দিবসের গান
বিজয় দিবস ২০১২
গানঃ পূবের আকাশে সুর্যের হাসি,উড়ছে সবুজ লাল
কথাঃ আফজাল হোসেন । সুর ও সঙ্গীতঃ সজীব
কন্ঠঃ সামিনা চৌধুড়ি,কনা,সজীব ও তার দল । প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজন করা হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। তবে বদলে যাচ্ছে উপস্থাপনা। আর পুরো আয়োজনে থাকছে আফজাল হোসেনের সক্রিয় ভূমিকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত বিজয় প্রত্যেক বাঙালির বিজয়। তাই মানুষের সঙ্গে আরো সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ বছর থেকে একটি থিম নিয়ে উদ্যাপন করা হবে বিজয় দিবস। এ বছরের থিম 'বিজয় থেকে বিজয়ে'। আফজাল হোসেন বলেন, "১৯৭১ সালে বিজয় পেয়েছি বলেই আমরা স্বাধীন। এ বিজয়ের কারণেই আমরা প্রতিনিয়ত কোনো না কোনো বিজয় অর্জন করছি। তাই এবারের থিম রাখা হয়েছে 'বিজয় থেকে বিজয়ে'।" এবারের থিম নির্ধারণসহ বিজয় দিবসের গানটিও লিখেছেন আফজাল হোসেন। সুর করেছেন তানভীর আলম সজীব। গানটি গেয়েছেন সামিনা চৌধুরী, কণা, তানভীর আলম সজীব ও তাঁর দল। এরই মধ্যে গানটির প্রচার শুরু হয়েছে। সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন আফজাল হোসেন। গানটিতে মডেল হয়েছেন নোবেল ও মৌ। আফজাল হোসেন বলেন, 'দর্শকরা সাধারণত টেলিভিশনে গান শুনতে গিয়ে সঙ্গে একটি গ্ল্যামারস মিউজিক ভিডিও দেখে অভ্যস্ত। তাই দেশের গান হলেও মিউজিক ভিডিওতে গ্ল্যামারটা সংযোগ করা হয়েছে দর্শকের আলাদা মনোযোগ আকর্ষণের লক্ষ্যে।' আফজাল হোসেন জানান, এবারের বিজয় দিবস সামনে রেখে একটি লোগো তৈরি করা হয়েছে। লোগো নির্বাচনসহ যাবতীয় আয়োজন তত্ত্বাবধান করছে নবম ঢাকা পদাতিক ডিভিশন, সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে এ লোগো পরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে তিন বাহিনী প্রধানসহ অনেকেই এ লোগো পরিধান করছেন। আশা করা হচ্ছে, ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানন্ত্রীকেও এই লোগো পরিয়ে দেওয়া হয়।
- কালের কণ্ঠ
- কালের কণ্ঠ
গানঃ জন্ম থেকে দেখছি মাগো তোমার প্রিয় মুখ, লাল সবুজের পতাকায় আমার যত সুখ
কথাঃ এ মিজান । কন্ঠ,সুর ও সংগীতঃ ইবরার টিপু । প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপু আবারও একটি দেশের গানে কণ্ঠ দিলেন। তবে এই প্রথম টিপু পূর্ণাঙ্গভাবে কোনো দেশের গানে এককভাবে কণ্ঠ দিলেন। এর আগে তিনি বিভিন্ন শিল্পীদের সাথে দেশের গানে কণ্ঠ দিয়েছেন। 'জন্ম থেকে দেখছি মাগো তোমার প্রিয় মুখ, লাল সবুজের পতাকায় আমার যত সুখ' শিরোনামে গানটির কথা লিখেছেন সাংবাদিক এ মিজান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইবরার টিপু। গত সপ্তাহে ইবরার টিপু তার নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। গানটি বিজয় দিবস উপলক্ষ্যে এনটিভির জন্য নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই গানটির ভিডিওর কাজও শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভ্র। গানটি বিজয় দিবসে এনটিভিতে প্রচার হবে। এ সম্পর্কে ইবরার টিপু বলেন, 'প্রত্যেকেই দেশকে অনেক ভালোবাসে। আমিও আমার দেশকে ভালোবাসি। যতদিন বেঁচে থাকব, দেশকে ভালোবেসে ভালোকিছু করে যাওয়ার চেষ্টা করব। গানটি অনেক ভালো হয়েছে।' এদিকে মিজান খুব অল্প সময়েই ভালো গীতিকবিতা লিখে একজন গীতিকার হিসেবে বেশ সমাদৃত হয়েছেন। দেশের গান লেখা প্রসঙ্গে এ মিজান বলেন, ' আসলে দেশের প্রতি প্রতিটি নাগরিকেরই অন্যরকম ভালোলাগা আছে। কেউ তা প্রকাশ করতে পারে। কেউ তা পারেনা। আমি চেষ্টা করেছি আমার ভেতরকার ভালোলাগাটুকু প্রকাশ করতে। আশাকরি শ্রোতাদের গানটি ভালোলাগবে।'
গানঃ আমাদের আছে বিশ্বাস, আছে প্রেরণা, দুয়ের মিলনে আর বাধা কোন রবেনা
কথাঃ সানাউল হক । সুরঃ আমিরুল মোমেনিন মানিক
শিল্পীঃ আগুন, আসিফ, পুলক ও লিজা । প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
আমাদের আছে বিশ্বাস, আছে প্রেরণা, দুয়ের মিলনে আর বাধা কোন রবেনা.. একটি বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও চ্যানেলে ফিলার এর জন্য সমবেত কণ্ঠে দেশের গান গাইলেন চার কণ্ঠশিল্পী। সানাউল হকের কথা ও আমিরুল মোমেনিন মানিক এর সুরে এই সমবেত সঙ্গীতে কণ্ঠ দিলেন আগুন, আসিফ, পুলক ও লিজা। ধানমন্ডির সেলিব্রিটি সাউন্ডল্যাবে এই সমবেত দেশের গানটি রেকর্ড করা হয়। বিশেষ এই গান প্রসঙ্গে সুরকার মানিক বলেন,'গানটি সমবেত কণ্ঠে একটি দেশের গান। মুলত জাপানে বাঙালী কমিউনিটির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এদেশের প্রতি মানুষের দেশপ্রেম বোঝাতেই এই গানটি তৈরী করা। সবমিলিয়ে গানটি এক অনন্য দেশ মাতৃকার গান হয়েছে। দশদিক নামের একটি জাপান ভিত্তিক সংগঠনের উদ্যোগেই এই গানটি ধারন করা হচ্ছে। একই সাথে গানটি এই বিজয়ের মাসে বিভিন্ন চ্যানেলেও ফিলার হিসেবে প্রচার হবে।'
উল্লেখ্য, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আসিফ কোন দেশের গানে কণ্ঠ দিলেন। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন,'অনেকদিন পর দেশের গান গাইলাম। ভাল লাগলো। গানের কথা, সুর সঙ্গীত মিলিয়ে ভাল লেগেছে বলেই গাইতে এলাম। প্রফেশনালী যেহেতু গান গাইছিনা। এখন থেকে বেছে বেছে ভাল কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই। - ইত্তেফাক
উল্লেখ্য, এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আসিফ কোন দেশের গানে কণ্ঠ দিলেন। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন,'অনেকদিন পর দেশের গান গাইলাম। ভাল লাগলো। গানের কথা, সুর সঙ্গীত মিলিয়ে ভাল লেগেছে বলেই গাইতে এলাম। প্রফেশনালী যেহেতু গান গাইছিনা। এখন থেকে বেছে বেছে ভাল কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই। - ইত্তেফাক