আমাদের শ্লোগান
"আমার দেশ আমার গান
পাইরেসীর বিরুদ্ধে রুখে দাড়ান"
শ্লোগানঃ রাশেদ । রচনাকালঃ ২৩ ডিসেম্বর ২০১২
ভাবনা
বাংলাদেশ আমার ও আমাদের দেশ। এই দেশের মাটি জল সবই আমার। সেই সাথে আমার এই দেশের গানও। দেশের ভালো কিংবা খারাপ যে কোন কিছুর অংশীদার ও দায় দুটোই আমার। আমাদের সঙ্গীত আজ প্রায় ধংষের মুখে। সেটার দায় আমারও, দেশের প্রতিটি মানুষের। ধংষের মুখ থেকে বাঁচাবার দায়িত্বও আমাদের। তাই পাইরেসির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, শুধু মুখে মখে নয় সত্যিকার অর্থে ভালোবাসতে হবে দেশকে ও দেশের গানকে।