একক - পুরুষ
ডিসেম্বর ২০১২
কথাঃ মুহাম্মদ মাহাবুব মুহসীন । সুর ও সঙ্গীতঃ হাবিব
হাবিব ওয়াহিদের চতুর্থ একক অ্যালবাম ‘স্বাধীন’ আগামী ১৫ ডিসেম্বর বাজারে এসেছে। কিন্তু কথা ছিল, ১২.১২.১২ তারিখে বাজারে আসবে হাবিবের চতুর্থ একক ‘স্বাধীন’। হঠাৎ এমন সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে হাবিব বলেন, ‘আমার প্রস্তুতি ছিলো ১২.১২.১২ তারিখে এ অ্যালবামের মোড়ক খোলার। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করলাম। তাই ১৫ ডিসেম্বর অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ১২.১২.১২ তারিখে এবিসি রেডিওতে মুক্তি পায় ‘স্বাধীন’।
উল্লেখ্য, গত ছ`মাস ধরে হাবিব ঘোষণা দিয়ে আসছিলেন `১২-১২-১২` শীর্ষক তারিখে প্রকাশ করবেন নিজ সংগীত ক্যারিয়ারের বিশেষ একক অ্যালবাম `স্বাধীন`। সে লক্ষ্যে ঠিক একমাস আগে ১২ নভেম্বর অ্যালবামটি প্রকাশ পেয়েছিল বাংলালিংক মিউজিক স্টেশনে।
উল্লেখ্য, গত ছ`মাস ধরে হাবিব ঘোষণা দিয়ে আসছিলেন `১২-১২-১২` শীর্ষক তারিখে প্রকাশ করবেন নিজ সংগীত ক্যারিয়ারের বিশেষ একক অ্যালবাম `স্বাধীন`। সে লক্ষ্যে ঠিক একমাস আগে ১২ নভেম্বর অ্যালবামটি প্রকাশ পেয়েছিল বাংলালিংক মিউজিক স্টেশনে।
সম্প্রতি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান রিঙ্গার থেকে এসেছে এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল তরুণ গায়ক সফিকের প্রথম একক অ্যালবাম `মায়াবী আকাশ নীল`। সাঈফ মাসুম ফিচারিং এ অ্যালবামে একটি গানে সফিকের সাথে দ্বৈত কণ্ঠ দিলেন সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা ন্যান্সি। দেলোয়ার আরজুদা শরফের লেখা `ভালোবাসার ইচ্ছে` শিরোনামে গানটির শিরোনাম হচ্ছে `হাজার বছর ধরে`। গানটির সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। রোমান্টিক ধাঁচের এই গান নিয়ে শিল্পী সফিক বাংলানিউজকে বলেন, `এ সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি করা। আর এ ভাবনা থেকেই এখানে আমার সাথে ন্যান্সিকে গাইয়েছি। গানের কথা ও সুর-সঙ্গীতে শ্রোতারা মুগ্ধ হবেন এমনটিই আমার বিশ্বাস।` ন্যান্সি ও সফিকের গাওয়া এই গানটি ছাড়াও অ্যালবামে শ্রোতারা শুনতে পাবেন এবং আমি, নাটাই ছেঁড়া ঘুড়ি, ময়না গো, ও মেয়ে শোন, চাঁদ জোছনা, মা ইত্যাদি শিরোনামের গানগুলো।
ইমপ্রেস অডিওভিশনের তত্ত্বাবধানে বের হলো প্রবাসী শিল্পী চঞ্চল মণ্ডলের একক অডিও অ্যালবাম ‘চোখের দেয়াল’। অ্যালবামটিতে রয়েছে আটটি গান। গানগুলো হলো, আজ সারাদিন উদাসীন, তোমার সঙ্গে দেখা হবার কথা ছিল বাদল দিনে, চোখের দেয়ালে কুয়াশা, আহা মরি মরি একি রূপ ধরি, পাখিরে সোনার খাঁচার পাখি করে ডাকাডাকি, আমি কি যে ভালবাসি হয়তো জানো না, ঘুরে মরি হেথা সেথা বুকে না জানি কিসের ব্যথা, সে তো অনেক দিনের পরে আজ তোমার সাথে দেখা...। গান লিখেছেন আভা মুখার্জি (মুম্বই), নিয়াজ আহমেদ অংশু, ওয়াজীহ রাজীব এবং মৃণাল কান্তি ঘোষ। সুর করেছেন নিয়াজ আহমেদ ও গৌরব ভাসওয়ালী (মুম্বই) মেলডি এন্ড কোংয়ের সৌজন্যে এটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে আছে ইমপ্রেস অডিওভিশন। এ অডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষে ২৮শে ডিসেম্বর বিকালে চ্যানেল আই ভবনের রুফটপে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগীতশিল্পী সুবীর নন্দী, ইন্দ্রমোহন রাজবংশী, সুরকার শেখ সাদী খান, চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং মেলডির পক্ষে শংকর সরকার।