মিউজিক ভিডিও
ডিসেম্বর ২০১২
কণ্ঠশিল্পী কনার ভিডিও অ্যালবামের ভিন্ন রকম এক প্রকাশনা হয়ে গেল ৩ ডিসেম্বর সোমবার। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কনার ভিডিও অ্যালবামের মোড়ক খোলা হয়। লাল গালিচায় হেঁটে অতিথিরা কনার অ্যালবামের মোড়ক খোলা অনুষ্ঠানে যোগ দেন। কনার প্রথম পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওর অ্যালবামটির নাম ‘সিম্পলি কনা— দ্য মিউজিক ভিডিও অ্যালবাম’। অ্যালবামে গান রয়েছে মোট নয়টি। গানগুলোর শিরোনাম হলো ধিমতানা, যাই ভুলে যাই, অপেক্ষা, ভুল, পাহারা, প্রিয় যাই যাই বলো না, নীলপরী, জাস্ট ওয়ান ক্লিক ও ইওর লাভ।
মিউজিক ভিডিও অ্যালবামটি প্রসঙ্গে কনা বলেন, ‘অ্যালবাম প্রকাশের অনেক আগে থেকেই সবার কাছে খরচের দিকটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আসলে আমার কাছে টাকার বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি চেয়েছিলাম শ্রোতাদেরকে ভালোমানের একটি মিউজিক ভিডিও উপহার দিতে।
কনা আরও বলেন, ‘একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম তৈরির পরিকল্পনা আমার অনেক দিনের, শুধু অ্যালবাম হলেই হবে না, সেটি হতে হবে সবার পছন্দের। ভালো মিউজিক ভিডিও তৈরির জন্য যা যা প্রয়োজন ছিল, তার সবই করেছি।’
আনুষ্ঠানিকতা শেষে কনার ভিডিও অ্যালবামের গানগুলো উপস্থিত সবাই উপভোগ করেন।
কনার ভিডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন সংগীত পরিচালক ইরাজ। এছাড়া বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন আসিফ, শওকত আলী ইমন, ইবরার টিপু, ফারহানা নিশো, ইমন, নিরব, নির্ঝর, কিশোর, সাব্বির, কোনাল, ঝিলিক, রাখি এবং নির্মাতা গাজী শুভ্র ও শুভব্রত সরকারসহ আরো অনেকে।
কনার গানের মিউজিক ভিডিয়োগুলোর নির্মাতারা হলেন গাজী শুভ্র, সুবব্রত সরকার, ডিলন ডি সিলভা ও চামিন। অ্যালবামের গানগুলোতে মডেল হয়েছেন নোবেল, নিরব ও রাখী। কাজ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়।
মিউজিক ভিডিও অ্যালবামটি প্রসঙ্গে কনা বলেন, ‘অ্যালবাম প্রকাশের অনেক আগে থেকেই সবার কাছে খরচের দিকটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আসলে আমার কাছে টাকার বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি চেয়েছিলাম শ্রোতাদেরকে ভালোমানের একটি মিউজিক ভিডিও উপহার দিতে।
কনা আরও বলেন, ‘একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম তৈরির পরিকল্পনা আমার অনেক দিনের, শুধু অ্যালবাম হলেই হবে না, সেটি হতে হবে সবার পছন্দের। ভালো মিউজিক ভিডিও তৈরির জন্য যা যা প্রয়োজন ছিল, তার সবই করেছি।’
আনুষ্ঠানিকতা শেষে কনার ভিডিও অ্যালবামের গানগুলো উপস্থিত সবাই উপভোগ করেন।
কনার ভিডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন সংগীত পরিচালক ইরাজ। এছাড়া বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন আসিফ, শওকত আলী ইমন, ইবরার টিপু, ফারহানা নিশো, ইমন, নিরব, নির্ঝর, কিশোর, সাব্বির, কোনাল, ঝিলিক, রাখি এবং নির্মাতা গাজী শুভ্র ও শুভব্রত সরকারসহ আরো অনেকে।
কনার গানের মিউজিক ভিডিয়োগুলোর নির্মাতারা হলেন গাজী শুভ্র, সুবব্রত সরকার, ডিলন ডি সিলভা ও চামিন। অ্যালবামের গানগুলোতে মডেল হয়েছেন নোবেল, নিরব ও রাখী। কাজ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়।