শাস্ত্রীয়
ডিসেম্বর ২০১২
৫ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ-এর নির্দিষ্ট রাগ আশ্রয়ে সুরারোপিত অধ্যাপক আলীম মাহমুদের ‘চর্যাগান’ শিরোনামে ডিভিডি সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অতিথি হিসেবে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদি মহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, কবি ও গবেষক ড. মাহবুব সাদিক প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকী।
এদিকে এ বিষয়ে স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন বলেন, ‘স্বপ্নদলের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক আলীম মাহমুদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাপক গবেষণার মাধ্যমে তাতে নির্দিষ্ট রাগ অনুযায়ী সুর ও কণ্ঠ প্রদান করে ২৫টি পদের একটি ডিভিডি অ্যালবাম তৈরি করেছেন।’
‘চর্যাপদ’ ১৯০৯-এ নেপাল রাজদরবার থেকে আবিষ্কৃত এবং দুই বাংলার প্রখ্যাত গবেষকগণের দ্বারা প্রমাণিত যে, খ্রিস্টিয় সপ্তম শতকে রচিত এবং নির্দিষ্ট রাগ উল্লেখ সম্বলিত চর্যার পদগুলো মূলত এক-একটি গান এবং তা অভিনয় সহযোগে পরিবেশিত হতো। কিন্তু, উল্লিখিত রাগ অনুযায়ী গানগুলোর কোনো সুর বর্তমানে পাওয়া যায় না। অধ্যাপক আলীম মাহমুদ চর্যাকারগণের উল্লেখকৃত রাগ অনুযায়ী তাতে সুর প্রদান ও উচ্চাঙ্গ মান বজায় রেখে ডিভিডি অ্যালবামটি তৈরি করেছেন, যা ইতোমধ্যেই দুই বাংলার সংশিষ্ট শিক্ষক-গবেষক-অনুরাগীসহ বোদ্ধামহলে ব্যাপক আলোড়ন তুলতে সমর্থ হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অতিথি হিসেবে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদি মহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, কবি ও গবেষক ড. মাহবুব সাদিক প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকী।
এদিকে এ বিষয়ে স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন বলেন, ‘স্বপ্নদলের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক আলীম মাহমুদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাপক গবেষণার মাধ্যমে তাতে নির্দিষ্ট রাগ অনুযায়ী সুর ও কণ্ঠ প্রদান করে ২৫টি পদের একটি ডিভিডি অ্যালবাম তৈরি করেছেন।’
‘চর্যাপদ’ ১৯০৯-এ নেপাল রাজদরবার থেকে আবিষ্কৃত এবং দুই বাংলার প্রখ্যাত গবেষকগণের দ্বারা প্রমাণিত যে, খ্রিস্টিয় সপ্তম শতকে রচিত এবং নির্দিষ্ট রাগ উল্লেখ সম্বলিত চর্যার পদগুলো মূলত এক-একটি গান এবং তা অভিনয় সহযোগে পরিবেশিত হতো। কিন্তু, উল্লিখিত রাগ অনুযায়ী গানগুলোর কোনো সুর বর্তমানে পাওয়া যায় না। অধ্যাপক আলীম মাহমুদ চর্যাকারগণের উল্লেখকৃত রাগ অনুযায়ী তাতে সুর প্রদান ও উচ্চাঙ্গ মান বজায় রেখে ডিভিডি অ্যালবামটি তৈরি করেছেন, যা ইতোমধ্যেই দুই বাংলার সংশিষ্ট শিক্ষক-গবেষক-অনুরাগীসহ বোদ্ধামহলে ব্যাপক আলোড়ন তুলতে সমর্থ হয়েছে।