প্রবাসী প্রকাশনা
অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসী শিল্পীরা সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। অধিক ক্ষেত্রেই নিজ উদ্যোগে প্রবাসী শিল্পীদের কেউ কেউ এ্যালবামও বের করছেন দেশ এবং দেশের বাইরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। অধিকাংশ প্রবাসী শিল্পীরা এ্যালবাম না বের করলেও দেশীও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে অবদান রাখছেন। অন্যদিকে অনেক প্রতিষ্ঠিত স্বনামধন্য শিল্পীও প্রবাসী হয়েছেন। তাদের সকলের কর্মপ্রচেষ্টাকে আমরা তুলে ধরবার চেষ্টা করবো।
প্রবাসী প্রকাশনার তথ্য সংগ্রহের কাজ চলছে, এছাড়াও আগ্রহীরা যে কোন এ্যালবাম সম্পর্কিত তথ্য আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।
প্রবাসী প্রকাশনার তথ্য সংগ্রহের কাজ চলছে, এছাড়াও আগ্রহীরা যে কোন এ্যালবাম সম্পর্কিত তথ্য আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।
প্রবাসী প্রকাশনা প্রতিষ্ঠান
০. ডিস্কো রেকর্ডিং (নিউইয়র্ক)
বাংলাদেশের প্রথম ক্যাসেট, সিডি ও ডিভিডি প্রকাশক ০. মুক্তধারা (নিউইয়র্ক) ০. আড্ডা রং (নিউইয়র্ক) |
স্বত্তাধিকারীঃ মোহাম্মদ শাহীন
.... |
প্রবাসী সুরকার ও সঙ্গীত পরিচালক
০. নাদিম আহমেদ
০. ফুয়াদ আল মুক্তাদির ০. রাজীব রহমান |
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র |
বর্তমানে নিউইয়র্কে
বর্তমানে বাংলাদেশে বর্তমানে নিউইয়র্কে |
প্রবাস থেকে প্রকাশিত প্রবাসী শিল্পীদের এ্যালবাম
০. বেষ্ট অফ এম এ শোয়েব (দেশের প্রথম অডিও)
০. নাসির আহমেদ অপু - এই মন ০. আবু মোহম্মদ রুমী - উদাসী ০. কৌশলী ইমা - জেন্টেলম্যান ০. রাজিত - শুভ্র মেঘ ০. আলোর পরশ - মিশ্র ০. শামীম আরা আফিয়া - ঝলমলে চাঁদ ০. আমিয়া মতিন (৯ টি এ্যালবাম) ০. কৌশলী ইমা - আমলনামা ডট কম ০. তাজুল ইমাম ০. দুলাল ভৌমিক ০. সাওজীব |
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র অষ্ট্রেলিয়া জাপান মার্কিন যুক্তরাষ্ট্র অষ্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র |
১৯৮১
১৭ অক্টোবর ২০১০ ২ জুন ২০১২ ২৪ মার্চ ২০১২ ফেব্রুয়ারী ২০১২ জুলাই ২০১১ ১১ জুলাই ২০১০ ২০০৬ - ২০১০ ডিসেম্বর ২০০৮ |
বাংলাদেশ ও কোলকাতা থেকে প্রবাসী শিল্পীদের প্রকাশিত এ্যালবাম
০. এম এ শোয়েব - তুমি শুধু তুমি
০. চঞ্চল মণ্ডল - চোখের দেয়াল ০. মিকি মান্নান - মেঘলা মেঘলা এই দিনে ০. শিরিন - দিলহারা ০. আখতার জাহান (৩ টি এ্যালবাম) ০. Still Confuzed - নেটওয়ার্কের বাইরে ০. ইমতিয়াজ আহমদ - অধরা মাধুরীর ছন্দোবন্ধনে ০. পলবাশা সিদ্দিকী - ভালোবাসি তাই ০. মালা - মালা ০. লিকুইড সিলভার ০. আরিফ রানা - রংকরা পুতুল ০. কৌশলী ইমা - মাটির মানুষ ০. লিটন শেখ - যাযাবর মন ০. পরশ মনি - দুই দুয়ারী মন ০. সাউদ চৌধুরী - আমি যে গান গাই ০. শিরিন - মাতোয়ালী ০. টি. ডব্লিউ. সৈনিক ০. রাহাত শান্তনু - স্বপ্নের শুরু ০. BIM - জলজ খেলা ০. তাহমীনা শহীদ |
মার্কিন যুক্তরাষ্ট্র
অষ্ট্রেলিয়া যুক্তরাজ্য অষ্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র অষ্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র অষ্ট্রেলিয়া যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অষ্ট্রেলিয়া অষ্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র |
সান রেকর্ড - এপ্রিল ২০১৩
ইমপ্রেস - ২৮ ডিসেম্বর ২০১২ এশিয়া ভয়েস সঙ্গীতা - ডিসেম্বর ২০১২ সরগম - ১ মার্চ ২০১২ গীতালি - ১৮ এপ্রিল ২০১২ P&M Rec - ৭ জানুয়ারী ২০১২ ফাহিম মিউজিক - জুন ২০১১ ডেডলাইন মিউজিক - নভেম্বর ২০১১ জি সিরিজ - ২০১১ বেঙ্গল মিউজিক - মার্চ ২০১০ ইমপ্রেস অডিও - নভেম্বর ২০১০ লেজার ভিশন - নভেম্বর ২০১০ লেজার ভিশন - নভেম্বর ২০০৯ জি সিরিজ - ফেব্রুয়ারী ২০০৯ লেজার ভিশন - নভেম্বর ২০০৯ একাধিক মিশ্র এ্যালবাম জি সিরিজ - ৮ আগষ্ট ২০১১ |
প্রবাস থেকে প্রকাশিত বাংলাদেশী শিল্পীদের এ্যালবাম
১. আজম খান
২. কুমার বিশ্বজিত ৩. ফেরদৌস ওয়াহিদ ৪. এন্ড্রু কিশোর ৫. স্বরণীয় জুয়েল ৬. উইনিং ৭. সাবিনা ইয়াসমিন ৮. শাহনাজ রহমুতুল্লাহ ৯. মাইলস ১০. রেজওয়ানা চৌধুরী বন্যা ১১. মিতা হক |