আধুনিক
জুলাই ২০১২
শুকনো ফুল। এতে ৮টি আধুনিক গান থাকছে। গানের গীতিকার কলিমউদ্দিন। গানের সুর ও কম্পোজিশন করেছেন শাহনুর রেজা। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী পল্লবী সাহা। ১৯ মে ছায়ানট রিসোর্স সেন্টারের স্টুডিওতে গানের রেকর্ডিং শুরু হয়েছে। গীতিকার তার অনুভূতি প্রসঙ্গে বলেন, দেশের শিল্পীদের শ্রোদ্ধা, আমাদের সংস্কৃতি আরও প্রসারতা লাভের সুযোগ ও নতুন শিল্পীদের সুযোগ করে দেয়ায় এই ক্যাসেটের কাজে হাত দেয়া। প্রথম অবস্থায় আমি হাওয়ায় বসে, মন চায়, শুকনো ফুল, এ তিনটি গানের কাজ শুরু করেছি। গানের সুরকার শাহনুর রেজা ২০০৪ সালে ঢাকা বেতারের সঙ্গে সম্পৃক্ত হন। শিল্পী পল্লবী সাহার বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীতে বসবাস করছেন। সেখানে তিনি ওস্তাদ কানু মোহন গোস্বামীর কাছে হাতেখড়ি নেন। বাবা পরিমল চন্দ্র সাহা পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব।