রবীন্দ্র
অক্টোবর ২০১২
পুজা পর্যায়ের ‘নাইবা ডাকো রইবো তোমার দ্বারে’ গানটিকেই শিল্পী কংকন চৌধুরী এবারের ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত একক এ্যালবামটির শিরোনাম সঙ্গীত নির্বাচন করেছেন। এ্যালবামে এ গানের পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের আরও এগারোটি গান। কংকন চৌধুরী সঙ্গীতের, বিশেষ করে রবীন্দ্রনাথের গানের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ শিল্পী। প্রথম পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতের তালিম নিয়েছেন প্রয়াত অজিত রায়ের কাছে। এ্যালবামটিতে যাঁরা সঙ্গত করেছেন তাদের মধ্যে সেতারে ফিরোজ খান, বেহালায় আলমাস এবং বাঁশিতে গাজী আবদুল হাকিমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দৌলতুর রহমানের সঙ্গীত পরিচালনায় আকর্ষক প্রচ্ছদে রবীন্দ্র সঙ্গীতের সমৃদ্ধ এই এ্যালবামটি প্রকাশিত হয়েছে সপ্তসুরের আয়োজনে।
বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে প্রকাশিত হলো লাইসা আহমেদ লিসার রবীন্দ্রসংগীতের অ্যালবাম 'রইব তোমার দ্বারে'। এই অ্যালবাম এবং অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন রবিউল ইসলাম জীবন
'রইব তোমার দ্বারে' অ্যালবামটি নিয়ে বলুন?
এটা সম্ভবত অ্যালবাম হিসেবে আমার দশম একক। গান রয়েছে ১২টি। সবই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান। সব গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। গানের ট্র্যাক তৈরি হয় কলকাতায়, কণ্ঠ দিই ঢাকায় ছায়ানটের স্টুডিওতে।
আপনার সাতটি অ্যালবাম এসেছে কলকাতার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।১৯৯৯-২০০০ সালের দিকে এইচএমভির মাধ্যমে কলকাতা থেকে আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। 'সুরগুলি পায় চরণ' শিরোনামের এ অ্যালবামটি আসে সিডি আকারে। পরে অ্যালবামটি সিডি আকারে আসে 'গানের ঝরনাতলায়' নামে। এরপর কনকর্ড, পি অ্যান্ড এম প্রভৃতি প্রতিষ্ঠান থেকে বাকি অ্যালবামগুলো আসে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস রেকর্ডস থেকেও আমার অ্যালবাম আসে।
বিদেশে গান প্রকাশ হওয়াটা কেমন উপভোগ করেন?
ভীষণ আনন্দের। বিদেশেও আমার গান শোনে, পছন্দ করে_ভাবতেই ভালো লাগে! এটা আমার পেশা ও নেশা।
আপনার সব একক অ্যালবামই রবীন্দ্রনাথের গান নিয়ে? এর বাইরে কোনো অ্যালবাম করবেন না?
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এত দিন আমাকে শুধু রবীন্দ্রসংগীতের অ্যালবামই করার প্রস্তাব দিয়েছিল। বিভিন্ন সময়ে আমি অন্য ধারার গান নিয়ে অ্যালবাম করতে চেয়েছি। নানা কারণে হয়ে ওঠেনি। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে অচিরেই অতুল প্রসাদের গান নিয়ে একটি অ্যালবাম করব।।
শিক্ষকতা জীবন কেমন চলছে?
ভালোই চলেছ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আমি পড়াই 'মাইক্রো বায়োলজি অ্যান্ড বায়ো টেকনোলজি'।
তথ্যসূত্রঃ কালের কণ্ঠ
'রইব তোমার দ্বারে' অ্যালবামটি নিয়ে বলুন?
এটা সম্ভবত অ্যালবাম হিসেবে আমার দশম একক। গান রয়েছে ১২টি। সবই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান। সব গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়। গানের ট্র্যাক তৈরি হয় কলকাতায়, কণ্ঠ দিই ঢাকায় ছায়ানটের স্টুডিওতে।
আপনার সাতটি অ্যালবাম এসেছে কলকাতার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।১৯৯৯-২০০০ সালের দিকে এইচএমভির মাধ্যমে কলকাতা থেকে আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। 'সুরগুলি পায় চরণ' শিরোনামের এ অ্যালবামটি আসে সিডি আকারে। পরে অ্যালবামটি সিডি আকারে আসে 'গানের ঝরনাতলায়' নামে। এরপর কনকর্ড, পি অ্যান্ড এম প্রভৃতি প্রতিষ্ঠান থেকে বাকি অ্যালবামগুলো আসে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস রেকর্ডস থেকেও আমার অ্যালবাম আসে।
বিদেশে গান প্রকাশ হওয়াটা কেমন উপভোগ করেন?
ভীষণ আনন্দের। বিদেশেও আমার গান শোনে, পছন্দ করে_ভাবতেই ভালো লাগে! এটা আমার পেশা ও নেশা।
আপনার সব একক অ্যালবামই রবীন্দ্রনাথের গান নিয়ে? এর বাইরে কোনো অ্যালবাম করবেন না?
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এত দিন আমাকে শুধু রবীন্দ্রসংগীতের অ্যালবামই করার প্রস্তাব দিয়েছিল। বিভিন্ন সময়ে আমি অন্য ধারার গান নিয়ে অ্যালবাম করতে চেয়েছি। নানা কারণে হয়ে ওঠেনি। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে অচিরেই অতুল প্রসাদের গান নিয়ে একটি অ্যালবাম করব।।
শিক্ষকতা জীবন কেমন চলছে?
ভালোই চলেছ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আমি পড়াই 'মাইক্রো বায়োলজি অ্যান্ড বায়ো টেকনোলজি'।
তথ্যসূত্রঃ কালের কণ্ঠ