• আমার গান
    • নতুন সংযোজন
    • হুমকির মুখে অডিও শিল্প
  • শিকড়ের গান
  • গানের গুনীজন
    • জন্ম ও মৃত্যু
    • জানেন কি?
  • গীতিকার সুরকার
  • সোনালী সময়ের গান
  • ..............
  • গানের গল্প
    • মা
    • দেশের গান
    • মুক্তিযুদ্ধের স্মৃতি
    • সাবিনা ইয়াসমিনের দেশের গান
    • আজম খানের গানের গল্প
    • ভালোবাসার ১০টি চলচ্চিত্রের গান
    • বৃষ্টি নিয়ে গানের গল্প
    • আধুনিক
    • চলচ্চিত্র
    • ব্যান্ড >
      • মেলায় যাই রে
    • সমকালীন
  • গান কোষ
    • সঙ্গীত ম্যাগাজিন
    • সঙ্গীত স্মারক
    • ব্যান্ডের টি শার্ট
    • মিউজিক ক্যাফে
  • গান আর গান
    • উৎসবের গান
    • দিবসের গান
    • ঘটনার গান >
      • কবির সুমন
      • বিপ্লবের গানে আজম খান
      • ইমা খানের গান
    • নাটকের গান ও সূচনা সঙ্গীত >
      • নাটকের গানের এ্যালবাম
  • গানের খবর
    • জানুয়ারী ২০১৩
    • ডিসেম্বর ২০১২
    • নভেম্বর ২০১২
    • অক্টোবর ২০১২
    • সাক্ষাতকার
  • গানের আসর
    • প্রকাশনা উৎসব জানুয়ারী ২০১৩
    • প্রকাশনা উৎসব ডিসেম্বর ২০১২
    • জানুয়ারী ২০১৩
    • ডিসেম্বর ২০১২
    • নভেম্বর ২০১২
    • অক্টোবর ২০১২
    • টিভিতে গানের অনুষ্ঠান
  • গান কিনুন
  • ..............
  • শাস্ত্রীয় সঙ্গীত
  • পপ ও ব্যান্ড সঙ্গীত
  • ..............
  • এ্যালবাম প্রকাশনা ২০১২
    • জুলাই ২০১২ >
      • উল্লেখযোগ্য এ্যালবাম জুলাই >
        • অজিত রায়
        • সুজিত মোস্তফা - অনেক বৃষ্টি ঝরে
        • সঞ্চিতা দত্ত - হৃদয়ের পটে
        • তারিন - আকাশ দেব কাকে
        • সানী জুবায়ের - কেন মেঘের ছায়া
      • দেশাত্মবোধক
      • নজরুল
      • রবীন্দ্র
      • লোকগীতি
      • চলচ্চিত্রের গান
      • শ্রুতিনাটক
      • আধুনিক
      • ব্যান্ড
      • একক ও মিশ্র
      • ধর্মীয়
      • মিউজিক ভিডিও
    • আগষ্ট ২০১২ >
      • উল্লেখযোগ্য এ্যালবাম আগষ্ট >
        • বাপ্পা - বেঁচে থাক সবুজ
        • পোশাক শিল্পীদের আমাদের গান
        • ভালোবাসি তোমাকে ২
        • পরস্পর ২
        • অপরাজিতা
        • এল.আর.বি - যুদ্ধ
      • নজরুল
      • রবীন্দ্র
      • আধুনিক >
        • দিলরুবা খান
      • চলচ্চিত্রের গান ও ভিডিও >
        • দূরবীন
      • প্রামান্যচিত্র
      • ছোটদের গান
      • ব্যান্ড
      • একক - নারী
      • একক - পুরুষ
      • যুগল
      • মিশ্র
      • ধর্মীয়
      • মিউজিক ভিডিও
    • সেপ্টেম্বর ২০১২ >
      • উল্লেখযোগ্য এ্যালবাম সেপ্টেম্বর >
        • বাদল দিনের পাখি - মিশ্র
        • জাগো বাংলাদেশ - পলিন
        • আবিদ শাহরিয়ার - হে বন্ধু হে প্রিয়
        • স্বপ্নের সীমানা
        • রানওয়ে
      • নজরুল
      • রবীন্দ্র
      • আধুনিক
      • চলচ্চিত্রের গান ও ভিডিও
      • ব্যান্ড
      • একক - নারী
      • একক - পুরুষ
    • অক্টোবর ২০১২ >
      • উল্লেখযোগ্য এ্যালবাম অক্টোবর >
        • রাজীব খান - এক আলোতে
        • এল আর বি - যুদ্ধ
        • ওয়ারফেজ - সত্য
        • নেকাব্বরের মহাপ্রয়ান
        • ব্যান্ড মিক্সড হাতিয়ার
        • তুমি সন্ধ্যাদীপের শিখা
        • Exploring Tagore with Piano
        • ভোরের শুকতারা
      • নজরুল
      • রবীন্দ্র
      • লোক সঙ্গীত
      • যন্ত্র সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত
      • আবৃত্তি
      • আধুনিক
      • চলচ্চিত্রের গান ও ভিডিও
      • ব্যান্ড
      • একক - নারী
      • একক - পুরুষ
      • মিশ্র
      • আন্তর্জাতিক প্রকাশনা
      • ধর্মীয়
    • নভেম্বর ২০১২
    • ডিসেম্বর ২০১২ >
      • তারেক মাসুদের গান
      • দেশাত্মবোধক >
        • জাগরনের গান ৪
      • শাস্ত্রীয়
      • লোক সঙ্গীত
      • নজরুল ও রবীন্দ্র
      • আবৃত্তি
      • ছোটদের গান
      • ১২.১২.১২ এ্যালবাম
      • চলচ্চিত্রের গান ও ডিভিডি
      • একক নারী
      • একক পুরুষ
      • মিশ্র
      • ব্যান্ড
      • মিউজিক ভিডিও
    • সালতামামি ২০১২
    • সঙ্গীতাঙ্গনের সাত সতেরো ২০১২
  • এ্যালবাম প্রকাশনা ২০১৩
  • আঞ্চলিক প্রকাশনা
  • প্রবাসী প্রকাশনা
    • ডিস্কো রেকর্ডিং
  • আন্তর্জাতিক প্রকাশনা
  • শিক্ষামুলক প্রকাশনা
  • ..............
  • আমাদের কথা
    • আমাদের শ্লোগান
    • আমাদের প্রতীক ও ব্যানার
    • আমাদের শিরোনাম সঙ্গীত
    • আমাদের অন্যান্য সাইট
  • Untitled

নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে
মাসুদ পথিকের

নেকাব্বরের মহাপ্রয়ান


Picture
নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত হচ্ছে জাতীয় অনুদান প্রাপ্ত চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়ান। নির্মান কাজ ইতিমধ্যেই প্রায় ৭০ ভাগ সমাপ্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুরোকাজ সমাপ্ত হবে বলে আশা করছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।  ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয় করছেন ১৫ জন কবি। এঁরা হলেন - নির্মলেন্দু গুণ, অসীম সাহা, অমিতাভ পাল, সৌমিত্র দেব, বদরুল হায়দার, সনজিব পুরোহিত, মাঈন মজুমদার, সিরাজ এহসান, তারেক মাহমুদ, আনজির লিটন, প্রানেশ চৌধুরী, দিলদার হোসেন, জহির বাপী, ফয়সাল শাহ, জাহেদ সারওয়ার ও মাসুদ পথিক। 

একজন কৃষকের জীবনকাহীনি নিয়ে ছবিটির গল্প নির্মিত হয়েছে। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- আসাদুজ্জামান নূর, প্রবীর মিত্র, বাদল শহীদ, জুয়েল জহির, কবি অসীম সাহা, সমু চৌধুরী, দুখু সুমন, লাবণ্য লিজা, ফারহানা সুখী, সৈয়দ জুবায়ের, শেখ শাহেদ আলী এবং এক হাজার গ্রামবাসী। ছবিটির গল্প সম্পর্কে কবি নির্মলেন্দু গুন জানান, আমার কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ অবলম্বনে চিত্রনাট্যটি তৈরী বরেছেন মাসুদ পথিক। পরিচালকও তিনি। ছবিটির কাহিনী গড়ে উঠেছে একজন ভূমিহীন প্রতিবাদী কৃষককে নিয়ে, তাঁর নাম নেকাব্বর। তিনি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন। অনেকের ধারণা ছিল তিনি মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন। কিন্তু তিনি মারা যাননি। তার মাথায় প্রচ- আঘাত পেয়ে তিনি স্মৃতি হারিয়ে ফেলেন। বহুদিন পর ফিরে আসলে পাগল বলে তাকে পাগলা গারদে রাখা হয়। কোন একদিন তিনি ঢাকায় এসে যেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই জায়গা খুঁজতে থাকেন। ঘুরতে ঘুরতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন কিন্তু চারদিকে গাছপালা দেখে বুঝতে পারে না কোথায় জাতির জনক ভাষণ দিয়েছিলেন। পরে লালনচর্চা কেন্দ্রে এসে দেখেন লেখা আছে কবি নির্মলেন্দু গুণের কবিতা। কবির সঙ্গে তার পূর্বে পরিচয় ছিল। কবিকে খুঁজতে খুঁজতে পেয়েও যান। কবি তাকে প্রথমদিকে চিনতে না পারলেও নাম শুনে চিনে ফেলেন। নেকাব্বর গ্রামের ফাতেমা নামে একটি মেয়েকে ভালবাসত। পরে জানতে পারল সে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সৈন্যদের কাছে ধর্ষিত হয়ে মারা গেছে। কিছুদিন পর নেকাব্বর ধুঁকে ধুঁকে মারা যায়। কবি নির্মলেন্দু গুণ দেখে পথে অনেক লোকের ভিড়। সবাই বলতে থাকে একজন লোক মারা গেছে। কবি কাছে গিয়ে দেখে সে আর কেউ নয়, কোন এক সময়ের প্রতিবাদী কৃষক নেতা নেকাব্বর। ছবিতে এভাবেই গল্পটা দাঁড় করানো হয়েছে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কবি বলেন, আগে কখনও এই ধরনের অভিনয় করিনি। চেষ্টা করছি ভাল করার জন্য। ভালই লাগছে। যে কোন কাজ নতুন করে করাই তো একটা নতুন অভিজ্ঞতা। বার বার একটি শট নিতে হচ্ছে এবং তাকে আবার ঘষা-মাজা করে অন্যরকম করা হচ্ছে। টেলিভিশন নাটকের মতো অত সহজ নয় চলচ্চিত্রে কাজ করা। 

শূটিংয়ের পর অনেক কিছুই পরিবর্তন করতে হয় এবং সংযোজনও করতে হয়। ছবিটির নির্মানশৈলী নিয়ে কবি বলেন, ‘নেকাব্বরের মহাপ্রয়ান’ নিয়ে আমি খুবই আশাবাদী। আমার যে কবিতাটি আছে এই ছবিটির প্রয়োজনে তাঁকে আরও সম্প্রসারিত করা হবে। ছবিটি এমনভাবে করা হচ্ছে, যা চলচ্চিত্রাঙ্গনে ছবির ক্ষেত্রে এক নতুন মাত্রা এনে দেবে। আমি মনে করি ছবির জগতে এটা একটি যুগান্তকারী চলচ্চিত্রে রূপ নেবে। ছবিটির চিত্রগ্রহণে আছেন অপু রোজারিও। সঙ্গীত পরিচালনায় আছেন ড. সায়েম রানা, বেলাল খান, প্রিন্স মাহমুদ ও মাহমুদ সেলিম। ছবিটিতে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, এস আই টুটুল, রিংকু, বেলাল খান, সফি মন্ডল, সুমনা বর্ধন।


নেক্কাবরের মহাপ্রয়ান
কবি নির্মলেন্দু গুন

নেকাব্বর জানে তাঁর সম্পত্তির হিসাব চাইতে আসবে না
কেউ কোনোদিন।
এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, ‘কী কইরা
পালবা আমারে,
তোমার কী আছে কিছু তেনা?’
সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু’হাতে বুকে পিষে
বলেছিল নেকাব্বর;
‘আছে, আছে, লোহার চাককার মতো দুটা হাত,
গতরে আত্তীর বল – আর কীডা চাস্ মাগী।’
‘তুমি বুঝি খাবা কলাগাছ?’
আজ এই গোধুলিবেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে
নেকাব্বর সহসা তাকালো ফিরে সেই কলাবাগানের গাঢ় অন্ধকারে।
তিরিশ বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস।
পাকস্থলি জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায়
সাজানো কদলীবন,’
যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায়
দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে।
কিন্তু সে কি ফিরে পাবে ফের?
ফাতেমার মতো ফাঁকি দিয়া সময় গিয়েছে ঢের চলে।
কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার।
বিনিময়ে দিয়ে দেছে ব্যাধি, জরা, দুর্বলতা, বক্ষে ক্ষয়কাশ-
অনাদরে, অনাহারে কবরে ডুবেছে সূর্য, ফাতেমার তিরিশ বছর।
এখন কোথায় যাবে নেকাব্বর?
হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি, কবর ফাতেমা-
কিন্তু তার শ্রম. তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিলো?
আজ এই গোধুলিবেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ,
মনে হলো হাবিয়া দোজখ – কেউ কি নেবে না তার এতটুকু দায়?
মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদুরে চলে যেতে, নেকাব্বর ভাবে,
অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন?
তবু যারা চায়, তারা কেন চায়? তারা কেন চায়? কেন চায়?
নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ ইস্টিশনে। তার পচা বাসী শব
ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে,
কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, – নেকাব্বর কিছুই বলে না।
Powered by Create your own unique website with customizable templates.