যুগল ও মিশ্র
জি-সিরিজের ব্যানারে ম্যাজিক ডে'তে (১২.১২.১২) বাজারে এসেছে দুই বাংলার ১৬ জন শিল্পীর অংশগ্রহণে আন্তর্জাতিক বাংলা গানের মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার বৃষ্টি’। ১২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেঁস্তোরায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যালবামের কণ্ঠশিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের নানা গুণীজন। অ্যালবামে গান রয়েছে ১৪টি। রাজন সাহার কথা ও সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, অলক বাপ্পা, নিশিতা বড়ুয়া, নির্ঝর, পুলক, পলাশ, ক্লোজআপ ওয়ান খ্যাত রাজীব, রাজীব হোসেন, স্বপ্নীল রাজীব, রাফাত, রিয়াদ, ইথী, মিতুল দত্ত।
সঙ্গীত পরিচালনা করেছেন- বাপ্পা মজুমদার, সুমন কল্যাণ, অভিজিৎ জিতু, শিহাব রিপন, তানভীর তারেক, এফ এ সুমন, টফি রেনার, মাসুম, রাজীব হোসেন, টি আর রোমান্স ও রোমেল হাসান। ভালোবাসার বৃষ্টি, ভেজা বাতাস, অবুঝ সখা, শ্রাবণ ধারা, অভিমানী, নীল বেদনা অ্যালবামের উল্লেখযোগ্য গানের শিরোনাম।
অ্যালবাম প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘অনেক গুণী শিল্পী এই অ্যালবামে গান গেয়েছেন। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’ তিনি আরও বলেন, ‘এটা আমার স্বপ্নের একটি অ্যালবাম। যেখানে আমি চেষ্টা করেছি কথা ও সুরে নতুনত্ব আনার। আমি আশা করি আমাদের শ্রোতারা এখনো ভালো বাংলা গান শোনেন। তাই শ্রোতাদের বলছি, এই অ্যালবামটি সংগ্রহ করে শুনতে। ভালো লাগলেই নিজেকে সার্থক মনে করব।’
উল্লেখ্য, অ্যালবামটি ২৭ নভেম্বর ভারত, আর্জেন্টিনা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, সৌদি আরব ও দুবাইয়ে একযোগে প্রকাশিত হয়েছে।
সঙ্গীত পরিচালনা করেছেন- বাপ্পা মজুমদার, সুমন কল্যাণ, অভিজিৎ জিতু, শিহাব রিপন, তানভীর তারেক, এফ এ সুমন, টফি রেনার, মাসুম, রাজীব হোসেন, টি আর রোমান্স ও রোমেল হাসান। ভালোবাসার বৃষ্টি, ভেজা বাতাস, অবুঝ সখা, শ্রাবণ ধারা, অভিমানী, নীল বেদনা অ্যালবামের উল্লেখযোগ্য গানের শিরোনাম।
অ্যালবাম প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘অনেক গুণী শিল্পী এই অ্যালবামে গান গেয়েছেন। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’ তিনি আরও বলেন, ‘এটা আমার স্বপ্নের একটি অ্যালবাম। যেখানে আমি চেষ্টা করেছি কথা ও সুরে নতুনত্ব আনার। আমি আশা করি আমাদের শ্রোতারা এখনো ভালো বাংলা গান শোনেন। তাই শ্রোতাদের বলছি, এই অ্যালবামটি সংগ্রহ করে শুনতে। ভালো লাগলেই নিজেকে সার্থক মনে করব।’
উল্লেখ্য, অ্যালবামটি ২৭ নভেম্বর ভারত, আর্জেন্টিনা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, সৌদি আরব ও দুবাইয়ে একযোগে প্রকাশিত হয়েছে।
এ সময়ের সংগীত শিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ তাদের নতুন প্রয়াস ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ থেকে বুধবার প্রকাশ করেছে তাদের স্বনামে অ্যালবাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে এ অ্যালবাম প্রকাশের পাশাপাশি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি কনসার্টেরও আয়োজন করেছিলেন তারা।
১২.১২.১২ তারিখে ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয় ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’অ্যালবামটি। এতে গান থাকবে মোট ৭টি। এর মধ্যে ৩টি গান শচীন দেব বর্মনের, ২টি লালনের এবং বাকি ২টি মৌলিক গান। নতুন এ অ্যালবাম সর্ম্পকে জয় বাংলানিউজকে বলেন, ‘একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা ভেবেছি। দেশের বাইরে এমন অনেক প্রজেক্ট হলেও আমাদের দেশে নেই। এখানে বিভিন্ন শিল্পীর একসাথে কাজ করাটা মিক্সড অ্যালবাম করা পর্যন্তই। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান হয়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন কিছু ধারাবাহিকভাবে করার চেষ্টায় এই প্রজেক্ট।
১২.১২.১২ তারিখে ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয় ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’অ্যালবামটি। এতে গান থাকবে মোট ৭টি। এর মধ্যে ৩টি গান শচীন দেব বর্মনের, ২টি লালনের এবং বাকি ২টি মৌলিক গান। নতুন এ অ্যালবাম সর্ম্পকে জয় বাংলানিউজকে বলেন, ‘একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা ভেবেছি। দেশের বাইরে এমন অনেক প্রজেক্ট হলেও আমাদের দেশে নেই। এখানে বিভিন্ন শিল্পীর একসাথে কাজ করাটা মিক্সড অ্যালবাম করা পর্যন্তই। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান হয়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন কিছু ধারাবাহিকভাবে করার চেষ্টায় এই প্রজেক্ট।
প্রায় দেড় বছর আগে ভারতে প্রকাশিত হয়েছিল ‘লেটারস ফ্রম শিলিগুড়ি’ অ্যালবামটি। সেটার সাফল্যে উৎসাহিত হয়ে দুই বাংলার সেতু বন্ধন গড়তেই তৈরি হল ‘লেটারস ফ্রম শিলিগুড়ি টু’ অ্যালবামটি।
২২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘লেটারস ফ্রম শিলিগুড়ি টু’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে এসেছিলেন অ্যালবামটির অন্যতম আয়োজক অম্লান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক প্রিন্স মাহমুদ, তপু, গীতিকার শাহান কবন্ধ, জিসিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া প্রমুখ।
অম্লান ও পুপুন এর যৌথ প্রচেষ্টার এই অ্যালবামে ভারতের ক্যাকটাস ব্যান্ডের সিধু ও এদেশের বাপ্পা মজুমদার ছাড়াও দুই বাংলা’র শিল্পীদের মধ্যে গান করেছেন তপু, পর্শিয়া, অম্লান, ইমন, আনিসা, পুষ্পাল ও পুপুন। ভারতে অনেক কাজ করলেও পুপুন ও অম্লানের এটাই বাংলাদেশে প্রথম কাজ।
২২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘লেটারস ফ্রম শিলিগুড়ি টু’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে এসেছিলেন অ্যালবামটির অন্যতম আয়োজক অম্লান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক প্রিন্স মাহমুদ, তপু, গীতিকার শাহান কবন্ধ, জিসিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া প্রমুখ।
অম্লান ও পুপুন এর যৌথ প্রচেষ্টার এই অ্যালবামে ভারতের ক্যাকটাস ব্যান্ডের সিধু ও এদেশের বাপ্পা মজুমদার ছাড়াও দুই বাংলা’র শিল্পীদের মধ্যে গান করেছেন তপু, পর্শিয়া, অম্লান, ইমন, আনিসা, পুষ্পাল ও পুপুন। ভারতে অনেক কাজ করলেও পুপুন ও অম্লানের এটাই বাংলাদেশে প্রথম কাজ।
বিভিন্ন শিল্পীর গাওয়া রোমান্টিক গান নিয়ে ৩১ ডিসেম্বর সঙ্গীতার ব্যানারে অডিও বাজারে আসছে মিক্সড অ্যালবাম ‘আড়াল ভালোবাসা’। আমাদের সঙ্গীতাঙ্গনের এই সময়ের উদীয়মান তরুণ শিল্পীরা এ অ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন।
‘আড়াল ভালোবাসা’অ্যালবামে গান আছে মোট ১০টি।গানগুলোতে কণ্ঠ দিয়েছেন-শহীদ, ঝিলিক, নির্ঝর, শাহরিদ বেলাল, রিয়াদ হক, কামরুল, মমিন, স্বপ্নীল রাজীব, হেমা,মাসুম এবং রাশেদ। অ্যালবামটির সবগুলো গানের কথা লিখেছেন সাকিফ সারোয়ার।
টি আর রোমান্সের ফিচারিং-এ বেশিরভাগ গানগুলোর সুর করেছেন শাহরিদ বেলাল। এ অ্যালবামে প্রথমবারের মত বাঁশীবাদক কামরুল একটি গান করেছেন। গানটির শিরোনাম ‘হৃদয় মাঝে’। অ্যালবামটির বাঁকী গানগুলোর মধ্যে রয়েছে-‘আড়াল ভালোবাসা’,‘বৃষ্টি নামাই’, ‘ভাবনা নাটাই’, ‘স্বপ্নডানা’, ‘যদি চাও’, ‘পাগল’, ‘অপ্সরী’, এবং ‘নাচো ’। ৩১ ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে অ্যালবামটি।
‘আড়াল ভালোবাসা’অ্যালবামে গান আছে মোট ১০টি।গানগুলোতে কণ্ঠ দিয়েছেন-শহীদ, ঝিলিক, নির্ঝর, শাহরিদ বেলাল, রিয়াদ হক, কামরুল, মমিন, স্বপ্নীল রাজীব, হেমা,মাসুম এবং রাশেদ। অ্যালবামটির সবগুলো গানের কথা লিখেছেন সাকিফ সারোয়ার।
টি আর রোমান্সের ফিচারিং-এ বেশিরভাগ গানগুলোর সুর করেছেন শাহরিদ বেলাল। এ অ্যালবামে প্রথমবারের মত বাঁশীবাদক কামরুল একটি গান করেছেন। গানটির শিরোনাম ‘হৃদয় মাঝে’। অ্যালবামটির বাঁকী গানগুলোর মধ্যে রয়েছে-‘আড়াল ভালোবাসা’,‘বৃষ্টি নামাই’, ‘ভাবনা নাটাই’, ‘স্বপ্নডানা’, ‘যদি চাও’, ‘পাগল’, ‘অপ্সরী’, এবং ‘নাচো ’। ৩১ ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে অ্যালবামটি।