চলচ্চিত্রের গান ও ভিডিও
অক্টোবর ২০১২
নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে
মাসুদ পথিকের নেকাব্বরের মহাপ্রয়ান চলচ্চিত্রটি সম্পর্কে আরো জানতে ক্লিক করুন |
পুশান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'টেলিভিশন'। চলচ্চিত্রটি এ বছরের শেষের দিকে মুক্তি পাবে। আর ২২ অক্টোবর ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে এসেছে ছবির অডিও অ্যালবাম। সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, হৃদয় খান, অর্ণব ও ব্যান্ড চিরকুট। গান লিখেছেন কবীর বকুল, মারজুক রাসেল, শারমীন সুলতানা সুমি, রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলি। কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, পিন্টু ঘোষ, শারমীন সুলতানা সুমি, অর্ণব, হৃদয় খান, নির্ঝর, লুৎফর হাসান, ন্যান্সি ও মিলন। গানের শিরোনাম_'ভাবনার রেলগাড়ি', 'কানামাছি', 'হাওয়া', 'আয়না মহল', 'গোলমাল' ও 'পথ'। এরই মধ্যে গানগুলো রেডিও ফুর্তি ও ফেসবুকের মাধ্যমে প্রচারের কারণে শ্রোতাদের বিশেষ নজর কেড়েছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত এক অনুষ্ঠানের মাধ্যমে অডিও অ্যালবামটি মুক্তি দেওয়ার কথা থাকলেও পুশান ফেস্টিভ্যাল থেকে ফিরে স্বল্প সময়ে প্রস্তুতি সম্পন্ন করা যায়নি বলে সেই আনুষ্ঠানিকতা বাদ দেওয়া হয়েছে। অডিও অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, 'যাঁরা আমাদের ভালোবাসেন, আমাদের কাজ পছন্দ করেন, তাঁরা নানা সময়ে আমার ছবি বা গানের সিডি-ডিভিডি কিনে হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখে আমাকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হিসেবে তৈরি করেছেন। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। পাশাপাশি আমার আহ্বান, তাঁরা যেন বাজার থেকে দেখে-বুঝে আসল সিডিটা কেনেন। কারণ আসল সিডি কেনা মানেই আমাদের পরবর্তী কাজে কনট্রিবিউট করা।' আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকীর রচনা এবং মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী প্রমুখ।