নভেম্বর ২০১২
রবীন্দ্র
১. গীত শতদল - পঞ্চ প্রভা ২. এরিক - কেবলই স্বপ্ন শ্রুতি নাটক ১. হুমায়ূন আহমেদের - হিমুর কথা আবৃত্তি ১. মাহিদুল ইসলাম - নিরঞ্জনের পৃথিবী ২. মাহিদুল ইসলাম - সবুজের অভিযান ৩. মাহিদুল ইসলাম - ছাড়পত্র ৪. মাহবুব পারভেজ - অঝোর ধারায় রোদ ৫. প্রদীপ ঘোষ - আবার একদিন বৃষ্টি হবে |
প্রকাশনা প্রতিষ্ঠান
ডেলভিস্টা ফাউন্ডেশন ফাহিম মিউজিক ..... ..... ইমপ্রেস অডিও ভিশন ..... ..... আবৃত্তি মেলা আবৃত্তি মেলা আবৃত্তি মেলা আবৃত্তি মেলা আবৃত্তি মেলা |
প্রকাশকাল
নভেম্বর ২০১২ ১৪ নভেম্বর ২০১২ ..... ..... ১৩ নভেম্বর ২০১২ ..... ..... ২৬ নভেম্বর ২০১২ ২৬ নভেম্বর ২০১২ ২৬ নভেম্বর ২০১২ ২৮ নভেম্বর ২০১২ ২২ নভেম্বর ২০১২ |
একক - নারী
১. ঋতু - লাভ টিউনস ২. রাখী - দুটি চোখে একক - পুরুষ ১. সাহেদ - উঠপাখির ডিম ২. হাবিব - স্বাধীন (মোবাইল প্রকাশনা) ৩. সাকিব বাবু - যেদিন আমি মরে যাবো ৪. আশিক - বাউলা ৫. ইফতি ফিচ. পিজু মিশ্র ১. কবিতামুখর ঝর্ণাতলে |
প্রকাশনা প্রতিষ্ঠান
লেজার ভিশন ফাহিম মিউজিক ..... ..... জি সিরিজ বাংলা লিংক সুরাঞ্জলি লেজার ভিশন সঙ্গীতা ..... টইটুম্বুর |
প্রকাশকাল
১৪ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ ..... ..... ১০ নভেম্বর ২০১২ ১২ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ ২৩ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ |
ব্যান্ড
১. Project Rock (Band Mixed Album) ২. Die Squad - Hanky Panky ৩. ত্রিভুজ - Desh Project Agency |
প্রকাশনা প্রতিষ্ঠান
Animatix Records ফাহিম মিউজিক ফাহিম মিউজিক |
প্রকাশকাল
২৩ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ নভেম্বর ২০১২ |
চলচ্চিত্রের গান ও ডিভিডি
১. ঘেটুপুত্র কমলা (ডিভিডি) প্রামান্যচিত্র ১. সৃষ্টিতে বিশ্বাস - চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস |
প্রকাশনা প্রতিষ্ঠান
লেজার ভিশন ..... ..... লেজার ভিশন ..... |
প্রকাশকাল
নভেম্বর ২০১২ ..... ..... নভেম্বর ২০১২ ..... |
রবীন্দ্র
Delvistaa Foundation Launched Geeto-Shatadal's Album
Delvistaa Foundation recently launched Geeto-Shatadal's album Poncho Prova at the Main Auditorium of Bangladesh National Museum, Shahbagh in the city. Professor Emeritus Anisuzzaman; Professor Nawshaba Khatun; eminent architect Mustapha Khalid Palash, chairman of Delvistaa Foundation; architect Shahzia Islam, general secretary of Delvistaa Foundation; and Banshari Dutt, president of Geeto-Shatadal, spoke on the occasion. Five poet-lyricists, popularly known as 'Pancho Kobi' -- Rabindranath Tagore, Kazi Nazrul Islam, D.L. Roy, Atulprasad Sen and Rajanikanth Sen -- continue to enlighten our hearts with their extraordinary lyrics and music. From these timeless creations, Poncho Prova produces a few of their songs that help us seek strength in our daily struggles.
এরশাদ পুত্র এরিকের রবীন্দ্র সঙ্গীতের অডিও অ্যালবাম ‘কেবলই স্বপ্ন’ প্রকাশিত হয়েছে। ১৪ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক। ছেলের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘‘আমি রাষ্ট্রপতি নই- এরিকের বাবা পরিচয়ে বেঁচে থাকতে চাই। আমার বিশ্বাস এরিক একদিন বড় শিল্পী হবে। তার জন্য সবার কাছে দোয়া চাই।’’
এরশাদ বলেন, “এরিক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিন্তু সে পাশ্চাত্য সংস্কৃতির বদলে দেশীয় সংস্কৃতির চর্চা করে। বাসায় তার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনি। এগুলো আগে শুনিনি।’’ এরিকের সংগীতের শিক্ষক মিতা হক বলেন, “এরিক অনেক মেধাবী। মোবাইলে তার কন্ঠে গান শুনে আমি অভিভূত হয়েছি। এরিকের মতো মেধাবীরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত। সঙ্গীতের মেধা দিয়ে এরিক একদিন সমাজে সত্য ও সুন্দরকে তুলে ধরবে।”
সাবেক রাষ্ট্রপতি এরশাদের কনিষ্ট পুত্র এরিক এরশাদ গুলশানের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বয়স ১৩ বছর বলে জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার। উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে হুসেইন মুহম্মদ এরশাদের লেখা গান ও কবিতার সিডি প্রকাশিত হয়। এ পর্যন্ত এরশাদের ১৩টি কবিতার সিডি, গানের সিডি প্রকাশিত হয়েছে। এছাড়া এরশাদের লেখা ১২টি কবিতার বই ও ২টি প্রবন্ধের বই বাজরে রয়েছে।
এরশাদ বলেন, “এরিক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিন্তু সে পাশ্চাত্য সংস্কৃতির বদলে দেশীয় সংস্কৃতির চর্চা করে। বাসায় তার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনি। এগুলো আগে শুনিনি।’’ এরিকের সংগীতের শিক্ষক মিতা হক বলেন, “এরিক অনেক মেধাবী। মোবাইলে তার কন্ঠে গান শুনে আমি অভিভূত হয়েছি। এরিকের মতো মেধাবীরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত। সঙ্গীতের মেধা দিয়ে এরিক একদিন সমাজে সত্য ও সুন্দরকে তুলে ধরবে।”
সাবেক রাষ্ট্রপতি এরশাদের কনিষ্ট পুত্র এরিক এরশাদ গুলশানের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বয়স ১৩ বছর বলে জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার। উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে হুসেইন মুহম্মদ এরশাদের লেখা গান ও কবিতার সিডি প্রকাশিত হয়। এ পর্যন্ত এরশাদের ১৩টি কবিতার সিডি, গানের সিডি প্রকাশিত হয়েছে। এছাড়া এরশাদের লেখা ১২টি কবিতার বই ও ২টি প্রবন্ধের বই বাজরে রয়েছে।
শ্রুতি নাটক
রেডিও ভূমি পরিবেশিত
হুমায়ূন আহমেদের ময়ূরাক্ষী উপন্যাস অবলম্বনে শ্রুতিনাটক
হিমুর কথা
১৩ নভেম্বর ২০১২
ইমপ্রেস অডিও ভিশন
আবৃত্তি
মাহিদুল ইসলামের ৩টি কবিতার এ্যালবাম নিরঞ্জনের পৃথিবী । সবুজের অভিযান । ছাড়পত্র
২৬ নভেম্বর ২০১২ । আবৃত্তি মেলা
দেশের আবৃত্তি অঙ্গনের একটি অতিপরিচিত নাম মাহিদুল ইসলাম। ২৬ নভেম্বর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলানায়তনে মাহিদুল ইসলামের আবৃত্তি অ্যালবাম এর প্রকাশনা উৎসব এবং একক আবৃত্তি ‘নিরঞ্জনের পৃথিবী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আয়োজনের প্রথম পর্বে থাকবে মাহিদুল ইসলাম এর কন্ঠে তিনটি নতুন আবৃত্তি অ্যালবাম ‘সবুজের অভিযান’, ‘ছাড়পত্র’ এবং ‘নিরঞ্জনের পৃথিবী’র মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব আহ্কাম উল্লাহ।
‘সবুজের অভিযান’ অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু-কিশোরদের জন্য নির্বাচিত কবিতার আবৃত্তি, ‘ছাড়পত্র’-এ থাকছে সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত কবিতা আর ‘নিরঞ্জনের পৃথিবী’তে থাকছে নির্বাচিত কবির দ্রোহ বিদ্রোহ ও সমাজ চেতনার কবিতা।
২৬ নভেম্বর ২০১২ । আবৃত্তি মেলা
দেশের আবৃত্তি অঙ্গনের একটি অতিপরিচিত নাম মাহিদুল ইসলাম। ২৬ নভেম্বর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলানায়তনে মাহিদুল ইসলামের আবৃত্তি অ্যালবাম এর প্রকাশনা উৎসব এবং একক আবৃত্তি ‘নিরঞ্জনের পৃথিবী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আয়োজনের প্রথম পর্বে থাকবে মাহিদুল ইসলাম এর কন্ঠে তিনটি নতুন আবৃত্তি অ্যালবাম ‘সবুজের অভিযান’, ‘ছাড়পত্র’ এবং ‘নিরঞ্জনের পৃথিবী’র মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব আহ্কাম উল্লাহ।
‘সবুজের অভিযান’ অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু-কিশোরদের জন্য নির্বাচিত কবিতার আবৃত্তি, ‘ছাড়পত্র’-এ থাকছে সুকান্ত ভট্টাচার্যের নির্বাচিত কবিতা আর ‘নিরঞ্জনের পৃথিবী’তে থাকছে নির্বাচিত কবির দ্রোহ বিদ্রোহ ও সমাজ চেতনার কবিতা।
পারভেজের আবৃত্তির এ্যালবাম “অঝোর ধারায় রোদ”
শিক্ষকতা মহান ব্রত হলেও আবৃত্তি চর্চা ভালোলাগা, ভালোবাসা। সেই ভালোবাসায় প্রকাশিত হল মাহবুব পারভেজের আবৃত্তির এ্যালবাম “অঝোর ধারায় রোদ”।
২৮ নভেম্বর বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ্যালবামটিতে মোট ১৭টি কবিতা রয়েছে। হুমায়ুন আজাদ, রফিক আজাদ, হালিম আজাদ, হেলাল হাফিজ, মহাদেব সাহাসহ অনেকের কবিতা এ্যালবামে আছে। এ্যালবামের নির্দেশনায় ছিলেন মাহিদুল ইসলাম, সহশিল্পী ছিলেন তানি জেসমিন। এ্যালবামটি প্রকাশ করেছে আবৃত্তি মেলা।
মাহবুব পারভেজ পেশায় একজন শিক্ষক। থিয়েটার স্কুল, শিল্পকলা একাডেমীর নাট্য কর্মশালা এবং গ্রুপ থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ দিন। “অঝোর ধারায় রোদ” তার দ্বিতীয় এ্যালবাম। এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু প্রমুখ।
২৮ নভেম্বর বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ্যালবামটিতে মোট ১৭টি কবিতা রয়েছে। হুমায়ুন আজাদ, রফিক আজাদ, হালিম আজাদ, হেলাল হাফিজ, মহাদেব সাহাসহ অনেকের কবিতা এ্যালবামে আছে। এ্যালবামের নির্দেশনায় ছিলেন মাহিদুল ইসলাম, সহশিল্পী ছিলেন তানি জেসমিন। এ্যালবামটি প্রকাশ করেছে আবৃত্তি মেলা।
মাহবুব পারভেজ পেশায় একজন শিক্ষক। থিয়েটার স্কুল, শিল্পকলা একাডেমীর নাট্য কর্মশালা এবং গ্রুপ থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ দিন। “অঝোর ধারায় রোদ” তার দ্বিতীয় এ্যালবাম। এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু প্রমুখ।
একক - নারী
ছোটবেলা থেকেই ঋতুর ছিল গানের প্রতি প্রবল ঝোঁক। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও-লেভেল পাস করার পর ঋতু মালয়েশিয়ার ‘লিমকক্উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ’ নামের একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডিপ্লোমা ইন সাউন্ড অ্যান্ড মিউজিক টেকনোলোজি’ শিরোনামের একটি কোর্সে তিন বছর পড়াশোনা করেন। সেখানে পড়াকালীন তিনি বিভিন্ন বিদেশি ধারার সুর ও সঙ্গীত যেমন—পপ, রক, আরএনবি, টেকনো, জাজ, ফোক, কান্ট্রি, সোউল, ল্যাটিন, ক্লাসিক্যাল ও রেগেই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কিছু গান সৃষ্টি করেন। সেই গানগুলোরই অ্যালবাম ‘লাভ-টিউনস’। গানের কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠ সবই শিল্পীর নিজের। ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার সেভেনহিল রেস্টুরেন্টে তার অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গাজী মাজহারুল আনোয়ার এবং সৈয়দ আবদুল হাদী ও বাপ্পা মজুমদার। অ্যালবামে ঋতুর নিরীক্ষাধর্মী মোট আটটি গান স্থান পেয়েছে এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ঋতু তার অ্যালবামের চারটি গান পরিবেশন করেন।
একক - পুরুষ
সাহেদ
উঠপাখির ডিম জি সিরিজ ১০ নভেম্বর ২০১২ |
ঠিক জনপ্রিয় বলতে যা বোঝায় গায়ক সাহেদকে সেরকম বলা যাবে না। তবে শ্রোতা সমাজে যারা একটু ভিন্ন রুচির খোঁজ করেন তাদের কাছে এ শিল্পী অনেক আগে থেকেই পরিচিত। শেখ সাহেদ নামের চেয়ে যাকে ‘রোকসানা’ শাহেদ নামেই চেনেন সবাই। এই গায়কের পঞ্চম অ্যালবাম ‘উটপাখির ডিম’। সাহেদ সবসময় নিজেই গান লেখেন, সুর করেন। ‘উটপাখির ডিম’ অ্যালবামটিতেও এর ব্যতিক্রম ঘটেনি। অ্যালবামের ১০টি গানের মধ্যে ১টির কথা ও সুর দিয়েছেন অধ্যাপক আবু জাফর। ১টি রয়েছে রবীন্দ্রসংগীত। এছাড়া মুকুল দত্তের কথায় লতা মঙ্গেশকরের ‘তারে আমি চোখে দেখিনি’ গানটির ভাব নিয়ে রয়েছে একটি গান। এছাড়া বাকি সব গানের সুর, কথা দিয়েছেন শিল্পী নিজে। সংগীতায়োজনে অ্যাকুস্টিক যন্ত্রানুষঙ্গ প্রাধান্য দিয়েছেন এই শিল্পী। বিষয়ভিত্তিক গান করতেই পছন্দ করেন সাহেদ। এই অ্যালবামেও সেরকম গানই স্থান পেয়েছে। তবে আগের অ্যালবাম গুলোতে প্রেমের গান থাকলেও এই অ্যালবামে সরাসরি কোন নারী বিষয়ক প্রেমের গান স্থান পায়নি। ‘উটপাখির ডিম’ অ্যালবামের উল্লেখযোগ্য গানের মধ্যে আছে- সত্যের সঙ্গে দেখা হয়েছে আমার, তারে আমি চোখে দেখিনি, আমাদের যোগাযোগ, নদী ও নারী, সবাই বলে বড় হও, ন্যাংটো ছেলে ইত্যাদি। উল্লেখ্য, সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর ’৯৬-তে ‘চিলেকোঠার সেপাই’, ২০০১-এ ‘গান নেবেন গান’, ২০০৮-এ ‘ক্লাস রুমে বসে শেখা’ প্রকাশিত হয়। এই অ্যালবামের গান নিয়ে সাহেদ বলেন, ‘আমি “উটপাখির ডিম” অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে আমাদের সমাজের আর্থসামাজিক অবস্থার কথা বলতে চেয়েছি। এ ছাড়া গানের কথার মাধ্যমে নানা বৈষম্যের বিষয়গুলোও তুলে ধরেছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ অ্যালবামে গান থাকছে ১০টি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাহেদ এ অ্যালবামের গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন। অ্যালবামের নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালবামে “উটপাখির ডিম/ জানি না খেতে কী রকম” শিরোনামের একটি গান আছে। মূলত, এই গানের কথা চিন্তা করেই অ্যালবামের নাম রেখেছি। আরও একটি কারণ আছে, যা আমি শ্রোতাদের আপাতত জানাতে চাইছি না। গানগুলো শোনার পরই শ্রোতারা নামটি রাখার বিষয়টি টের পাবেন।’ ‘উটপাখির ডিম’ অ্যালবামের গানগুলো হচ্ছে: ‘বুকে তার শৈশব থই থই’, ‘সত্যের সাথে হয়েছে দেখা’, ‘তারে আমি চোখে দেখিনি’, ‘আমাদের যোগাযোগ’, ‘সবাই বলে বড় হও’ প্রভৃতি। সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘চিলেকোঠা’ (১৯৯৬), ‘গান নিবেন গান’ (২০০১) ও ‘ক্লাসরুমে বসে শেখা’ (২০০৮)।
১২ নভেম্বর মুঠোফোনে মুক্তি পেয়েছে হাবিবের নতুন একক গানের অ্যালবাম ‘স্বাধীন’। এটি হাবিবের চতুর্থ অ্যালবাম। বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮-এ শ্রোতারা কাল সোমবার থেকে এই অ্যালবামের গানগুলো শুনতে পারবে। চলবে টানা এক মাস। মুঠোফোনে ‘স্বাধীন’ অ্যালবামের মুক্তি উপলক্ষে আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হাবিব, মিলন মাহমুদ, বাংলালিংকের হেড অব মার্কেটিং অপারেশন ইফতেখার আজম ও হেড অব ভিএস, হাই ভ্যালু ও এমএফএস সোলায়মান আলম।
সংবাদ সম্মেলনে হাবিব ওয়াহিদ বলেন, ‘সত্যিই, এটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলালিংক মিউজিক স্টেশন শিল্পীদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্ম শিল্পীদের ব্যাপকসংখ্যক শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছে। “আহবান” ও “রং” অ্যালবাম দুটি ডিজিটালি মুক্তি দেওয়ার মাধ্যমে তার প্রমাণও পেয়েছি।’ হাবিব আরও জানান, ‘স্বাধীন’ অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে ১২.১২.১২ তে, অর্থাত্ এ বছরের ডিসেম্বরের ১২ তারিখে। তার আগেই আগামীকাল থেকে এই অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পারবে বাংলালিংকের মিউজিক স্টেশনে। এর মাধ্যমে আড়াই কোটির বেশি শ্রোতার কাছে ‘স্বাধীন’ অ্যালবামের গানগুলো পৌঁছে যাবে বলে হাবিব আশা প্রকাশ করেন। মেলোরোমান্টিক ধাঁচের এ অ্যালবামে গান থাকবে আটটি। হাবিবের আগের তিনটি অ্যালবামে দ্বৈতগান থাকলেও এবারের অ্যালবামে কোনো দ্বৈতগান নেই। গানগুলোর কথা লিখেছেন সোহেল আরমান, শফিক তুহিন, মিলন মাহমুদ, চিরকুট ব্যান্ডের সুমী, মাহবুব মহসিন ও মোজাম্মেল হক। হাবিবের অন্য অ্যালবামগুলো হলো: ‘শোনো’, ‘বলছি তোমাকে’ ও ‘আহ্বান’।
সংবাদ সম্মেলনে হাবিব ওয়াহিদ বলেন, ‘সত্যিই, এটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলালিংক মিউজিক স্টেশন শিল্পীদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্ম শিল্পীদের ব্যাপকসংখ্যক শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছে। “আহবান” ও “রং” অ্যালবাম দুটি ডিজিটালি মুক্তি দেওয়ার মাধ্যমে তার প্রমাণও পেয়েছি।’ হাবিব আরও জানান, ‘স্বাধীন’ অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে ১২.১২.১২ তে, অর্থাত্ এ বছরের ডিসেম্বরের ১২ তারিখে। তার আগেই আগামীকাল থেকে এই অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পারবে বাংলালিংকের মিউজিক স্টেশনে। এর মাধ্যমে আড়াই কোটির বেশি শ্রোতার কাছে ‘স্বাধীন’ অ্যালবামের গানগুলো পৌঁছে যাবে বলে হাবিব আশা প্রকাশ করেন। মেলোরোমান্টিক ধাঁচের এ অ্যালবামে গান থাকবে আটটি। হাবিবের আগের তিনটি অ্যালবামে দ্বৈতগান থাকলেও এবারের অ্যালবামে কোনো দ্বৈতগান নেই। গানগুলোর কথা লিখেছেন সোহেল আরমান, শফিক তুহিন, মিলন মাহমুদ, চিরকুট ব্যান্ডের সুমী, মাহবুব মহসিন ও মোজাম্মেল হক। হাবিবের অন্য অ্যালবামগুলো হলো: ‘শোনো’, ‘বলছি তোমাকে’ ও ‘আহ্বান’।
সুরাঞ্জলির ব্যানারে বাজারে এসেছে কণ্ঠশিল্পী সাকিব বাবুর নতুন অ্যালবাম। মিল্টন খন্দকার, মান্নান মোহাম্মদ ও ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়োজনে অ্যালবামটির নাম যেদিন মরে যাবো। অ্যালবামে ১১টি গান স্থান পেয়েছে। গানগুলো হচ্ছে_ যারে আমি ভালোবাসি, ওয়ালরে, ব্যাপারী, মানুষ, সরল বুঝে, যে দিন আমি মরে যাবো, মনে মনে, কপাল, কথায় কথায়, তোমায় পাইনি বলে ও মা। সংগীত পরিচালক ইথুন বাবু বলেন, সাকিব বাবুর কণ্ঠে নক্ষত্র জ্বলছে এ কথা ইথুন বাবু বলছে। মিল্টন খন্দকার বলেন, অদ্ভুত একটা বিষয় ওর কণ্ঠে কোথায় যেন লুকিয়ে আছে, আমি গান শুনে মুগ্ধ। অ্যালবামটি সম্পর্কে কণ্ঠশিল্পী সাকিব বাবু বলেন, ইথুন বাবুর সারারাত জেগে অক্লান্ত পরিশ্রমের ফসল এ অ্যালবাম। সহযোগিতার হাতটা ছিল বিশাল মনের। মিল্টন খন্দকার ও মান্নান মোহাম্মদের কাছে না গেলে মানুষ হয়তো অনেক কিছুই খুঁজে পাবে না। এ আমার অভিজ্ঞতার কথা। আমার এ অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
আশিক - বাউলা
|
‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার প্রথম আসরের সেরা দশে ছিলেন আশিক। গত সপ্তাহে এসেছে তাঁর তৃতীয় একক অ্যালবাম। নাম বাউলা। বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো আশিকের সঙ্গে।
অ্যালবামের নাম ‘বাউলা’ কেন?
অ্যালবামটির সব গানই বাউল ধাঁচের। তাই নাম রেখেছি বাউলা। দুরবীন শাহ্, রাধারমণ, কারি আমীর উদ্দিন, বিদিত লাল দাসের গান করেছি এখানে। আরেকটি কথা, অ্যালবামটি বিদিত লাল দাসকে উৎসর্গ করেছি।
কেন?
বছর কয়েক আগে সিলেটের একটি অনুষ্ঠানে বিদিত লাল দাসের সঙ্গে দেখা হয়েছিল। লোকগান করছি জেনে খুশি হয়ে তিনি আমাকে আশীর্বাদ করেন। সিলেট অঞ্চলের লোকগানের এই কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি।
আপনি লোকগানের প্রতি আগ্রহী হলেন কবে থেকে?
ছোটবেলা থেকে গান শিখেছি সুনামগঞ্জে প্রদীপ চন্দ ও দেবদাস চৌধুরীর কাছে। শুরুতে আধুনিক গান বেশি করতাম। সুনামগঞ্জের তৎকালীন মেয়র মরহুম দেওয়ান মোমিনুল মউজদীন আমাকে লোকগান গাওয়ার জন্য উৎসাহ দেন। তারপর কখন যে লোকগানের সঙ্গে জড়িয়ে যাই, টেরই পাইনি।
আপনার দ্বিতীয় অ্যালবাম উজানঢল (২০১০) ছিল শাহ আবদুল করিমের গান নিয়ে। আগামী দিনে তাঁর গান নিয়ে আরও কিছু করার ইচ্ছা আছে?
গান শেখার জন্য আমি ১৪ বছর সুনামগঞ্জে ছিলাম। তখন শাহ আবদুল করিমের গান আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে। তখন উজানঢল অ্যালবামটি করার পরিকল্পনা করি। বাউলার পর এবার হাসনরাজা, রাধারমণ ও দুরবীন শাহেক নিয়ে আলাদা তিনটি অ্যালবাম করব। - প্রথম আলো ৫ ডিসেম্বর ২০১২
অ্যালবামের নাম ‘বাউলা’ কেন?
অ্যালবামটির সব গানই বাউল ধাঁচের। তাই নাম রেখেছি বাউলা। দুরবীন শাহ্, রাধারমণ, কারি আমীর উদ্দিন, বিদিত লাল দাসের গান করেছি এখানে। আরেকটি কথা, অ্যালবামটি বিদিত লাল দাসকে উৎসর্গ করেছি।
কেন?
বছর কয়েক আগে সিলেটের একটি অনুষ্ঠানে বিদিত লাল দাসের সঙ্গে দেখা হয়েছিল। লোকগান করছি জেনে খুশি হয়ে তিনি আমাকে আশীর্বাদ করেন। সিলেট অঞ্চলের লোকগানের এই কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি।
আপনি লোকগানের প্রতি আগ্রহী হলেন কবে থেকে?
ছোটবেলা থেকে গান শিখেছি সুনামগঞ্জে প্রদীপ চন্দ ও দেবদাস চৌধুরীর কাছে। শুরুতে আধুনিক গান বেশি করতাম। সুনামগঞ্জের তৎকালীন মেয়র মরহুম দেওয়ান মোমিনুল মউজদীন আমাকে লোকগান গাওয়ার জন্য উৎসাহ দেন। তারপর কখন যে লোকগানের সঙ্গে জড়িয়ে যাই, টেরই পাইনি।
আপনার দ্বিতীয় অ্যালবাম উজানঢল (২০১০) ছিল শাহ আবদুল করিমের গান নিয়ে। আগামী দিনে তাঁর গান নিয়ে আরও কিছু করার ইচ্ছা আছে?
গান শেখার জন্য আমি ১৪ বছর সুনামগঞ্জে ছিলাম। তখন শাহ আবদুল করিমের গান আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে। তখন উজানঢল অ্যালবামটি করার পরিকল্পনা করি। বাউলার পর এবার হাসনরাজা, রাধারমণ ও দুরবীন শাহেক নিয়ে আলাদা তিনটি অ্যালবাম করব। - প্রথম আলো ৫ ডিসেম্বর ২০১২
মিশ্র
কবিতামুখর ঝর্ণাতলে
টইটুম্বুর নভেম্বর ২০১২ |
টইটুম্বুর থেকে প্রকাশিত হয়েছে আধুনিক গানের মিশ্র অডিও অ্যালবাম 'কবিতামুখর ঝর্ণাতলে'। শামস্-উল-আলমের কথা ও কবিতায় সুর দিয়েছেন প্রতিশ্রুতিশীল সঙ্গীত ব্যক্তিত্ব তৌহিদ হাসান ফারুকী, সঙ্গীত পরিশীলনে মধুসূদন চক্রবর্তী এবং যন্ত্রানুষঙ্গ পরিচালনায় সমীর খাসনবিস্। ষাট-সত্তরের দশকের স্মৃতি জাগানিয়া রোমান্টিক মেলোডি ধাঁচের মোট দশটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শাওনী মিত্র, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, বাংলাদেশের নাহিদ সুলতানা ও শ্রীসুমন চক্রবর্তী। অডিও অ্যালবামটির নান্দনিক প্রচ্ছদটি এঁকেছেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী সবিহ-উল আলম।
ব্যান্ড
এনিমেট্রিক্স রেকর্ড্ থেকে বাজারে এসেছে ব্যান্ড মিক্সড্ এলবাম ’প্রজেক্ট রক’। ৮ টি ব্যান্ড নিয়ে গড়া এই এলবামটি গেল ২৩ নভেম্বর উদ্বোধন করা হয় ঢাকার একটি রেস্তোরায়। উদ্বোধনী অনুষ্ঠানে এলবামে অংশগ্রহন কারী ব্যান্ড গুলো পার্ফরম করে। ব্যান্ড গুলো হল- এভার্স, ভিওিহীন, অগাস্টান, ডেল্টা, ত্রিপথ, পল্যাটফর্ম, আরমালাইট এবং স্কুল অব নিলয়।
চলচ্চিত্রের গান ও ডিভিডি
ঘেটুপুত্র কমলার ডিভিডি
সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’এর ডিভিডি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, আগুন, প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, শামিমা নাজনীন, তমালিকা কর্মকার, প্রাপ্তি, মাসুদ আখন্দ, রহমত আলী, জুয়েল রানা এবং কমলা চরিত্রে মামুন।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণে- মাহফুজুর রহমান খান, সম্পাদনায় ছলিম উল্লাহ ছলি এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি ডিভিডি ও ভিসিডি আকারে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।
এর আগে ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। পরে সিনেমাটি চ্যানেল নাইনের ঈদের অনুষ্ঠানমালায় প্রদর্শনের কথা থাকলেও তথ্য মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞায় তা সম্প্রচার করতে পারেনি চ্যানেলটি।
প্রায় দেড়শ’ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামে এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামে নতুন সঙ্গীত ধারার সৃষ্টি হয়েছিল। মেয়ের পোশাক পরা কিছু রূপবান কিশোর নাচগান করত। এদের নামই ঘেটু। গান হতো প্রচলিত সুরে যেখানে উচ্চাঙ্গসঙ্গীতের প্রভাব ছিল স্পষ্ট। অতি জনপ্রিয় এই সঙ্গীত-ধারায় নারী-বেশী কিশোরদের উপস্থিতির কারণে এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। বিত্তবানরা ওই কিশোরদের যৌনসঙ্গী হিসেবে পাবার জন্যে লালায়িত হতে শুরু করেন। একসময় সামাজিকভাবেও বিষয়টা স্বীকৃতি পেয়ে যায়। হাওর অঞ্চলের শৌখিন জমিদার শ্রেণীর মানুষরা জলবন্দি সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্র নিজের কাছে রাখবেন- এই বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে। শৌখিন মানুষের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখতেন সতীন হিসেবে। অতীতের সেই কদর্য প্রথা আজ আর নেই। সঙ্গীতের নামে কদাচার বন্ধ হয়েছে। তবে সেই সঙ্গে হারিয়ে গেছে বিস্ময়কর এক সঙ্গীত ধারা।-এই গল্প নিয়েই গড়ে উঠেছে ঘেটুপুত্র কমলা।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণে- মাহফুজুর রহমান খান, সম্পাদনায় ছলিম উল্লাহ ছলি এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি ডিভিডি ও ভিসিডি আকারে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।
এর আগে ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। পরে সিনেমাটি চ্যানেল নাইনের ঈদের অনুষ্ঠানমালায় প্রদর্শনের কথা থাকলেও তথ্য মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞায় তা সম্প্রচার করতে পারেনি চ্যানেলটি।
প্রায় দেড়শ’ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামে এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামে নতুন সঙ্গীত ধারার সৃষ্টি হয়েছিল। মেয়ের পোশাক পরা কিছু রূপবান কিশোর নাচগান করত। এদের নামই ঘেটু। গান হতো প্রচলিত সুরে যেখানে উচ্চাঙ্গসঙ্গীতের প্রভাব ছিল স্পষ্ট। অতি জনপ্রিয় এই সঙ্গীত-ধারায় নারী-বেশী কিশোরদের উপস্থিতির কারণে এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। বিত্তবানরা ওই কিশোরদের যৌনসঙ্গী হিসেবে পাবার জন্যে লালায়িত হতে শুরু করেন। একসময় সামাজিকভাবেও বিষয়টা স্বীকৃতি পেয়ে যায়। হাওর অঞ্চলের শৌখিন জমিদার শ্রেণীর মানুষরা জলবন্দি সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্র নিজের কাছে রাখবেন- এই বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে। শৌখিন মানুষের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখতেন সতীন হিসেবে। অতীতের সেই কদর্য প্রথা আজ আর নেই। সঙ্গীতের নামে কদাচার বন্ধ হয়েছে। তবে সেই সঙ্গে হারিয়ে গেছে বিস্ময়কর এক সঙ্গীত ধারা।-এই গল্প নিয়েই গড়ে উঠেছে ঘেটুপুত্র কমলা।
প্রামাণ্যচিত্রে দীলিপ বিশ্বাস
প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত দীলিপ বিশ্বাসের কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন তার পুত্র চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। 'সৃষ্টিতে বিশ্বাস' শিরোনামে এই প্রামাণ্যচিত্রটি ডিভিডি আকারে প্রকাশ করেছে অডিও ভিডিও প্রকাশনা সংস্থা লেজার ভিশন। প্রামাণ্যচিত্রে দীলিপ বিশ্বাস নির্মিত চলচ্চিত্রের অংশ বিশেষ এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে স্থান পেয়েছে চ্যানেল আই-এ প্রচারিত লোদী উপস্থাপিত 'আমার ছবি' অনুষ্ঠানে অংশ নেওয়া দীলিপ বিশ্বাসের বক্তব্য।