Exploring Tagore with Piano
রেজওয়ানা চৌধুরী বন্যা ও হৃদয়ানন্দ এ র্যামন
ইমপ্রেস অডিও ভিশন, অক্টোবর ২০১২
ইমপ্রেস অডিওভিশনের ব্যানারে বের হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও হৃদয়ানন্দ এ র্যামনের পিয়ানোর অনুষঙ্গে রবীন্দ্রনাথের গানের অডিও অ্যালবাম। অ্যালবামে গান রয়েছে মোট নয়টি। গানগুলো হলো- আমি চিনি গো চিনি তোমারে, তোমার হলো শুরু আমার হলো সারা, আনন্দধারা বহিছে ভুবনে, মন মোর মেঘের সঙ্গী, দিনান্তবেলায় শেষের ফসল, হৃদয় নন্দনবনে নিভৃত এ নিকেতনে, আমার মাথানত করে, ফুলে ফুলে ঢলে ঢলে, নতুন প্রাণ দাও, প্রাণসখা। উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বয়সে পিয়ানোর সঙ্গে গান গাইতে ভালবাসতেন। গেয়েছেনও প্রচুর। পিয়ানোর প্রতি ছিল তার দুর্বলতা। রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রনাথের বিভিন্ন ভাব, রস ও আঙ্গিকের বহু গান গেয়েছেন বিভিন্ন ধরনের যন্ত্রানুষঙ্গে। হৃদয়ানন্দ এ র্যামন একজন বিশিষ্ট সুরকার ও যন্ত্রশিল্পী। তিনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত নিয়ে কাজ করছেন। সুর সাধনার পথ বেয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন গান্ধর্বলোক অর্কেস্টারের একজন সক্রিয় সদস্য হিসেবে। এই অ্যালবামের গানগুলোতে রেজওয়ানা চৌধুরী বন্যা ও হৃদয়ানন্দ এ র্যামন পিয়ানোর অনুষঙ্গে রবীন্দ্রনাথের গানগুলোকে আবিষ্কার করার চেষ্টা করেছেন নতুন করে এবং তাতে যুক্ত করেছেন নতুনমাত্রা।