লোকগীতি
জুলাই ২০১২
কিরণ চন্দ্র রায়ের কন্ঠে ধারণকৃত বিজয় সরকারের গান 'নকশি কাঁথার মাঠে' এবং চন্দনা মজুমদারের কন্ঠে ধারণকৃত লালন গীতি 'তোমার অপার নীলে' অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন ৷ ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে আয়োজিত সিডি দুটির মোড়ক উন্মোচন করেন অ্যাডভোকেট সুলতানা কামাল ৷সিডি দুটি যদিও জুলাই এ বাজারে ছাড়া হয়।
সিডি দুটির মোড়ক উন্মোচন এর পর চন্দনা মজুমদার 'মুখে বল রে সদাই লা ইলাহা ইলল্লালাহ' গানটি পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন৷ এরপর অনুষ্ঠানে শিল্পীদ্বয় স্বকন্ঠে সংগীত পরিবেশন করেন৷
'নকশী কাঁথার মাঠে' অ্যালবামের গানগুলো হচ্ছে- 'পরবাসী হইয়া রে', 'আর কি ফিরে পাব', 'পোষা পাখি উড়ে যাবে', 'দুদিনের দুনিয়ায়', 'এই পৃথিবী যেমন আছে', 'আমি জানিতে চাই দয়াল তোমার', 'নকশী কাঁথার মাঠে', 'নিজে গেয়ে নিজেই শুনিস', 'ভাব না যেনে পিরীত', 'জীবন ভরে ধরে গেলি'৷
'তোমার অপার নীলে' অ্যালবামের গানগুলো হচ্ছে- 'মুখে বল রে সদাই', 'আমার যে পথে', 'ও সে বাজিয়ে বাঁশি', 'মানুষ ছাড়া ক্ষ্যাপা', 'না বুঝে মজো না পীরিতে', 'কে বুঝে তোমার অপার নীলে', 'কে বানাইল রঙ মহল', 'জাত গেল জাত গেল', 'এ সব দেখি কানার হাট বাজার', 'ভব যন্ত্রনা আমার'৷
অ্যালবাম দুটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেন দূর্বাদল চট্টোপাধ্যায়৷
সিডি দুটির মোড়ক উন্মোচন এর পর চন্দনা মজুমদার 'মুখে বল রে সদাই লা ইলাহা ইলল্লালাহ' গানটি পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন৷ এরপর অনুষ্ঠানে শিল্পীদ্বয় স্বকন্ঠে সংগীত পরিবেশন করেন৷
'নকশী কাঁথার মাঠে' অ্যালবামের গানগুলো হচ্ছে- 'পরবাসী হইয়া রে', 'আর কি ফিরে পাব', 'পোষা পাখি উড়ে যাবে', 'দুদিনের দুনিয়ায়', 'এই পৃথিবী যেমন আছে', 'আমি জানিতে চাই দয়াল তোমার', 'নকশী কাঁথার মাঠে', 'নিজে গেয়ে নিজেই শুনিস', 'ভাব না যেনে পিরীত', 'জীবন ভরে ধরে গেলি'৷
'তোমার অপার নীলে' অ্যালবামের গানগুলো হচ্ছে- 'মুখে বল রে সদাই', 'আমার যে পথে', 'ও সে বাজিয়ে বাঁশি', 'মানুষ ছাড়া ক্ষ্যাপা', 'না বুঝে মজো না পীরিতে', 'কে বুঝে তোমার অপার নীলে', 'কে বানাইল রঙ মহল', 'জাত গেল জাত গেল', 'এ সব দেখি কানার হাট বাজার', 'ভব যন্ত্রনা আমার'৷
অ্যালবাম দুটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেন দূর্বাদল চট্টোপাধ্যায়৷