নিজের কথা, সুর ও সঙ্গীতায়োজনে নতুন আরেকটি মিশ্র অ্যালবাম তৈরি করলেন প্রিন্স মাহমুদ। এর নাম রাখা হয়েছে ‘অপরাজিতা’। এখানে গেয়েছেন কুমার বিশ্বজিৎ , ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, তাহসান, তপু, পারভেজ, এলিটা, ন্যান্সি, মাহাদি, এহসান রাহী ও রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের পলাশ । তাদের মধ্যে প্রিন্স মাহমুদের সুরে তাহসান ও তপু প্রথমবার গেয়েছেন। এতে আছে মোট ৮টি গান, এর মধ্যে তিনটি দ্বৈত। গানগুলোর শিরোনামথ ‘ভুবন ডাঙার হাসি’, ‘আঙুল’, ‘কার কাছে যাই’, ‘পেন্সিলে পৃথিবী’, ‘আমাকে দিয়ে কিচ্ছু হবে না’, ‘তুমি আছো বলে’, ‘একলা তুমি আমি’ এবং ‘ক্ষমা’। এখানে ‘অপরাজিতা’ নামে কোনো গান নেই। তাহলে অ্যালবামের নাম দেওয়া হলো কেন উত্তরে প্রিন্স মাহমুদ বলেছেন, “কিছু সময় আসে, যখন অ্যালবাম তৈরির পর মনে হয় এ নামটা দেওয়া যায়। এই অ্যালবাম তৈরির পর মনে হয়েছে গানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘অপরাজিতা’ নামটি দেওয়া যেতে পারে। শ্রোতারা সব গান শুনলে বুঝবেন কেন এ নামটি দিয়েছি।
এদিকে ‘অপরাজিতা’ অ্যালবামে তপু ও ন্যান্সির গাওয়া ‘ভুবন ডাঙার হাসি’ গানটির রিংটোন পাওয়া যাচ্ছে সব মুঠোফোনে। অ্যালবামটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘আশা করছি, সব গানই ভালো লাগবে শ্রোতাদের। এর মধ্যে কয়েকটি গান কোনো কোনো শিল্পীর জন্য নতুন ধরনের মনে হবে। সব গানই হালকা মেজাজের।
এবারের ঈদ উপলক্ষে ‘অপরাজিতা’ বাজারে এনেছে জি-সিরিজ।
এদিকে ‘অপরাজিতা’ অ্যালবামে তপু ও ন্যান্সির গাওয়া ‘ভুবন ডাঙার হাসি’ গানটির রিংটোন পাওয়া যাচ্ছে সব মুঠোফোনে। অ্যালবামটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘আশা করছি, সব গানই ভালো লাগবে শ্রোতাদের। এর মধ্যে কয়েকটি গান কোনো কোনো শিল্পীর জন্য নতুন ধরনের মনে হবে। সব গানই হালকা মেজাজের।
এবারের ঈদ উপলক্ষে ‘অপরাজিতা’ বাজারে এনেছে জি-সিরিজ।