একক - নারী
আগষ্ট ২০১২
কণ্ঠশিল্পী নির্ঝরের প্রথম একক অ্যালবাম 'পোড়ামুখী' প্রকাশিত হয় ২০০৩ সালে। ২০০৫ সালে আসে দ্বিতীয় একক 'সূর্যমুখী'। দুটি অ্যালবামেরই সুর করেছিলেন বাসু। ছয় বছরেরও বেশি সময় পর ঈদ সামনে রেখে নিজের তৃতীয় একক নিয়ে আসছেন এই গায়িকা। ৪ আগস্ট 'স্বপ্নমুখী' নামের এ অ্যালবামটি বাজারে ছাড়বে সিডি চয়েস। পরদিন আয়োজন করা হয়েছে অ্যালবামটির মোড়ক উন্মোচনের। আগের দুই অ্যালবাম 'পোড়ামুখী' ও 'সূর্যমুখী' টাইটেল গান দুটির রিমেক ভার্সনসহ এই অ্যালবামে মোট ১২টি গান রাখছেন নির্ঝর। দুটি গানে নির্ঝর দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরানের সঙ্গে। গানের কথা লিখেছেন বাসু, আফরোজা নিজামী, টি আই অন্তর, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, গুঞ্জন চৌধুরী, মাহমুদ আকাশ, আপেল মাহবুব, এমদাদ প্রমুখ। একটি গানের সুর করেছেন নির্ঝর নিজেই। চারটি গানের সুর ও সংগীত বাসুর। দুটি করেছেন হৃদয় খান। বাকি ছয়টি গানের সংগীত ও পাঁচটি গানের সুর করেছেন সেরাকণ্ঠখ্যাত ইমরান। নির্ঝর বলেন, 'অ্যালবামটির কথা-সুর-সংগীত সবকিছুতে নানা বৈচিত্র্য রাখার চেষ্টা করছি। এতে রোমান্টিক গান যেমনি রয়েছে তেমনি বিহর এবং দেশাত্মবোধক গানও রয়েছে।
২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী ঝুমার অ্যালবাম ঝুম ১.এবার সময়োপযোগী আধুনিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ঝুমা। তরুণ সঙ্গীত পরিচালক জেকের সুর ও সঙ্গীতায়োজনে ঝুমার এই অ্যালবামটির নামকরণ করা হয়েছে ‘ঝুম-১’।
ঝুমার এই গানের এ্যালবামটি একসাথে দুই বাংলার শ্রোতাদের হাতে আসছে। রবিবার সিডি চয়েজের ব্যানারে বাংলাদেশের শ্রোতারা ঝুমার এই এ্যালবামটি বাজারে পাবেন। অন্যদিকে আগামী সপ্তাহ থেকে কলকাতায় গাগা মিউজিকের এর ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে। অ্যালবামে মোট গান রয়েছে ১০টি।সাতটি গান লিখেছেন প্রিন্স আলম। বাকি তিনটি গান লিখেছেন শহীদুল ইসলাম শহীদ, ফেরারী ফরহাদ ও রবিউল ইসলাম জীবন।‘যাবে না ফুরিয়ে’ গানে ঝুমার সাথে গেয়েছেন সঙ্গীত পরিচালক জেকে এবং ‘লায়লা’ গানটিতে ঝুমার সাথে গেয়েছেন এস আই টুটুল।
এ্যালবামের বাকি গানগুলো হচ্ছে চলো না ঐ নীলিমায়, ভ্রম্যচারী, উড়াল পাখি, দরদীয়া, থেমে যায়, চোখেরই জলে, কত জল, পোড়া বাঁশি। ঝুমা বলেন, ‘চেষ্টা করেছি সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে ভালো কিছু গান করতে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।সঙ্গীত পরিচালক জেকে বলেন , ‘আমার বিশ্বাস, দুই বাংলাতেই ঝুমার গাওয়া গান শ্রোতাদের পছন্দ হবে। আমি সত্যিই খুব আশাবাদী। উল্লেখ্য, ২০০৮ সালের ছোট্ট সেই ঝুমা এখন ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী।মূলত ঝুমা উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী। খুব ছোটবেলায় ঝুমা গান শিখেছেন ওস্তাদ কেশব ঘোষ এবং স্বপন গোস্বামীর কাছে। আর এখন তালিম নিচ্ছেন অনিল কুমার সাহার কাছে।
ঝুমার এই গানের এ্যালবামটি একসাথে দুই বাংলার শ্রোতাদের হাতে আসছে। রবিবার সিডি চয়েজের ব্যানারে বাংলাদেশের শ্রোতারা ঝুমার এই এ্যালবামটি বাজারে পাবেন। অন্যদিকে আগামী সপ্তাহ থেকে কলকাতায় গাগা মিউজিকের এর ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে। অ্যালবামে মোট গান রয়েছে ১০টি।সাতটি গান লিখেছেন প্রিন্স আলম। বাকি তিনটি গান লিখেছেন শহীদুল ইসলাম শহীদ, ফেরারী ফরহাদ ও রবিউল ইসলাম জীবন।‘যাবে না ফুরিয়ে’ গানে ঝুমার সাথে গেয়েছেন সঙ্গীত পরিচালক জেকে এবং ‘লায়লা’ গানটিতে ঝুমার সাথে গেয়েছেন এস আই টুটুল।
এ্যালবামের বাকি গানগুলো হচ্ছে চলো না ঐ নীলিমায়, ভ্রম্যচারী, উড়াল পাখি, দরদীয়া, থেমে যায়, চোখেরই জলে, কত জল, পোড়া বাঁশি। ঝুমা বলেন, ‘চেষ্টা করেছি সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে ভালো কিছু গান করতে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।সঙ্গীত পরিচালক জেকে বলেন , ‘আমার বিশ্বাস, দুই বাংলাতেই ঝুমার গাওয়া গান শ্রোতাদের পছন্দ হবে। আমি সত্যিই খুব আশাবাদী। উল্লেখ্য, ২০০৮ সালের ছোট্ট সেই ঝুমা এখন ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী।মূলত ঝুমা উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী। খুব ছোটবেলায় ঝুমা গান শিখেছেন ওস্তাদ কেশব ঘোষ এবং স্বপন গোস্বামীর কাছে। আর এখন তালিম নিচ্ছেন অনিল কুমার সাহার কাছে।
৮ আগস্ট সন্ধ্যা ঢাকার একটি রেস্টুরেন্টে ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার প্রথম একক অ্যালবাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট ১’ প্রকাশিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত করেছেন আরেক কণ্ঠশিল্পী তৌসিফ। এর আগে তৌসিফ অন্যের দু’একটি গানে সুর সংগীত করলেও এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ অ্যালবামের ফিচারিং করলেন। ঈদকে সামনে রেখে অ্যালবামটি বাজারে এনেছে ‘জি সিরিজে’র অঙ্গ প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’।
অ্যালবামে গানগুলো লিখেছেন তৌসিফ, আই.আর সুজন, ফয়সাল রাব্বীকিন, মিলন, রবিউল ইসলাম জীবন ও সারোয়ার সুমন। অ্যালবামের ‘মন’ শিরোনামের দ্বৈত গানে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ। অন্য গানগুলো হল ‘একি মায়া’, ‘জানলেনা তুমি’, ‘নেশা নেশা’, ‘খেয়ালে’, ‘প্রজাপতি মন’, ‘যাও পাখি’, ‘মেঘের মিতালী’, ‘পাড়া পড়শী’।এদিকে লিজা জানিয়েছেন, এরই মধ্যে এই অ্যালবামের ‘নেশা নেশা’ গানের ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটির মূল মডেল হিসেবে কাজ করেছেন প্রিয়াংকা। পাশাপাশি লিজাও অংশ নিয়েছেন।
অ্যালবামে গানগুলো লিখেছেন তৌসিফ, আই.আর সুজন, ফয়সাল রাব্বীকিন, মিলন, রবিউল ইসলাম জীবন ও সারোয়ার সুমন। অ্যালবামের ‘মন’ শিরোনামের দ্বৈত গানে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ। অন্য গানগুলো হল ‘একি মায়া’, ‘জানলেনা তুমি’, ‘নেশা নেশা’, ‘খেয়ালে’, ‘প্রজাপতি মন’, ‘যাও পাখি’, ‘মেঘের মিতালী’, ‘পাড়া পড়শী’।এদিকে লিজা জানিয়েছেন, এরই মধ্যে এই অ্যালবামের ‘নেশা নেশা’ গানের ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটির মূল মডেল হিসেবে কাজ করেছেন প্রিয়াংকা। পাশাপাশি লিজাও অংশ নিয়েছেন।
২০০৮ সালের ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগীতার বিজয়িনী ঝিলিক। ২০০৯ সালে বাজারে আসে তাঁর প্রথম একক অ্যালবাম ‘আমার কি দোষ’। এরপর দীর্ঘ বিরতি ভেঙ্গে এবার ঈদে নিজের দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন ঝিলিক। নিজের নামের সঙ্গে মিল রেখেই অ্যালবামটির নাম রেখেছেন তিনি ‘ঝিলিক’। একটি গানের দ্বৈত ভার্সনসহ এতে গান থাকবে ৯টি।
এই দীর্ঘ বিরতিতে অ্যালবাম প্রকাশ প্রশঙ্গে ঝিলিক বলেন, ‘পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে সঙ্গীতে সেই অর্থে সময় দিতে পারিনি। মাঝে কয়েকটি প্লেব্যাক এবং নাটকের গানে কণ্ঠ দিলেও নতুন একক এককের কাজ করতে পারিনি। এবার অনেক সময় নিয়ে গানগুলোতে কণ্ঠ দিয়েছি। কথা, সুর ও সংগীতায়োজন সব কিছুতেই বৈচিত্র্য আনা হয়েছে। গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, মিথিলা ইবরার, ফয়সাল রাব্বিকীন ও জুয়েল মোর্শেদ সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, সন্ধি, মাহমুদ সানী ও সাজিদ সরকার। একটি গানে ঝিলিকের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।গানগুলোর শিরোনাম ‘নীল আকাশ’, ‘তারই কথা’, ‘বেলি’, ‘ধ্রুবতারা’, ‘সত্যি জানি না’, ‘তোমার জন্য’, ‘বাতাসের চোখ’ ও ‘চুপিচুপি’। ‘ঝিলিক’ এসেছে লেজার ভিশনের ব্যানারে। ১২ আগষ্ট থেকে বাজারে এসেছে অ্যালবামটি।
এই দীর্ঘ বিরতিতে অ্যালবাম প্রকাশ প্রশঙ্গে ঝিলিক বলেন, ‘পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে সঙ্গীতে সেই অর্থে সময় দিতে পারিনি। মাঝে কয়েকটি প্লেব্যাক এবং নাটকের গানে কণ্ঠ দিলেও নতুন একক এককের কাজ করতে পারিনি। এবার অনেক সময় নিয়ে গানগুলোতে কণ্ঠ দিয়েছি। কথা, সুর ও সংগীতায়োজন সব কিছুতেই বৈচিত্র্য আনা হয়েছে। গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, মিথিলা ইবরার, ফয়সাল রাব্বিকীন ও জুয়েল মোর্শেদ সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, সন্ধি, মাহমুদ সানী ও সাজিদ সরকার। একটি গানে ঝিলিকের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।গানগুলোর শিরোনাম ‘নীল আকাশ’, ‘তারই কথা’, ‘বেলি’, ‘ধ্রুবতারা’, ‘সত্যি জানি না’, ‘তোমার জন্য’, ‘বাতাসের চোখ’ ও ‘চুপিচুপি’। ‘ঝিলিক’ এসেছে লেজার ভিশনের ব্যানারে। ১২ আগষ্ট থেকে বাজারে এসেছে অ্যালবামটি।
নব্বই দশকের রেডিও ও টেলিভিশন শিল্পী পারভিন কামাল নিয়ে এলো তার একক অ্যালবাম 'মনে পরে'। অ্যালবামটিতে গান রয়েছে মোট ১০টি এবং অ্যালবামটি বের হচ্ছে রেডিও তুফানের ব্যানারে। কণ্ঠশিল্পী পারভিন কামালের একক অ্যালবামটির সঙ্গে প্রথম ৫০০ জনকে দেওয়া হচ্ছে ১০টি গানের সমন্বয়ে ভিডিও সিডি। গানগুলো কম্পোজ করেছেন ডিরেক্টর মাসুম। পারভিন কামাল বলেন, 'প্রথমেই সৃষ্টিকর্তা মহান আল্লাহকে জানাই অশেষ ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় শিল্পী উপলক্ষে এবং সেই সঙ্গে রেডিও তুফানের যারা এই সাহসী উদ্যোগ নিয়েছে।