চলচ্চিত্রের গান ও ডিভিডি
সেপ্টেম্বর ২০১২
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্প অবলম্বনে নির্মিত 'চারুলতা' চলচ্চিত্রটি ডিভিডি আকারে প্রকাশ পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রকাশনা সংস্থা লেজার ভিশন। এক নিঃসঙ্গ নারীর প্রকৃতি চারুলতা। তাকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে। মেয়েটির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা গল্পটিকে ভিন্ন এক আবহে নিয়ে যায়। এ চরিত্রে অভিনয় করেছেন কুমকুম হাসান। এতে অন্য শিল্পীরা হলেন ইলিয়াস কাঞ্চন, মিতা নূর, সজল, সাগর, শহীদুল ইসলাম সাচ্চু। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মুন্নু। প্রযোজনা সূত্রে জানা যায়, দর্শক মহলে চলচ্চিত্রটির জনপ্রিয়তা রয়েছে। তাই ডিভিডি প্রকাশ হলো।
১৯ সেপ্টেম্বর বুধবার থেকে এফএম রেডিও স্টেশন রেডিও ফুর্তিতে শোনা যাবে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর গান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের সঙ্গে রেডিও ফুর্তির এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে এ ছবির গান প্রচার করবে রেডিও ফুর্তি।
‘টেলিভিশন’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, ন্যান্সি, হূদয় খান, নির্ঝর, পারভেজ ও লুত্ফর হাসান। ছবির গানগুলোর সুর ও সংগীতপরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, অর্ণব, চিরকুট ব্যান্ড ও হূদয় খান। গানের কথা লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, চিরকুট ব্যান্ড, রবিউল ইসলাম ও সোমেশ্বর অলি। ‘টেলিভিশন’-এর আবহসংগীত করেছেন আইয়ুব বাচ্চু।
‘টেলিভিশন’ ছবিটি ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী ছবি হিসেবে মনোনীত হয়েছে। মুক্তির আগেই ছবিটি জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। ‘টেলিভিশন’ ছবির চিত্রনাট্য লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও আনিসুল হক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা প্রমুখ।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ ছবিটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছিল।
‘টেলিভিশন’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, ন্যান্সি, হূদয় খান, নির্ঝর, পারভেজ ও লুত্ফর হাসান। ছবির গানগুলোর সুর ও সংগীতপরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, অর্ণব, চিরকুট ব্যান্ড ও হূদয় খান। গানের কথা লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, চিরকুট ব্যান্ড, রবিউল ইসলাম ও সোমেশ্বর অলি। ‘টেলিভিশন’-এর আবহসংগীত করেছেন আইয়ুব বাচ্চু।
‘টেলিভিশন’ ছবিটি ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী ছবি হিসেবে মনোনীত হয়েছে। মুক্তির আগেই ছবিটি জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। ‘টেলিভিশন’ ছবির চিত্রনাট্য লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও আনিসুল হক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা প্রমুখ।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ ছবিটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছিল।
‘ভালোবাসার রঙ’ সিনেমার অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। সিনেমার পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন, আগুন, ন্যান্সি, সায়মন, কণা, কিশোর, রন্টি ও মিলা। শাহীন-সুমন পরিচালিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এই সিনেমার অ্যালবামটি প্রকাশ করেছে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা।এ উপলক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, গানগুলো লিখেছেন কবির বকুল, জেসিকা আরফিন, সায়মন ও বিপ্লব কুমার সরকার। পাঁচটি গানের মধ্যে দু’টি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বাকি গানগুলোর সুর-সঙ্গীত করেছেন ইমন সাহা।অনুষ্ঠানে জানানো হয়েছে, বিভিন্ন রেডিওতে গানগুলো প্রচারের পর বেশ জনপ্রিয়তা পায়। ইতোমধ্যে মিলা ও সায়মনের গাওয়া আইটেম সং ‘প্রেম রসিয়া’সহ গভীরে, ভালোবাসার চেয়ে একটু বেশি, জানোকি তুমি ও মন এক এ মন গানগুলোও শ্রোতামহলে সাড়া জাগিয়েছে বলে তারা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, অভিনেত্রী মাহি, কণ্ঠশিল্পী কনা, পরিচালক সুমন ও জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূইয়া খালিদ। নতুন জুটি বাপ্পি ও মাহি ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান এবং মিজু আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, অভিনেত্রী মাহি, কণ্ঠশিল্পী কনা, পরিচালক সুমন ও জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূইয়া খালিদ। নতুন জুটি বাপ্পি ও মাহি ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান এবং মিজু আহমেদ।