলে তারা জানাবে। অ্যালবামটি নিয়ে ‘রিপলিজ বিলিভ ইট অর নট’ এর সঙ্গেও কথাবার্তা বলার চেষ্টা চালানো হচ্ছে।’ বললেন এই সংগীতায়োজক।
দূরে আরও কয়েকটি এরকম বৃহৎ আকারের ব্যান্ড মিক্সড অ্যালবাম করার পরিকল্পনা করছেন। তার অন্যতম হল ‘১৪৪ ধারা’। যেটিতে থাকবে ১৪৪টি ব্যান্ডের গান।দূরে আয়োজিত উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘ছাড়পত্র’ (২০০২), ‘অনুশীলন’ (২০০২), ‘প্রজন্ম’ (২০০৩), ‘দিন বদল’ (২০০৩) এবং ‘লোকায়ত’ (২০০৪)।
তথ্যসূত্রঃ giltz
দূরে বলেন, ‘প্রায় এক বছর ধরে এই অ্যালবামের জন্য গান বাছাই করতে হয়েছে আমাকে। ৩৬৫টি ব্যান্ডের গান শুনে ৬৪টি ব্যান্ডের গান নির্বাচন করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা। বলতে গেলে প্রতিদিন আমাকে একটি করে গান শুনতে হয়েছে।’ প্রথমে ফেসবুক-এ একটি অ্যাকাউন্ট খুলে অ্যালবামটির জন্য গান জমা দেওয়ার আহ্বান জানানো হয়। সেকারণে দেশের বাইরে থেকেও গান জমা পড়ে। দূরে আরও জানান, ‘অ্যালবামে সারা বাংলাদেশের ব্যান্ডগুলো ছাড়াও কলকাতার ‘প্রাচীর’ ও ‘লোন রেঞ্জার’ নামের দুটি ব্যান্ডের গান স্থান পেয়েছে।’
‘সারা বিশ্বে এখন পর্যন্ত এতো বড় আকারে কোনো মিশ্র অ্যালবাম প্রকাশ করা হয়নি। এই কারণে অ্যালবামটি নিয়ে এরই মধ্যে ‘গিনেজ বুক অফ রেকর্ডস’ এর সাথে আলাপ করেছি। তারা অবশ্য জানিয়েছে এরকম কোনো বিভাগ তাদের না থাকলেও, এ বিষয়ে তারা উৎসাহবোধ করছে। কোনো ফলাফল হলে তারা জানাবে। অ্যালবামটি নিয়ে ‘রিপলিজ বিলিভ ইট অর নট’ এর সঙ্গেও কথাবার্তা বলার চেষ্টা চালানো হচ্ছে।’ বললেন এই সংগীতায়োজক।
দূরে আরও কয়েকটি এরকম বৃহৎ আকারের ব্যান্ড মিক্সড অ্যালবাম করার পরিকল্পনা করছেন। তার অন্যতম হল ‘১৪৪ ধারা’। যেটিতে থাকবে ১৪৪টি ব্যান্ডের গান।দূরে আয়োজিত উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘ছাড়পত্র’ (২০০২), ‘অনুশীলন’ (২০০২), ‘প্রজন্ম’ (২০০৩), ‘দিন বদল’ (২০০৩) এবং ‘লোকায়ত’ (২০০৪)।
তথ্যসূত্রঃ giltz