শিক্ষামূলক প্রকাশনা
প্রকাশিত হয়েছে বাংলাপিডিয়ার নতুন সংস্করন। এটি প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত গবেষণা প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি। এর আগে ২০০৩ সালে দশ খন্ডে এটি প্রথম প্রকাশিত হয়। এবার দ্বিতীয় সংস্করণ ১৪ খন্ডে প্রকাশিত হয়েছে। প্রথম সংস্করন বাংলা, ইংরেজি, অনলাইন ও ডিভিডি আকারে প্রকাশিত হয়েছিল। নতুন সংস্করনও পাওয়া যাবে এই চারটি মাধ্যমে। প্রথম ও দ্বিতীয় দুটি সংস্করনেরই প্রধান সম্পাদক ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশ্বের অন্যান্য খ্যাতনামা এনসাইক্লোপিডিয়ার মতো বাংলাপিডিয়াতেও পাওয়া যাবে ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পরিবেশ-প্রকৃতি, নদ-নদী, সমাজ অর্থনীতি, রাষ্ট্র-রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, প্রশাসন, ধর্ম ও জাতি, ব্যক্তিত্ব, জেলা ও উপজেলার মানচিত্র এবং তথ্যসহ সব ধরনের তথ্য এবং আলোকচিত্র। বাংলাপিডিয়ার এই তথ্য সংগ্রহ ও সম্পাদনার কাজ করেছেন দেশী-বিদেশী এক হাজার ৩৫০ জন গবেষক। এর মধ্যে ১১২ জন বিদেশী লেখক। লেখক ও গবেষকরা সবাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন। নতুন সংস্করনের ১৪টি খন্ডে মোট ভুক্তি সংখ্যা ৬ হাজার ৭৭০। প্রথম সংস্করনে ছিল ৫ হাজার ৬০০। প্রতি খন্ডে গড় পৃষ্ঠা ৪৮২টি। ছবি, ছক, মানচিত্রসহ চাররঙা এই বাংলাপিডিয়া ভালো মানের কাগজে ছাপানো ও সর্বোচ্চ মানের বাঁধাই করা। বাংলা ১৪ খন্ডের দাম দশ হাজার, ইংরেজি ১৪ খন্ডের দাম ১২ হাজার ও ডিভিডি ১০০ টাকা। তবে এই ডিসেম্বর মাসের জন্য ৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে নতুন এই বাংলাপিডিয়া। আগামী ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে নতুন এই বাংলাপিডিয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। মোড়ক উন্মোচনের দিনে ৬০ শতাংশ ছাড়ে কেনা যাবে।
বিবিসি জানালা
ইংরেজি শেখার সিডি
জি সিরিজ
কোয়ান্টাম মেথড সিডি
quantummethod.org.bd/publications
সিডি কিনুন কিংবা ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন