উৎসবের গান
ঘুড়ি উৎসব ২০১২
|
প্রমিথিউস ব্যান্ডের ‘বাকাট্টালোট’ শিরোনামের গানটি প্রথম প্রকাশিত হয় প্রমিথিউস ২০০০ অ্যালবামে। ২০১২ তে হয়ে যাওয়া ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে গানটির নতুন সংগীতায়োজন করেছে প্রমিথিউস। অ্যালবাম আকারে নয়, গানটি প্রকাশ করা হয়েছে ডিজিটাল প্রযুক্তিতে। গানটি পাওয়া যাবে প্রমিথিউসের ওয়েবসাইটে (www.prometheusbd.com)।
প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব বললেন, ‘ঘুড়ি উৎসব আমাদের অনেক পুরোনো সংস্কৃতি। এই উৎসব উদ্যাপন করার জন্য “প্রমিথিউস” তাদের নেট আউটলেটে “বাকাট্টালোট” গানটি নতুন করে শ্রোতাদের জন্য বিনা মূল্যে প্রকাশ করছে।’
প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব বললেন, ‘ঘুড়ি উৎসব আমাদের অনেক পুরোনো সংস্কৃতি। এই উৎসব উদ্যাপন করার জন্য “প্রমিথিউস” তাদের নেট আউটলেটে “বাকাট্টালোট” গানটি নতুন করে শ্রোতাদের জন্য বিনা মূল্যে প্রকাশ করছে।’