সূচনা সঙ্গীত
প্রতিদিন অসংখ্য ধারাবাহিক এবং এক পর্বের নাটক প্রচারিত হয় টিভি চ্যানেলে। এই সময়ে সব নাটকের সূচনা সঙ্গীত নাটক জনপ্রিয়তার ক্ষেত্রে গুরুত্যপূর্ন ভূমিকা রাখে। গুনগত মানের ক্ষেত্রেও নাটকের পরিচালক অনেক বেশি যত্নশীল থাকেন নাটকের সূচনা সঙ্গীতের ব্যাপারে। অনেক ক্ষেত্রে নাটকের চেয়ে নাটকের সূচনা সঙ্গীত বেশি জনপ্রিয় হয়ে উঠে। এছাড়া বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেলও ও বিভিন্ন অনুষ্ঠান তাদের নিজেদের গান তৈরি করছে। কিন্তু অধিকাংশ নাটকের গানের বা অনুষ্ঠানের সূচনা সঙ্গীতের কোন এ্যালবাম না হওয়ায় অনেক সুন্দর গানগুলো হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো এই সূচনা সঙ্গীতের তথ্য ও গান উপস্থাপন করবার।
নাটকঃ ছবির হাট
গানঃ এই ছবির হাটে, ছোট টং দোকানে
পরিচালনাঃ
কন্ঠঃ শবি-বি শিহাব
বাংলা গানের এক মেধাবী র্যাপারের নাম শবি-বি শিহাব। কয়েকটি মিক্সড অ্যালবামে গান করার পর এবারই সর্বপ্রথম ধারাবাহিক নাটক `ছবির হাট` এর সূচনা সঙ্গীত করেছেন।
আপলে মাহমুদরে রচনা ও গাজী আপলে মাহমুদের পরিচালনায় `ছবির হাট` নামক এ নাটকে অভিনয় করছেনে- শোয়েব, মৌসুমী নাগ, শিশু সাব্বির, সৈয়দ বাবু, তুষার মাহমুদ, শম্পা, চৈতি, নাফা, সমু চৌধুরী এবং আরও অনেকে। এ প্রসঙ্গে শিহাব বলনে, ছবির হাট নাটকের সূচনা সঙ্গীত করতে পেরে খুবই ভালো লাগছে৷ ছবির হাট আমারও খুব প্রিয় একটি জায়গা৷ এই গানটিতে যে বিষয়গুলো তুলে ধরেছি, তার মধ্যে প্রথম ব্যাপারটা হলো ছবির হাট এর আড্ডাকে কেন্দ্র করে৷ আশা করি টাইটেল সঙ্গীতসহ নাটকটিও সবার ভালো লাগবে৷। দেড় মিনিটের এই গানের চার লাইনের মেলোডিসহ বার লাইনের বাংলার্ যাপ মিউজিক করা হয়েছে৷`এই ছবির হাটে, ছোট টং দোকানে’ শিরেনামের এ গানটিই নতুনরুপে করেছেন শিহাব।
আপলে মাহমুদরে রচনা ও গাজী আপলে মাহমুদের পরিচালনায় `ছবির হাট` নামক এ নাটকে অভিনয় করছেনে- শোয়েব, মৌসুমী নাগ, শিশু সাব্বির, সৈয়দ বাবু, তুষার মাহমুদ, শম্পা, চৈতি, নাফা, সমু চৌধুরী এবং আরও অনেকে। এ প্রসঙ্গে শিহাব বলনে, ছবির হাট নাটকের সূচনা সঙ্গীত করতে পেরে খুবই ভালো লাগছে৷ ছবির হাট আমারও খুব প্রিয় একটি জায়গা৷ এই গানটিতে যে বিষয়গুলো তুলে ধরেছি, তার মধ্যে প্রথম ব্যাপারটা হলো ছবির হাট এর আড্ডাকে কেন্দ্র করে৷ আশা করি টাইটেল সঙ্গীতসহ নাটকটিও সবার ভালো লাগবে৷। দেড় মিনিটের এই গানের চার লাইনের মেলোডিসহ বার লাইনের বাংলার্ যাপ মিউজিক করা হয়েছে৷`এই ছবির হাটে, ছোট টং দোকানে’ শিরেনামের এ গানটিই নতুনরুপে করেছেন শিহাব।
অনুষ্ঠানঃ বাংলাদেশ আইডল
গানঃ জেগে ওঠো দ্বিধা ভেঙে, নাও ছিনিয়ে বিজয়
কন্ঠঃ আদিত,ন্যান্সি,শোয়েব,হাসিব । কথা,সুর ও সঙ্গীতঃ আসিফ ইকবাল । জানুয়ারী ২০১৩
দেশের প্রথম সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ'-এর জন্য 'যদি লক্ষ্য থাকে অটুট' শিরোনামের গানটি লিখে আলোচিত হন আসিফ ইকবাল। আবার একটি সঙ্গীত প্রতিযোগিতার থিম সং লিখলেন তিনি। তার লেখা 'জেগে ওঠো দ্বিধা ভেঙে, নাও ছিনিয়ে বিজয়' শিরোনামের নতুন গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তিনি। অদিতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, শোয়েব ও হাসিব। বিখ্যাত অনুষ্ঠান 'পপ আইডল'-এর স্বত্ব নিয়ে বাংলাদেশে নির্মাণাধীন 'বাংলাদেশি আইডল' প্রতিযোগিতার থিম সং এটি।
নতুন গানটি প্রসঙ্গে অদিত জানান, "আসিফ ভাইয়ের লেখা গান নিয়ে সুর করার কাজটা বেশ উপভোগ করি। গানটি 'বাংলাদেশি আইডল'-এর থিম সং হিসেবে সুন্দর মানিয়েছে। এখানে স্বপ্ন, বিজয় এবং অর্জনের দিককে ফুটিয়ে তোলা হয়েছে। এটি আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তাই গানটি তৈরির সময় বেশ সতর্ক ছিলাম। এর বৈচিত্র্য প্রতিযোগীদের মনে যেন ছড়িয়ে পড়ে সেদিকে সজাগ ছিলাম।' এদিকে 'বাংলাদেশি আইডল' প্রতিযোগিতার নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। অনুষ্ঠানটি প্রচার হবে এসএ টিভিতে।
নতুন গানটি প্রসঙ্গে অদিত জানান, "আসিফ ভাইয়ের লেখা গান নিয়ে সুর করার কাজটা বেশ উপভোগ করি। গানটি 'বাংলাদেশি আইডল'-এর থিম সং হিসেবে সুন্দর মানিয়েছে। এখানে স্বপ্ন, বিজয় এবং অর্জনের দিককে ফুটিয়ে তোলা হয়েছে। এটি আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তাই গানটি তৈরির সময় বেশ সতর্ক ছিলাম। এর বৈচিত্র্য প্রতিযোগীদের মনে যেন ছড়িয়ে পড়ে সেদিকে সজাগ ছিলাম।' এদিকে 'বাংলাদেশি আইডল' প্রতিযোগিতার নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। অনুষ্ঠানটি প্রচার হবে এসএ টিভিতে।
অনুষ্ঠানঃ স্টার কমেডি চ্যাম্পিয়ন
গানঃ কথায় কথায় চলাফেরায়
কন্ঠঃ পুলক ও রন্টি দাস । কথাঃ জনি হক । সুর ও সঙ্গীতঃ সুমন কল্যাণ । জানুয়ারী ২০১৩
ক্লোজআপ তারকা পুলক এবার রিয়েলিটি শো'র সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি গানটিতে কণ্ঠ দেন। এতে তার সহ-শিল্পী হিসেবে আরো ছিলেন রন্টি দাস। পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টেলিভিশনের স্টার কমেডি চ্যাম্পিয়ন অনুষ্ঠানে গানটি ব্যবহৃত হবে। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 'কথায় কথায় চলাফেরায়' শিরোনামের গানটির কথা লিখেছেন জনি হক। এ প্রসঙ্গে পুলক বলেন, 'আমি অনেক নাটক ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু কোনো রিয়েলিটি শোর সূচনা সঙ্গীতে কণ্ঠ দিইনি। এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর জন্য গাইলাম। তাও আবার কমেডি ঘরানার অনুষ্ঠানের। গানটি গাইতে পেরেও ভালো লেগেছে।' এদিকে গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, 'খুব দ্রুত গানটি তৈরি করতে হয়েছে। স্টার কমেডি চ্যাম্পিয়নের আগে আমি মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো রবি-সেরা প্রতিভা অনুষ্ঠানের শীর্ষ সঙ্গীতও তৈরি করেছি। আশা করছি, আগেরটির মতো স্টার কমেডি চ্যাম্পিয়ন অনুষ্ঠানের গানটিও সবার ভালো লাগবে।'
টিভি চ্যানেলঃ এস এ টিভি
গানঃ সময়কে সাথে ধরে/সকলের ঘরে ঘরে/স্বপ্নের সুবর্ণ সীমানায়
কণ্ঠঃ রুনা লায়লা । গীতিকারঃ আহমেদ ইউসুফ সাবের । সুর ও সঙ্গীতঃ ইমন সাহা । জুন ২০১২
কিছুদিন আগে এশিয়ান টিভির থিম সংয়ে কণ্ঠ দিয়েছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। এবার পর্দা ওঠার অপেক্ষায় থাকা এসএ টিভির থিম সংয়ে কণ্ঠ দিলেন এই গায়িকা। 'সময়কে সাথে ধরে/সকলের ঘরে ঘরে/স্বপ্নের সুবর্ণ সীমানায়, কিছু কথা কিছু গান/সংবাদ অবিরাম পর্দায় প্রাঞ্জল প্রত্যয়/আমরা আছি সব সময় সারা বিশ্বময়'_এমন কথায় গানটি লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুর ও সংগীত করেছেন ইমন সাহা। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয়েছে। এদিন গানটিতে কণ্ঠ দেন রুনা লায়লা। তাঁর পাশাপাশি এতে আরো কণ্ঠ দেন এ প্রজন্মের শিল্পী কিশোর, মুহিন, নওরীন, লিজা, কোনাল ও ঝিলিক। দু-এক দিনের মধ্যে মাহাদী, নওমী, মেহেদী (সেরাকণ্ঠ), প্রান্তি, ইমরানসহ (ক্ষুদে গানরাজ) আরো কয়েকজন শিল্পী গানটিতে কণ্ঠ দেবেন বলে জানিয়েছেন ইমন সাহা। গানটি প্রসঙ্গে ইমন বলেন, 'একটু রিদমিক ধাঁচে গানটি তৈরি করেছি। রুনা লায়লার কণ্ঠের সঙ্গে এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠের সমন্বয়টাও হয়েছে ভালো। শুনলে অন্য রকম একটা আনন্দ পাওয়া যাবে।' উল্লেখ্য, ১৯ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসএ টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে থিম সংটিও বাজানো হবে।
নাটকঃ পঞ্চপ্রেমিক
গানঃ প্রেমের এই সংবিধানে, জানি না বুঝি না/ মন দেওয়া নেওয়াতে
পরিচালনাঃ হিমু আকরাম । কথা, সুর, সঙ্গীত ও কন্ঠঃ শফিক তুহিন
বিভিন্ন নাটকের শীর্ষসংগীতের কথা লিখেছেন শফিক তুহিন। এবার শুধু কথা নয়, একটি ধারাবাহিক নাটকের শীর্ষসংগীতের কথা লেখার পাশাপাশি সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার কাজটিও করেছেন শফিক তুহিন। হিমু আকরামের পরিচালিত এই ধারাবাহিক নাটকের নাম ‘পঞ্চপ্রেমিক’। ‘প্রেমের এই সংবিধানে, জানি না বুঝি না/ মন দেওয়া নেওয়াতে, কোনটা যে ঠিক, আর কোনটা বেঠিক/ পঞ্চপ্রেমিক’ শিরোনামের এ গানের রেকর্ডিং সম্প্রতি শেষ হয়েছে।
শফিক তুহিন বলেন, ‘অসংখ্য নাটকের গানের কথা লিখেছি। কিন্তু কোনো গানেরই পরিপূর্ণ কাজটি করা হয়নি। এবারই প্রথম এ ধরনের কাজ করলাম। বলা যায়, কাজটি করে আমি বেশ তৃপ্ত।’
শফিক তুহিন আরও বলেন, ‘ধারাবাহিক নাটকের শীর্ষসংগীতের সুবিধাটা হচ্ছে, নাটকটি দীর্ঘদিন ধরে প্রচারিত হয়। এতে করে গানটিও অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছায়। আর গানটি যখন বেশিসংখ্যক শ্রোতা শোনে, তখন আনন্দটাও অনেক বেশি হয়।’ এদিকে ভালোবাসা দিবস সামনে রেখে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ গানের রেকর্ডিং শেষ হয়েছে। আটটি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। বাপ্পা মজুমদার ও মুশফিক লিটুর সংগীতায়োজনে সব কটি গানের কথা ও সুর আমার।’
শফিক তুহিনের আগের অ্যালবামগুলো হলো: ‘স্বপ্ন এবং তুমি’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘শফিক তুহিন ডট কম’ ও ‘পাগলামী’।
নাটকের শীর্ষসংগীত ও একক অ্যালবামের কাজের পাশাপাশি শফিক তুহিন বেশ কটি চলচ্চিত্রেও কাজ করছেন। এগুলো হলো: শাহীন সুমনের ‘অন্য রকম ভালোবাসা’, মনতাজুর রহমান আকবরের ‘অগ্নি’, জাহাঙ্গীর হোসেন রাজের ‘এর বেশি ভালোবাসা যায় না’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, এবং পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’।
শফিক তুহিন বলেন, ‘অসংখ্য নাটকের গানের কথা লিখেছি। কিন্তু কোনো গানেরই পরিপূর্ণ কাজটি করা হয়নি। এবারই প্রথম এ ধরনের কাজ করলাম। বলা যায়, কাজটি করে আমি বেশ তৃপ্ত।’
শফিক তুহিন আরও বলেন, ‘ধারাবাহিক নাটকের শীর্ষসংগীতের সুবিধাটা হচ্ছে, নাটকটি দীর্ঘদিন ধরে প্রচারিত হয়। এতে করে গানটিও অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছায়। আর গানটি যখন বেশিসংখ্যক শ্রোতা শোনে, তখন আনন্দটাও অনেক বেশি হয়।’ এদিকে ভালোবাসা দিবস সামনে রেখে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ গানের রেকর্ডিং শেষ হয়েছে। আটটি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। বাপ্পা মজুমদার ও মুশফিক লিটুর সংগীতায়োজনে সব কটি গানের কথা ও সুর আমার।’
শফিক তুহিনের আগের অ্যালবামগুলো হলো: ‘স্বপ্ন এবং তুমি’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘শফিক তুহিন ডট কম’ ও ‘পাগলামী’।
নাটকের শীর্ষসংগীত ও একক অ্যালবামের কাজের পাশাপাশি শফিক তুহিন বেশ কটি চলচ্চিত্রেও কাজ করছেন। এগুলো হলো: শাহীন সুমনের ‘অন্য রকম ভালোবাসা’, মনতাজুর রহমান আকবরের ‘অগ্নি’, জাহাঙ্গীর হোসেন রাজের ‘এর বেশি ভালোবাসা যায় না’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, এবং পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’।
নাটকঃ নিশিগন্ধা
গানঃ ওরে মন তুই শুধু উড়ে যাস রে / তুই জানিস তুই কি যে চাস রে ...
রচনা ও পরিচালনাঃ কামাল খান । চ্যানেল নাইন । নভেম্বর ২০১২
কন্ঠঃ চন্দনা মজুমদার । গীতিকারঃ অনুরুপ আইচ ও কামাল খান । সুর ও সঙ্গীতঃ মোশতাক আহমেদ
প্রথমবারের মতো নাটকের সূচনা সঙ্গীতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার। গানটির শিরোনাম হচ্ছে, 'ওরে মন তুই শুধু উড়ে যাসরে, তুই জানিস তুই কি যে চাসরে'। গানটি ধারাবাহিক নাটক 'নিশিগন্ধা'য় ব্যবহৃত হচ্ছে। গানের কথা লিখেছেন, গীতিকার অনুরুপ আইচ ও কামাল খান। সঙ্গীত পরিচালনা করেছেন মোশতাক আহমেদ। ইতিমধ্যেমই সূচনা সঙ্গীতটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 'নিশিগন্ধা' রচনা ও পরিচালনা করেছেন কামাল খান। ভ্রাম্যমান পতিতাদের নিয়ে নাটকটির গল্প গড়ে উঠেছে। সূচনা সঙ্গীতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, 'গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেকারনেই সূচনা সঙ্গীতটিতে কণ্ঠ দিতে রাজি হয়েছিলাম। আশা করছি, গানটি দর্শকশ্রোতাদের ভালোলাগবে। 'নিশিগন্ধা' চ্যানেল নাইনে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি চন্দনা মজুমদার তার স্বামী কণ্ঠশিল্পী কিরন চন্দ্র রায়ের সঙ্গে দ্বৈতভাবে একটি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে এটি খুব শিগগিরই প্রকাশিত হবে।
নাটকঃ প্রজ্ঞা পারমিতা
গানঃ ফেলে আসা একমুঠো দিন/ভালোবাসা স্বপ্নেরও ঋণ/স্মৃতির পাতা অমলিন
রচনা ও পরিচালনাঃ মাতিয়া বানু শুকু । এটিএন বাংলা । অক্টোবর ২০১২
কন্ঠঃ সুমী । গীতিকারঃ জনি হক । সুর ও সঙ্গীতঃ চিরকূট ব্যান্ড
চিরকুট ব্যান্ডের বয়স এখন দশ বছর। দুই বছর আগে আধখানা মিউজিক থেকে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। সম্প্রতি নূরুল আলম আতিক পরিচালিত ‘যাদুর শহর’ ধারাবাহিকের সূচনা সঙ্গীত তৈরি করে দারুণ সাড়া পেয়েছে চিরকুট। নাটকটি প্রচার হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে। ব্যান্ডটি এবার তৈরি করেছে মাতিয়া বানু শুকুর লেখা ও তার পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’র সূচনা সঙ্গীত। এতে কণ্ঠ দিয়েছেন চিরকুটের গীতিকার-গায়িকা সুমী। এর কথা লিখেছেন জনি হক। গানের কয়েকটি লাইন এমন ‘ফেলে আসা একমুঠো দিন/ভালোবাসা স্বপ্নেরও ঋণ/স্মৃতির পাতা অমলিন/সময় যতটা বিলীন/খোলা হাওয়া জানে কি তা/জানে প্রজ্ঞা পারমিতা…’। নতুন গানটি প্রসঙ্গে চিরকুটের সুমী বলেছেন, “এটি মিষ্টি একটি গান। একটি মেয়ের দৃষ্টিভঙ্গি থেকে গানটি তৈরি হয়েছে। এতে তার জীবনের কিছু গল্পের ছাপ পাওয়া যাবে। ‘প্রজ্ঞা পারমিতা’ শিরোনামের গানটিও ‘জাদুর শহর’-এর মতোই জনপ্রিয় হবে, এ নিয়ে আমরা ব্যান্ডের সব সদস্যই আশাবাদী।”
পরিচালক মাতিয়া বানু শুকু জানান, ১০৪ পর্বের ধারাবাহিক ‘প্রজ্ঞা পারমিতা’র দৃশ্য ধারণ শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। এতে প্রজ্ঞা চরিত্রে অভিনয় করবেন সানজিদা প্রীতি। অভিনয়শিল্পী তালিকায় ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা কয়েকজন অভিনেত্রীও আছেন। নির্মাণ সূত্রে জানা গেছে, নাটকটি তৈরি হচ্ছে এটিএন বাংলায় প্রচারের জন্য।
এদিকে চিরকুট এখন নিজেদের নতুন অ্যালবামের কাজ করছে। ব্যান্ডটির লাইনআপ : সুমী-কণ্ঠ ও গীতিকার, পিন্টু ঘোষ-কণ্ঠ, বেহালা ও বাঁশি, ইমন-গিটার, রোকন ইমন-বেজ গিটার ও পাভেল-ড্রামস।
পরিচালক মাতিয়া বানু শুকু জানান, ১০৪ পর্বের ধারাবাহিক ‘প্রজ্ঞা পারমিতা’র দৃশ্য ধারণ শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। এতে প্রজ্ঞা চরিত্রে অভিনয় করবেন সানজিদা প্রীতি। অভিনয়শিল্পী তালিকায় ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা কয়েকজন অভিনেত্রীও আছেন। নির্মাণ সূত্রে জানা গেছে, নাটকটি তৈরি হচ্ছে এটিএন বাংলায় প্রচারের জন্য।
এদিকে চিরকুট এখন নিজেদের নতুন অ্যালবামের কাজ করছে। ব্যান্ডটির লাইনআপ : সুমী-কণ্ঠ ও গীতিকার, পিন্টু ঘোষ-কণ্ঠ, বেহালা ও বাঁশি, ইমন-গিটার, রোকন ইমন-বেজ গিটার ও পাভেল-ড্রামস।
নাটকঃ জীবনের রঙ
গানঃ আমাদের সংসারে কত রঙিন স্বপ্ন উড়ে/গড়ে উঠে কখনও রূপকথার গল্প
রচনা ও পরিচালনাঃ মঈন খান । ১৭ সেপ্টেম্বর ২০১২
কন্ঠঃ ফাহমিদা নবী । গীতিকারঃ হৃদয় । সুর ও সঙ্গীতঃ ফরিদ আহমেদ
ফরিদ আহমেদের সুর ও সঙ্গীতায়োজনে দুই বছর পর আবারও নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী। গত ১৭ সেপ্টেম্বর ফরিদ আহমেদের নিজস্ব স্টুডিও ‘রেস’-এ গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। মঈন খান রুপি রচিত ও নির্দেশিত ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘জীবনের রঙ’-এর জন্য সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন হৃদয়। গানের কথা হচ্ছে - ‘আমাদের সংসারে কত রঙিন স্বপ্ন উড়ে, গড়ে উঠে কখনও রূপকথার গল্প’। ফরিদ আহমেদের সুর ও সঙ্গীতায়োজনে আবার সূচনা সঙ্গীতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘প্রতিটি গানে কণ্ঠ দেয়ার আগে মানসিকভাবে এক ধরনের প্রস্তুতি থাকে আমার। তবে সূচনা সঙ্গীতে কণ্ঠ দেয়ার ক্ষেত্রে প্রস্তুতিটা বেশি থাকে। গানটি গাইতে পেরে আমার অনেক ভালো লেগেছে।’ ফরিদ আহমেদ বলেন, ‘ফাহমিদা আপার গায়কী স্টাইলের কথা মাথায় রেখেই সুর করেছি। অনেক চমৎকার গেয়েছেন তিনি। নিজে তৃপ্ত না হওয়া পর্যন্ত তিনি গানটি রেকর্ডিংয়ে যথেষ্ট সময় দিয়েছেন।’ এর আগে ২০১০ সালের প্রায় শেষের দিকে ফরিদ আহমেদের সুরে ফাহমিদা নবী মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মেঘের আড়ালে’ ধারাবাহিক নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন।
টিভি চ্যানেলঃ এশিয়ান টিভি
কণ্ঠঃ রুনা লায়লা । গীতিকারঃ মাহমুদ মানজুর । সুর ও সঙ্গীতঃ ইবরার টিপু । জুন ২০১২
টিভি চ্যানেলের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। রোববার রাতে সুরকার ও সঙ্গীত পরিচালক ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। রুনা লায়লা সর্বশেষ ১৫ বছর আগে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সূচনা-সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন। এ প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে রুনা লায়লা জানান, গানের কথা ও সুরের কারুকাজে মুগ্ধ হয়েই তিনি গানটিতে কণ্ঠ দিতে সম্মত হয়েছেন। ইবরার টিপু বলেন, 'রুনা লায়লার মতো আন্তর্জাতিক মানের একজন শিল্পীর সঙ্গে কাজ করাটা সবার জন্যই সৌভাগ্যের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমি রুনা লায়লার সঙ্গে কাজ করলাম। বছর দুয়েক আগে চ্যানেল আইয়ের একটি কাজ রুনা লায়লার সঙ্গে করার সৌভাগ্য হয়েছিল। তবে সেটি মৌলিক গান ছিল না। কিন্তু এটি মৌলিক গান। তাই আনন্দের পরিমাণটাও অনেক বেশি।' সঙ্গীতাঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই রুনা লায়লা দক্ষতার ছাপ রেখেছেন। চলচ্চিত্র, গজল ও আধুনিক গানে তিনি সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ ছাড়া ভারত ও পাকিস্তানেও তিনি তুমুল জনপ্রিয়।
নাটকঃ বৌমা
পরিচালনাঃ শামীম ফেরদৌস । জুন ২০১২
কণ্ঠঃ কনকচাঁপা । গীতিকারঃ শহীদুল্লাহ ফরায়েজী । সুর ও সঙ্গীতঃ ফরিদ আহমেদ
ধারাবাহিক নাটকের সূচনা সঙ্গীত কন্ঠ দিলেন জনপ্রিয় গায়িকা কনকচাঁপা। শামীম ফেরদৌসের রচনায় ১০৪ পর্বের এই ধারাবাহিকটির নাম ‘বৌমা’। সূচনা সঙ্গীত লিখেছেন নন্দিত গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী। ফরিদ আহমেদের সুর ও সঙ্গীত পরিচালনায় মঙ্গলবার ঢাকার ইস্কাটন রোডের একটি স্টুডিওতে এই থিম সংয়ে কন্ঠ দেন কনকচাঁপা। সূচনা সঙ্গীত সম্পর্কে কনকচাঁপা বলেন, বর্তমানে নাটকের সূচনা সঙ্গীত বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। অনেক সময় সূচনা সঙ্গীত নাটকের দর্শকপ্রিয়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া শহিদুল্লাহ ফরায়েজী অত্যন্ত বড় মাপের একজন গীতিকার। তার লেখা অধিকাংশ গানই শ্রোতাদের হৃদয় কেড়েছে। আশা করি বৌমা নাটকের এই সূচনা সঙ্গীত র্শকের হৃদয় স্পর্শ করবে।”উল্লেখ্য, তারিকুল ইসলামের পরিচালনায় ‘বৌমা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনিরা ইউসুফ মেমি, আজিজুল হাকিম, সামস সুমন, মিতানূর, কাকলি, সোহান খান, লায়লা হাসান, ড. ইনামুল হকসহ অনেকে।
নাটকঃ হৃদয়ে একলা পাখি
গানঃ এক মুহূর্তেই বোঝাপড়া/এক মুহূর্তেই দ্বন্দ্ব/অভিমানের পর্দা টেনে/মনের দুয়ার বন্ধ
পরিচালনাঃ মোহন খান । ২ ফেব্রুয়ারী ২০১২
কণ্ঠঃ তপন চৌধুরী । গীতিকারঃ কবির বকুল । সুর ও সঙ্গীতঃ ফরিদ আহমেদ
দীর্ঘপ্রবাস জীবন ছেড়ে গত এক বছর ধরে দেশেই স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। স্টেজে-টিভিতে নিয়মিত গাওয়ার পাশাপাশি এখন তিনি নিজের নতুন একক নিয়ে দারুণ ব্যস্ত। এরই ফাঁকে সম্প্রতি তপন চৌধুরী একটি ধারাবাহিক নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। মোহন খান পরিচালিত ধারাবাহিকটির নাম 'হৃদয়ে একলা পাখি'। গানের কথা হচ্ছে 'এক মুহূর্তেই বোঝাপড়া, এক মুহূর্তেই দ্বন্দ্ব, অভিমানের পর্দা টেনে, মনের দুয়ার বন্ধ, অবসরের অখ- দিন একলা বসে থাকি- হৃদয়ে একলা পাখি'। ফরিদ আহমেদের সুরে গানের কথা লিখেছেন কবির বকুল। গত ০২ ফেব্রুয়ারি রাত ১০টায় ফরিদ আহমেদের ঢাকার নিউ ইস্কাটনের নিজস্ব স্টুডিও 'রেশে' গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই প্রথম অন্য কোনো সঙ্গীত পরিচালকের সঙ্গীতায়োজনে নাটকের সূচনা সঙ্গীত গাইলেন তপন চৌধুরী। এর আগে তিনি নিজেই অরুণ চৌধুরী পরিচালিত 'গাইড' নাটকের সূচনা সঙ্গীত গেয়েছিলেন। নাটকটি প্রায় চার বছর আগে এনটিভিতে প্রচারিত হয়। উল্লেখ্য, মোহন খান পরিচালিত 'হৃদয়ে একলা পাখি' নাটকে অভিনয় করেছেন শোয়েব, শাহেদ, বিন্দু, নওশীন, হিমু, রওনক হাসান, সাবাবা মোহন, মাসুদ আলী খান, নাসিমা খান, শহীদ আলমগীরসহ আরো অনেকে। গাংচিল প্রযোজিত এ নাটকটি চলতি মাসের শেষ সপ্তাহে আরটিভিতে প্রচার শুরু হবে। নাটকটি রচনা করেছেন পরিচালক নিজেই। এর ৩০ পর্ব পর্যন্ত শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকঃ গৃহ বিবাদ
গানঃ এই দুনিয়া পাগলের কারখানা
রচনা ও পরিচালনাঃ আবু সাইয়ীদ সরকার । ২০১২
কণ্ঠঃ মমতাজ । গীতিকারঃ আবু সাইয়ীদ সরকার । সুর ও সঙ্গীতঃ ফরিদ আহমেদ
জনপ্রিয় শিল্পী মমতাজ প্রথমবারের মতো গৃহ বিবাদ নামে একটি ধারাবাহিক নাটকের সূচনা সঙ্গীত গাইছেন। গানটির শিরোনাম হচ্ছে- এই দুনিয়া পাগলের কারখানা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ সরকার। সূচনা সঙ্গীতটিও তিনি লিখেছেন। এর সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ফরিদ আহমেদ। এই গান প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, নাটকটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এ নাটকের প্রয়োজনে আধ্যাত্মিক একটা গান করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে। উলে¬খ্য, ফরিদ আহমেদের সুর ও সঙ্গীতে প্রথমবারের মতো দেশবরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা (ফেরারি সাইরেন) ও সাবিনা ইয়াসমীন (জলকণা) নাটকে সূচনা সঙ্গীত গেয়েছিলেন।