বাংলাদেশে প্রতি মাসেই কম বেশী গানের এ্যালবাম বের হয়। আর উৎসব উপলক্ষ্যের সময়গুলোতে প্রকাশিত এ্যালবামের সংখ্যা অগনিত। কিন্তু অধিকাংশ এ্যালবামের তথ্য শ্রোতাদের অজানা থেকে যায়। সেই কারনে অনেক ভালো শিল্পীর এ্যালবামও প্রচারনার অভাবে শ্রোতাদের কাছে পৌছায় না। আমাদের এই সাইটের মূল উদ্দেশ্যই দেশের প্রকাশিত গানের এ্যালবামের খবর শ্রোতাদের জানানো যাতে শ্রোতারা এ্যালবামটি সংগ্রহ করতে আগ্রহী হন।
দেশকে ভালোবাসুন, ভালোবাসুন নিজের দেশের গানকে দেশের সঙ্গীত শিল্পকে বাঁচাতে এগিয়ে আসুন আসল গানের এ্যালবাম কিনুন