ভালোবাসি তোমাকে ২
৫ আগস্ট এয়ারটেলের সৌজন্যে বাজারে এসেছে সন্ধির দ্বিতীয় রেডিও মিউজিক্যাল ভালোবাসি তোমাকে ২। নতুন অ্যালবামের নানা দিক , গান ও অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিনি--
‘ভালোবাসি তোমাকে ২’ এর গল্প কী নিয়ে?
এই গল্প লিখেছেন ঊর্মি নূর বিনতে গিয়াস। ভাবনাটাও তাঁর। এটি একটি প্রেমের গল্প। এই গল্পে একসময় একটি মেয়ে দুর্ঘটনার শিকার হয়। এভাবেই গল্প এগিয়ে যায়। গল্পের ছেলে ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরেশ যাকের ও স্বাগতা। এই অ্যালবামের বাপ্পা মজুমদারের গাওয়া ‘প্রেরণার গান’টি প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে উৎসর্গ করা হয়েছে।
কতগুলো গান আছে? গানগুলো কী ধরনের?
কবিতাসহ সব মিলিয়ে গান আছে ১৩টি। গানগুলো লিখেছেন গ্যাব্রিয়েল সুমন, ঊর্মি নূর বিনতে গিয়াস, শাহান কবন্ধ, লিজেন ও সভ্যতা। এ ছাড়া একটি রবীন্দ্রসংগীত ও জালালগীতিও আছে এই অ্যালবামে। আসলে কখনো গল্প আগে তৈরি হয়, কখনো গান। একটি গান পাঁচ বছর আগে তৈরি করা ছিল। কোনোটা তিন বছর আগে লেখা ছিল। এবার সুর করেছি। এলিটা, মাহাদি, ইরেশ যাকের, মিফতাহ জামান, কুহু মান্নান, লিজেন রেযা, পলবাশা, সভ্যতা, জয়িতা, অভিক, আরিফুল হক, সোমা, সাকিব চৌধুরী, ব্যান্ড মহাকাল আর আমি গান গেয়েছি।
কেমন সাড়া পেলেন?
অ্যালবাম প্রকাশের আগে থেকেই রেডিও ফুর্তিতে গানগুলো প্রচারিত হয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি। গত রোজার ঈদে প্রথম রেডিও মিউজিক্যাল ভালোবাসি তোমাকে প্রকাশিত হয়। সেটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল। আশা করছি, এটিও হবে। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে গানগুলো করেছি। উচ্চাঙ্গ ঘরানার গানও আছে। আবার হাল সময়ের ছেলে-মেয়েদের ‘ক্রিং ক্রিং’ গানটি ভালো লাগবে। যেহেতু গল্পের প্রেক্ষাপটে গান হয়, তাই পুরোটা একবারে শুনলে মজা পাবে শ্রোতারা।
‘ভালোবাসি তোমাকে ২’ এর গল্প কী নিয়ে?
এই গল্প লিখেছেন ঊর্মি নূর বিনতে গিয়াস। ভাবনাটাও তাঁর। এটি একটি প্রেমের গল্প। এই গল্পে একসময় একটি মেয়ে দুর্ঘটনার শিকার হয়। এভাবেই গল্প এগিয়ে যায়। গল্পের ছেলে ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরেশ যাকের ও স্বাগতা। এই অ্যালবামের বাপ্পা মজুমদারের গাওয়া ‘প্রেরণার গান’টি প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে উৎসর্গ করা হয়েছে।
কতগুলো গান আছে? গানগুলো কী ধরনের?
কবিতাসহ সব মিলিয়ে গান আছে ১৩টি। গানগুলো লিখেছেন গ্যাব্রিয়েল সুমন, ঊর্মি নূর বিনতে গিয়াস, শাহান কবন্ধ, লিজেন ও সভ্যতা। এ ছাড়া একটি রবীন্দ্রসংগীত ও জালালগীতিও আছে এই অ্যালবামে। আসলে কখনো গল্প আগে তৈরি হয়, কখনো গান। একটি গান পাঁচ বছর আগে তৈরি করা ছিল। কোনোটা তিন বছর আগে লেখা ছিল। এবার সুর করেছি। এলিটা, মাহাদি, ইরেশ যাকের, মিফতাহ জামান, কুহু মান্নান, লিজেন রেযা, পলবাশা, সভ্যতা, জয়িতা, অভিক, আরিফুল হক, সোমা, সাকিব চৌধুরী, ব্যান্ড মহাকাল আর আমি গান গেয়েছি।
কেমন সাড়া পেলেন?
অ্যালবাম প্রকাশের আগে থেকেই রেডিও ফুর্তিতে গানগুলো প্রচারিত হয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি। গত রোজার ঈদে প্রথম রেডিও মিউজিক্যাল ভালোবাসি তোমাকে প্রকাশিত হয়। সেটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল। আশা করছি, এটিও হবে। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে গানগুলো করেছি। উচ্চাঙ্গ ঘরানার গানও আছে। আবার হাল সময়ের ছেলে-মেয়েদের ‘ক্রিং ক্রিং’ গানটি ভালো লাগবে। যেহেতু গল্পের প্রেক্ষাপটে গান হয়, তাই পুরোটা একবারে শুনলে মজা পাবে শ্রোতারা।