দূরবীন জি সিরিজ - ৪ আগষ্ট ২০১২ ডিজিটাল ফরম্যাট । ৯৮ মি. |
শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’র ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। ৪ আগষ্ট জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে পরিচালক চাষী নজরুল ইসলাম এ মোড়ক উন্মোচন করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন, ইউনিসেফের সাঈদ মল্কী, দূরবীন পরিচালক জাফর ফিরোজ প্রমুখ।
দূরবীনের সংক্ষিপ্ত কাহিনী সম্পর্কে জাফর ফিরোজ বলেন,ছোটবেলায় লাবিবের মা মারা যান। শিল্পপতির ছেলে লাবিব কাজের লোকের মাঝে বড় হতে থাকে। স্কুল ছুটির পর অন্য শিশুদের মতো লাবিবও তার বাবার জন্য অপেক্ষা করে। সবার বাবা আসলেও লাবিবের বাবা আসে না।
ব্যস্ততার কারণে লাবিবের বাবা লাবিবকে সময় দিতে পারে না। বাবার স্নেহবঞ্চিত লাবিব অন্য শিশুদের সঙ্গে নিজেকে মেলাতে পারে না। তখনই লাবিবের সঙ্গে দুরত্ব তৈরি হয় বন্ধুদের। লাবিবের এ দূরত্ব দূর করতে এগিয়ে আসে সাইফ।লাবিবের শিল্পপতি বাবা লাবিবকে বিদেশে রেখে বড় করতে চান। লাবিব দেশ ছেড়ে কোথাও যেতে চায় না। শুরু হয় আভিজাত্য, দ্বন্দ্ব ও সংঘাত। শেষ পর্যন্ত জয় হয় দেশপ্রেমের।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন, ইউনিসেফের সাঈদ মল্কী, দূরবীন পরিচালক জাফর ফিরোজ প্রমুখ।
দূরবীনের সংক্ষিপ্ত কাহিনী সম্পর্কে জাফর ফিরোজ বলেন,ছোটবেলায় লাবিবের মা মারা যান। শিল্পপতির ছেলে লাবিব কাজের লোকের মাঝে বড় হতে থাকে। স্কুল ছুটির পর অন্য শিশুদের মতো লাবিবও তার বাবার জন্য অপেক্ষা করে। সবার বাবা আসলেও লাবিবের বাবা আসে না।
ব্যস্ততার কারণে লাবিবের বাবা লাবিবকে সময় দিতে পারে না। বাবার স্নেহবঞ্চিত লাবিব অন্য শিশুদের সঙ্গে নিজেকে মেলাতে পারে না। তখনই লাবিবের সঙ্গে দুরত্ব তৈরি হয় বন্ধুদের। লাবিবের এ দূরত্ব দূর করতে এগিয়ে আসে সাইফ।লাবিবের শিল্পপতি বাবা লাবিবকে বিদেশে রেখে বড় করতে চান। লাবিব দেশ ছেড়ে কোথাও যেতে চায় না। শুরু হয় আভিজাত্য, দ্বন্দ্ব ও সংঘাত। শেষ পর্যন্ত জয় হয় দেশপ্রেমের।
দূরবীন

বাংলাদেশের প্রথম শিশুতোষ ডিজিটাল চলচ্চিত্র দূরবীনের পরিচালক জাফর ফিরোজ মুম্বাই ফিল্ম একাডেমী থেকে আন্তর্জাতিক ক্যাটাগরিতে বেস্ট ফিল্ম ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছেন। দূরবীন চলচ্চিত্রের জন্য সম্প্রতি তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
বলিউডের খ্যাতিমান সাউন্ড ডিজাইনার এম এফ এ'র ব্যবস্থাপনা পরিচালক ব্রাজেস পা- অ্যাওয়ার্ড পূর্ব বক্তব্যে বলেন, 'দূরবীন এমন একটি চলচ্চিত্র যা সবাইকে নাড়া দিতে সক্ষম। বর্তমান সমাজে চলচ্চিত্রের যে বিষয়বস্তু, তার বাইরে গিয়ে জাফর ফিরোজ এ ছবিটি বানিয়েছেন। আমরা এই ফেস্টিভ্যালের মাধ্যমে জাফর ফিরোজের হাতে পুরস্কার তুলে দিতে পেরে ধন্য মনে করছি।' এ প্রসঙ্গে ছবির পরিচালক জাফর ফিরোজ বলেন, 'যখন ছবিটির কাজ শুরু করেছিলাম, তখনই মনে হয়েছিল একটি ভালো কাজ করতে যাচ্ছি।
বলিউডের খ্যাতিমান সাউন্ড ডিজাইনার এম এফ এ'র ব্যবস্থাপনা পরিচালক ব্রাজেস পা- অ্যাওয়ার্ড পূর্ব বক্তব্যে বলেন, 'দূরবীন এমন একটি চলচ্চিত্র যা সবাইকে নাড়া দিতে সক্ষম। বর্তমান সমাজে চলচ্চিত্রের যে বিষয়বস্তু, তার বাইরে গিয়ে জাফর ফিরোজ এ ছবিটি বানিয়েছেন। আমরা এই ফেস্টিভ্যালের মাধ্যমে জাফর ফিরোজের হাতে পুরস্কার তুলে দিতে পেরে ধন্য মনে করছি।' এ প্রসঙ্গে ছবির পরিচালক জাফর ফিরোজ বলেন, 'যখন ছবিটির কাজ শুরু করেছিলাম, তখনই মনে হয়েছিল একটি ভালো কাজ করতে যাচ্ছি।