নজরুল
আগষ্ট ২০১২
প্রখ্যাত সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর সহধর্মিণী ফারজানা আলী মিমি এবারের ঈদে সংগীতপ্রেমীদের উপহার দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের অ্যালবাম। অ্যালবামের নাম শান্তির সুর ও বাণী। একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এবং সাত রং মিউজিক পরিবেশিত এই অ্যালবামে ফারজানা আলী মিমির গাওয়া দশটি গান স্থান পেয়েছে। গানগুলো হচ্ছে- শোন শোন ইয়া ইলাহী আমারি মোনাজাত, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, খোদারও প্রেমে শারাবও পিয়ে, সে যে আমার কামলিওয়ালা, মোহাম্মদের নাম ,জপেছিলি বুলবুলি তুই আগে, নাম মোহাম্মদ বোলরে মন, হে নামাজি, আল্লাহকে পাইতে চায়, তৌহিদেরই মুরশিদ আমার মোহাম্মদের নাম এবং তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আলী আশরাফ। নজরুলের ইসলামী গান নিয়ে প্রকাশিত ‘শান্তির সুর ও বাণী’ অ্যালবাম প্রসঙ্গে ফারজানা আলী মিমি বলেন, আমার সৌভাগ্য যে আমি বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ইসলামী কিছু গান গাইতে পেয়েছি। শ্রোতাদের একটা অ্যালবাম উপহার দিতে পেরেছি। আমার বিশ্বাস, গানগুলো সংগীতপ্রেমীদের ভাল লাগবে এবং এতে করে আমি আরও ভাল গান গাইবার অনুপ্রেরণা পাবো। তিনি বলেন, সংগীতে আমার পথ প্রদর্শক হচ্ছেন এদেশের অন্যতম সেরা সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী। আমি তার দেখানো পথ ধরেই সংগীতে প্রতিষ্ঠিত হতে চাই।