একক - পুরুষ
সেপ্টেম্বর ২০১২
এত দিন 'অ' অক্ষর দিয়ে নিজের একক অ্যালবামগুলোর নাম রেখেছিলেন তৌসিফ। কিছুদিন আগে তৌসিফ ঘোষণা দিয়েছিলেন, এবার আর 'অ' নয়, এখন থেকে 'আ' অক্ষর দিয়ে নিজের নতুন অ্যালবামগুলোর নামকরণ করবেন। এবার সেটাই করলেন তিনি। তৌসিফ তাঁর সপ্তম একক অ্যালবামটির নাম রেখেছেন 'আমন্ত্রণ'। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যানারেও এসেছে পরিবর্তন। এত দিন জি-সিরিজ থেকে অ্যালবাম বের করলেও তৌসিফের 'আমন্ত্রণ' আসছে সিডি চয়েসের ব্যানারে। ১৫ অক্টোবর অ্যালবামটি বাজারে ছাড়া হলো। হঠাৎ প্রযোজনা প্রতিষ্ঠান পরিবর্তন প্রসঙ্গে তৌসিফ বলেন, 'আমার গত অ্যালবামটিই বের করতে চেয়েছিল সিডি চয়েস। শেষ পর্যন্ত দেওয়া হয়নি। তখন বলেছিলাম, এ অ্যালবামটি তাদের দেব। তা ছাড়া তাদের কাছ থেকে প্রাপ্ত সম্মানীটাও সন্তোষজনক।' অ্যালবামে গান থাকছে ৯টি। সাতটি গানের কথা এবং সব গানের সুর ও সংগীত করেছেন তৌসিফ নিজেই। 'কিছু না ভেবে' শিরোনামের একটি গানে তৌসিফের সঙ্গে কণ্ঠ থাকছে খেয়ার। রয়েছে 'ইবাদত' শিরোনামে একটি উর্দু গান। গানটির কথা লিখেছেন ভারতীয় নাগরিক সাঈদ কোরেশী, আরেকটি গানের কথা লিখেছেন শেখ সুমন এমদাদ।
রাজীব খান
এক আলোতে
সপ্তসুর, ১৬ অক্টোবর ২০১২
প্রকাশিত হলো নবীন কণ্ঠশিল্পী রেজাউল আলম রুবেলের অ্যালবাম ‘রাজপথে রুবেল’। অ্যালবামাটির গানগুলো বিদ্রোহী ঘরনার। এ অ্যালবামটিতে ১০টি গান আছে । এরমধ্যে তার নিজের লেখা ২টি, গীতিকার পান্নার ২টি, এস এ সুইটের ৫টি ও জিয়ার লেখা ১টি গান । সঙ্গীত পরিচালনা করেছেন জিতু। একটি গানে কন্ঠ দিয়েছেন সেরা কন্ঠ তারকা লিজা এবং অন্যটিতে কনিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশেষ থিম বেছে নিয়ে গান করি।
উল্লেখ্য, রুবেল পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। পেশাগত তাজে বর্তমানে সিঙ্গাপুরে আছেন। তিনি ১০ বছর বয়স থেকে মায়ের অনুপ্রেরণায় গজল গাওয়া শুরু করেন। তারপর নারায়ণগঞ্জ মিউজিক একাডেমির নিয়মিত শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালে তিনি সঙ্গীতার ব্যানারে কনিকার সঙ্গে প্রথম ডুয়েট অ্যালবাম ‘দিনের শেষে’ প্রকাশ করেন।
উল্লেখ্য, রুবেল পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। পেশাগত তাজে বর্তমানে সিঙ্গাপুরে আছেন। তিনি ১০ বছর বয়স থেকে মায়ের অনুপ্রেরণায় গজল গাওয়া শুরু করেন। তারপর নারায়ণগঞ্জ মিউজিক একাডেমির নিয়মিত শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালে তিনি সঙ্গীতার ব্যানারে কনিকার সঙ্গে প্রথম ডুয়েট অ্যালবাম ‘দিনের শেষে’ প্রকাশ করেন।
‘মেয়ে তুমি পথে নেমো না , আজো আমি একা পথ হাঁটি; দস্যি মেয়ে তোকেই দেবো মন খারাপের একলা দুপুর।’ এমন কিছু মন ছোঁয়া গান নিয়ে বাজারে এসেছে শিল্পী অমিত মল্লিকের প্রথম একক অ্যালবাম ‘একলা দুপুর’।
লেজার ভিশনের ব্যানারে বাজারে আসা এই অ্যালবামের সব গানের গীতিকার ও সুরকার অমিত নিজেই। এছাড়া ও ‘একলা দুপুর’ অ্যালবামে কম্পোজার হিসাবে কাজ করেছেন শিল্পী পার্থ বড়ুয়া এবং মিফতাজামান। রাজশাহীর ছেলে অমিত। গানের হাতেখড়ি খুলনা বেতারের শিল্পী স্বপন চক্রবর্তীর কাছে। ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ততা । মেলোডি নির্ভর আধুনিক গান গাওয়ার স্বপ্ন নিয়ে অমিতের গানের ভুবনে আসা।
ছোটবেলা থেকে শাস্ত্রীয় গানের শিক্ষা নিয়ে সঙ্গীতের জগতে প্রবেশ করা – নিজের সম্পর্কে এমনটাই বললেন শিল্পী অমিত মল্লিক। ‘একলা দুপুর’ অ্যালবাম প্রসঙ্গে অমিত বলেন ‘ এই অ্যালবামের প্রতিটি গানই মেলোডি নির্ভর এবং আধুনিক। একলা দুপুর’ অ্যালবাম-এ আমি কথা ও সুরকে বেশী প্রাধান্য দিয়েছি। এই অ্যালবামের ‘ও বাউল তুমি একটু দাঁড়াও’ গানটি দারুণ পছন্দ অমিতের। অমিতের শুরুটা ছিল ‘তান’ নামের একটা ব্যান্ড দলের ভোকাল হিসাবে। ওই ব্যান্ড দল থেকেই ২০০৬ সালে ‘এখন এখানেই’ নামে একটি অ্যালবাম বের হয়েছিল। সলীল চৌধুরীর ভীষণ ভক্ত অমিত। এ কারণে অমিত গানের কথা ও সুরকে বেশী প্রাধান্য দেন। ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ অমিতের। বর্তমানে অমিত গাজী টিভিতে মিউজিক ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগে।
লেজার ভিশনের ব্যানারে বাজারে আসা এই অ্যালবামের সব গানের গীতিকার ও সুরকার অমিত নিজেই। এছাড়া ও ‘একলা দুপুর’ অ্যালবামে কম্পোজার হিসাবে কাজ করেছেন শিল্পী পার্থ বড়ুয়া এবং মিফতাজামান। রাজশাহীর ছেলে অমিত। গানের হাতেখড়ি খুলনা বেতারের শিল্পী স্বপন চক্রবর্তীর কাছে। ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ততা । মেলোডি নির্ভর আধুনিক গান গাওয়ার স্বপ্ন নিয়ে অমিতের গানের ভুবনে আসা।
ছোটবেলা থেকে শাস্ত্রীয় গানের শিক্ষা নিয়ে সঙ্গীতের জগতে প্রবেশ করা – নিজের সম্পর্কে এমনটাই বললেন শিল্পী অমিত মল্লিক। ‘একলা দুপুর’ অ্যালবাম প্রসঙ্গে অমিত বলেন ‘ এই অ্যালবামের প্রতিটি গানই মেলোডি নির্ভর এবং আধুনিক। একলা দুপুর’ অ্যালবাম-এ আমি কথা ও সুরকে বেশী প্রাধান্য দিয়েছি। এই অ্যালবামের ‘ও বাউল তুমি একটু দাঁড়াও’ গানটি দারুণ পছন্দ অমিতের। অমিতের শুরুটা ছিল ‘তান’ নামের একটা ব্যান্ড দলের ভোকাল হিসাবে। ওই ব্যান্ড দল থেকেই ২০০৬ সালে ‘এখন এখানেই’ নামে একটি অ্যালবাম বের হয়েছিল। সলীল চৌধুরীর ভীষণ ভক্ত অমিত। এ কারণে অমিত গানের কথা ও সুরকে বেশী প্রাধান্য দেন। ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ অমিতের। বর্তমানে অমিত গাজী টিভিতে মিউজিক ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগে।
জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশ হলো এম আই মিঠুর প্রথম একক অ্যালবাম স্বপ্ন আকাশ। অ্যালবামটির সবগুলো গানের মধ্যে রয়েছে ভিন্নতা। ছোটবেলা থেকেই এ তরুণ শিল্পীর ছিল সঙ্গীত ও চিত্রকলার প্রতি ভালোবাসা। সেই থেকে নিজেকে প্রথমে তৈরি করেন চিত্রশিল্পী হিসেবে। চিত্রশিল্পী হিসেবে এ তরুণ শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বহুবার। মা-বাবা, ছোটভাই ও বন্ধুমহলের অনুপ্রেরণাই সঙ্গীত ভুবনে নিয়ে এসেছে এ তরুণ শিল্পীকে। এ অ্যালবামে রয়েছে ৮টি গান। গানের কথা ও সুর করেছেন তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহিদ আহমেদ, বাঙ্গালী রোকন, রাবি ও শিল্পী নিজে। একটি গানের কথা লিখেছেন কাউসার হোসেন সুইট। অ্যালবামে গানগুলো হলো স্বপ্ন আকাশ, মাঝি আনন্দেতে বাও, ভাঙনের পথ, আহ্বান, কপাল আমার, তোমায়, শীতল ভালোবাসা ও দিনরাত। অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যাণ, তানভীর রাসেল ও রাফি।
লেজারভিশনের ব্যানারে প্রকাশ পেয়েছে তরুণ সংগীতশিল্পী লিংকনের একক অ্যালবাম ‘অনুভূতি’। এটি তার ক্যারিয়ারের প্রথম একক অ্যালবাম। তার এ অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। এর মধ্যে লিংকনের কণ্ঠে রয়েছে ৮টি একক গান। এছাড়া তার সঙ্গে দুটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন নিপা। এর মধ্যে ৯টি গানের কথা ও সুর রচনা করেছেন লিংকন নিজেই। অন্য একটি গানের মূল শিল্পী হলেন অনুপ জালোটা। সেড, রোমান্টিক, বিষয়ভিত্তিকসহ বিভিন্ন ধরনের গান দিয়েই সাজানো হয়েছে এ অ্যালবামের গানগুলো। সবক’টি গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। লিংকনের এ অ্যালবামের গানগুলো হলো, যতই দূরে থাকি, কন্যা, যত ভালবাসা যায়, তুমি কাছে এলে, চুল খুলে, ট্রাফিক জ্যাম, জানি কখনও পাবো না তোমায়, কত রাত কেঁদেছি, মা এবং যতই দূরে থাকি (একক ভার্সন)। নিজের এ অ্যালবাম প্রসঙ্গে লিংকন বলেন, এ অ্যালবামটি আমার স্বপ্ন। চেষ্টা করেছি কিছু ভাল গানের মাধ্যমে শ্রোতাদের উপহার দিতে। এখন শ্রোতারাই বিচার করবেন গানগুলো আসলেই কেমন হয়েছে।