গানের খবর
অক্টোবর ২০১২
মালালার জন্য শহীদুল্লাহ ফরায়জীর গান
তালেবানদের ফতোয়ার কারণে পাকিস্তানের মেয়েদের স্কুলে যাওয়া যখন নিষিদ্ধ, তখন এই ফতোয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে ১৪ বছরের কিশোরী মালালা ইউসুফজাই। সেই বিদ্রোহ হচ্ছে মানুষকে আলোকিত করার সংগ্রাম, মানুষের মনে আলো বিতরণের কর্মসূচি। এ কারণে মালালা আশার প্রতীক হয়ে উঠেছে। এ মালালাকে ঘৃণিত বুলেট উপহার দিয়েছে অন্ধকারের শক্তি। সেই অন্ধকারের বিরুদ্ধেই বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর কলমে উঠে এসেছে এই গান। উল্লেখ্য, মালালাকে নিয়ে উপমহাদেশে এটাই লেখা প্রথম কোন গান।
মালালা মালালা
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি
ফিরে এসো মানুষের কাছে
প্রাণের আকুতি
পৃথিবীর আকুতি ॥
আশার বুকে বুলেট ঘৃণার
চারদিকে অন্ধকার
তবু আলো জ্বালিয়ে দিলে
সূর্য যেন হাতে তোমার
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি ॥
তুমি মানব অহংকার
ফুটন্ত ফুল চেতনার
তুমি হলে আশার বাতিঘর
পতাকা মানবতার
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি ॥
তথ্যসূত্রঃ মানবজমিন ১৬ অক্টোবর ২০১২
মালালা মালালা
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি
ফিরে এসো মানুষের কাছে
প্রাণের আকুতি
পৃথিবীর আকুতি ॥
আশার বুকে বুলেট ঘৃণার
চারদিকে অন্ধকার
তবু আলো জ্বালিয়ে দিলে
সূর্য যেন হাতে তোমার
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি ॥
তুমি মানব অহংকার
ফুটন্ত ফুল চেতনার
তুমি হলে আশার বাতিঘর
পতাকা মানবতার
তুমি হৃদয়ের অনুভূতি
তুমি বিবেকের প্রতিশ্রুতি ॥
তথ্যসূত্রঃ মানবজমিন ১৬ অক্টোবর ২০১২
চলচ্চিত্রের গানে সায়ান-এরশাদ
১০-০৭-২০১২
চলচ্চিত্রের জন্য গান করছেন সায়ান ও এরশাদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ চলচ্চিত্রের শীর্ষ সংগীত ‘যত দূরে যাও, পেছনে তাকাও/শুধু পরাজয়, তারই দেখা তুমি পাবে/ এইবার এইবার এইবার’-এর সংগীত পরিচালনা করেছেন এরশাদ। আর কথা, সুর ও কণ্ঠে দ্বৈতভাবে আছেন সায়ান ও এরশাদ। সায়ান ও এরশাদের এটিই প্রথম কোনো চলচ্চিত্রের জন্য গান করা।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সায়ান বলেন, ‘চলচ্চিত্রের গানে কেন কণ্ঠ দিচ্ছি না—অনেক দিন ধরে অনেকের এ রকম অসংখ্য অভিযোগ শুনতে হয়েছে। আর সেটা হবে না। সত্যি কথা বলতে কি, যে ধরনের চলচ্চিত্রে গান করতে চাই, সে ধরনের গান করার প্রস্তাব পাইনি বিধায় এত দিন কাজটি করা হয়নি। পিতা ছবিটির গল্প শোনার পরই ভালো লেগেছিল। গল্পটি সত্যিই অন্য রকম। আর এ গল্পটির কারণেই ছবিটির জন্য কাজ করতে রাজি হয়েছি।’
গানটি করে আপনি নিজে কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে সায়ান বলেন, এখন পর্যন্ত গানটির পুরো কাজ শেষ হয়নি। অনেক দিন ধরেই আমরা (আমি ও এরশাদ) কাজটি করছি। এরই মধ্যে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে মনে হয়েছে। তবে এতটুকু নির্দ্বিধায় বলতে পারি, কাজটি করে আমি খুবই আনন্দিত।’
এদিকে এরশাদ বলেন, ‘ছবিটিতে গান করার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রথমটি হচ্ছে এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এর গল্প বলাটা অন্য চলচ্চিত্রগুলোর চেয়ে আলাদা মনে হয়েছে। এখন পর্যন্ত যত দূর কাজ হয়েছে, তাতে বেশ ভালোই লেগেছে।’
ছবিটির পরিচালক মাসুদ আখন্দ বর্তমানে সুইডেনে। ফেসবুকের মাধ্যমে তিনি বলেছেন, ‘গানটি শুনে আমি যারপরনাই মুগ্ধ।’ তিনি আরও বলেন, সায়ান ও এরশাদের এই গানটি ছাড়া ছবির অন্য গানগুলো করেছেন ইমন সাহা।
মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শায়না আমিন ও কল্যাণ। এ বছরের ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্রের জন্য গান করছেন সায়ান ও এরশাদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ চলচ্চিত্রের শীর্ষ সংগীত ‘যত দূরে যাও, পেছনে তাকাও/শুধু পরাজয়, তারই দেখা তুমি পাবে/ এইবার এইবার এইবার’-এর সংগীত পরিচালনা করেছেন এরশাদ। আর কথা, সুর ও কণ্ঠে দ্বৈতভাবে আছেন সায়ান ও এরশাদ। সায়ান ও এরশাদের এটিই প্রথম কোনো চলচ্চিত্রের জন্য গান করা।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সায়ান বলেন, ‘চলচ্চিত্রের গানে কেন কণ্ঠ দিচ্ছি না—অনেক দিন ধরে অনেকের এ রকম অসংখ্য অভিযোগ শুনতে হয়েছে। আর সেটা হবে না। সত্যি কথা বলতে কি, যে ধরনের চলচ্চিত্রে গান করতে চাই, সে ধরনের গান করার প্রস্তাব পাইনি বিধায় এত দিন কাজটি করা হয়নি। পিতা ছবিটির গল্প শোনার পরই ভালো লেগেছিল। গল্পটি সত্যিই অন্য রকম। আর এ গল্পটির কারণেই ছবিটির জন্য কাজ করতে রাজি হয়েছি।’
গানটি করে আপনি নিজে কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে সায়ান বলেন, এখন পর্যন্ত গানটির পুরো কাজ শেষ হয়নি। অনেক দিন ধরেই আমরা (আমি ও এরশাদ) কাজটি করছি। এরই মধ্যে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে মনে হয়েছে। তবে এতটুকু নির্দ্বিধায় বলতে পারি, কাজটি করে আমি খুবই আনন্দিত।’
এদিকে এরশাদ বলেন, ‘ছবিটিতে গান করার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রথমটি হচ্ছে এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এর গল্প বলাটা অন্য চলচ্চিত্রগুলোর চেয়ে আলাদা মনে হয়েছে। এখন পর্যন্ত যত দূর কাজ হয়েছে, তাতে বেশ ভালোই লেগেছে।’
ছবিটির পরিচালক মাসুদ আখন্দ বর্তমানে সুইডেনে। ফেসবুকের মাধ্যমে তিনি বলেছেন, ‘গানটি শুনে আমি যারপরনাই মুগ্ধ।’ তিনি আরও বলেন, সায়ান ও এরশাদের এই গানটি ছাড়া ছবির অন্য গানগুলো করেছেন ইমন সাহা।
মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শায়না আমিন ও কল্যাণ। এ বছরের ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আসছে রেডিও অ্যাকটিভ
২০০৫ সালে কয়েকজন তরুণ মিউজিশিয়ান মিলে গড়ে তোলেন ব্যান্ড 'রেডিও অ্যাকটিভ'। ২০০৭ সালে 'ডি রক স্টার' প্রতিযোগিতায় রানার্সআপ হয় ব্যান্ডটি। ড্রামার রাজু দেশের বাইরে চলে গেলে ২০১০ সালে ব্যান্ডে তাঁর স্থলাভিষিক্ত হন আবির। এরপর দেশের বাইরে চলে যান গিটারিস্ট মিতুল। মাঝে ব্যান্ড ছেড়ে দেন ভোকাল পলাশ। তাঁদের জায়গায় গত বছর ব্যান্ডে যোগ দেন জিতু ও ওয়াসিম। নতুন লাইনআপ নিয়ে আবারও সক্রিয় হতে থাকে রেডিও অ্যাকটিভ। পারফর্ম শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে। সাড়াও মেলে বেশ। তবে প্রায় সাত বছর পেরিয়ে গেলেও রেডিও অ্যাকটিভের কোনো একক অ্যালবাম নেই। ব্যান্ডের অন্যতম সদস্য তাপস বলেন, 'আর দেরি নয়। এ বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতেই আসবে আমাদের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই আমরা অ্যালবামটির নামকরণ (রেডিও অ্যাকটিভ) করেছি।' ভোকাল ওয়াসিম বলেন, 'আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন, সে ধরনের গানই করছি আমরা।' এরই মধ্যে অ্যালবামটির আটটি গানের কাজ শেষ। গানগুলোর শিরোনাম 'রংধনু', 'ত্রিমাত্রিক', 'স্বপ্নকথা', 'সময়', 'পৌনঃপুনিক', 'অন্ধ প্রহরী', 'কৃতদাস' ও 'লেখা কবিতা'। এদিকে আগামী মাসের শুরুতে 'স্টপ পাইরেসি' শিরোনামে একটি মিক্সড অ্যালবামে রেডিও অ্যাকটিভের একটি গান প্রকাশ পাবে। গানটির শিরোনাম 'নির্বাসন'। রেডিও অ্যাকটিভ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন ওয়াসিম (ভোকাল), শাকিল (গিটার), জিতু (গিটার), তাপস (বেজ), শাহ্রিয়ার (কি-বোর্ড) ও আবির (ড্রামস)।
সুবিধাবঞ্চিতদের পাশে পৃথ্বীরাজ
০৮-১০-২০১২
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। এ সপ্তাহে লেজারভিশন থেকে বাজারে আসছে তাঁর সুর করা গান নিয়ে দুটি মিশ্র অ্যালবামআজকের গান ও পৃথ্বী মিক্স। এর মধ্যে আজকের গান অ্যালবামের পুরো আয়ের টাকা তিনি ব্যয় করবেন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার কাজে। পৃথ্বীরাজ বললেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করছি।’
আজকের গান ও পৃথ্বী মিক্স অ্যালবামে গান গেয়েছেন পৃথ্বীরাজ, কোনাল, পড়শী, পলবাসা, তুলি, মনির বাউলা, সৌরভ প্রমুখ।
পৃথ্বীরাজ জানান, পেডলারস নামে ভারতের একটি হিন্দি ছবির আবহ সংগীতের কাজ করেন তিনি। ছবিটি গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকস’ বিভাগে প্রদর্শিত হয়। পুনের করন কুলকার্নির সঙ্গে যৌথভাবে ছবিটির আবহ সংগীতের কাজ করেন পৃথ্বীরাজ। বললেন, ‘বন্ধু করন কুলকার্নির আগ্রহের কারণেই ছবিটিতে আমার কাজ করা।’
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। এ সপ্তাহে লেজারভিশন থেকে বাজারে আসছে তাঁর সুর করা গান নিয়ে দুটি মিশ্র অ্যালবামআজকের গান ও পৃথ্বী মিক্স। এর মধ্যে আজকের গান অ্যালবামের পুরো আয়ের টাকা তিনি ব্যয় করবেন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার কাজে। পৃথ্বীরাজ বললেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করছি।’
আজকের গান ও পৃথ্বী মিক্স অ্যালবামে গান গেয়েছেন পৃথ্বীরাজ, কোনাল, পড়শী, পলবাসা, তুলি, মনির বাউলা, সৌরভ প্রমুখ।
পৃথ্বীরাজ জানান, পেডলারস নামে ভারতের একটি হিন্দি ছবির আবহ সংগীতের কাজ করেন তিনি। ছবিটি গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকস’ বিভাগে প্রদর্শিত হয়। পুনের করন কুলকার্নির সঙ্গে যৌথভাবে ছবিটির আবহ সংগীতের কাজ করেন পৃথ্বীরাজ। বললেন, ‘বন্ধু করন কুলকার্নির আগ্রহের কারণেই ছবিটিতে আমার কাজ করা।’
দুই কিংবদন্তি
রবিবার, ৭ অক্টোবর ২০১২
প্রয়াত সংগীত পরিচালক সত্য সাহার সুরে ‘নীল বেদনা’ নামের একটি অ্যালবামে আজ থেকে প্রায় দেড় যুগ আগে তারা একসাথে আধুনিক গান গেয়েছিলেন। এরপর অনেক ছবিতে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন একসাথে প্লে-ব্যাক করলেও কোনো অ্যালবামে তারা আধুনিক গান করেননি। দেড় যুগ অর্থাত্ প্রায় আঠারো বছর পর গুণী দুই সংগীতশিল্পী আবারও একটি আধুনিক গানের অ্যালবামে একসাথে গাইছেন। মনোয়ার হোসেন টুটুলের সুর ও সংগীতে ‘বলাকা’ নামের এই অ্যালবামে প্রত্যেকের দুটি করে একক গান থাকার পাশপাশি দুজনেরই তিনটি দ্বৈত গান থাকবে। স্বাভাবিকভাবেই এই দুই কিংবদন্তির কণ্ঠ একসুরে গাঁথলে তা ভিন্ন এক দৌতনার সৃষ্টি করে। সম্প্রতি ‘বাজনা’ ছবিতে তারা দুজন একসাথে এই গানে কণ্ঠ দেন। ছবিতে সুরকার টুটুলের সাথে দুই কিংবদন্তি।
চলচ্চিত্রের গানে ফিরলেন সোনিয়া
তিন বছর পর দেশে ফিরেছেন সোনিয়া। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরে চতুর্থ হয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিলেন। ছবির নাম পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি। কবির বকুলের লেখা ‘অচল পয়সা এখন চলে কি’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কিশোর, রন্টি ও মুহিন।
সোনিয়া বলেন, ‘ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর অল্প সময়ের মধ্যে অর্ধশতাধিক ছবির গানে কণ্ঠ দিয়েছিলাম। কানাডা থেকে তিন বছর পর দেশে ফিরেছি ২ অক্টোবর। আবার গান করছি। খুব ভালো লাগছে।’ তিনি আরও জানালেন, এবার দেশে মাস ছয়েক থাকার ইচ্ছা আছে তাঁর।
সোনিয়া বলেন, ‘ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর অল্প সময়ের মধ্যে অর্ধশতাধিক ছবির গানে কণ্ঠ দিয়েছিলাম। কানাডা থেকে তিন বছর পর দেশে ফিরেছি ২ অক্টোবর। আবার গান করছি। খুব ভালো লাগছে।’ তিনি আরও জানালেন, এবার দেশে মাস ছয়েক থাকার ইচ্ছা আছে তাঁর।
ঈদে আসছে চার বন্ধুর অডিও অ্যালবাম
দূরবীন ব্যান্ডের সদস্য হয়েই একক গান দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মনে স্থান করে নিয়েছেন শহিদ, আরফিন রুমি, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার। ব্যান্ডের অ্যালবামের পাশাপাশি বিভিন্ন মিশ্র অ্যালবামে এ চারজন বহুবার গেয়েছেন। তাদের সঙ্গে অন্য শিল্পীরাও গেয়েছেন সেই অ্যালবামে। তবে এবার চারজন মিলে ঈদের একটি মিশ্র অ্যালবাম তৈরি করছেন। ইতিমধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানও তৈরি করেছেন তারা। ৮ কিংবা ১০টি গান দিয়ে সাজানো হবে নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামটি। এর সব গানের সুর ও সঙ্গীত করবেন এ চার বন্ধু মিলেই। সঙ্গে থাকবেন রাফাও। অন্যদিকে এ অ্যালবামে তাদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেবেন পড়শী ও খেয়া। ঈদে অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস।
‘১২.১২.১২’ নিয়ে পার্থ বড়ুয়া
গত চার মাসে দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে ফিরেই যোগ দিয়েছিলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচারকাজে। ফাঁকে ফাঁকে কয়েকটি টিভি নাটকের শুটিংও করেছেন বটে; কিন্তু নিজের কোনো রেকর্ডিঙের কাজে হাত দিতে পারেননি। চার মাস পর সম্প্রতি রেকর্ডিঙের কাজে মন দিয়েছেন তিনি। পার্থ জানিয়েছেন, আর গড়িমসি নয়, এবারে একটানা রেকর্ডিং করে সোলসের নতুন একক অ্যালবামের কাজটি শেষ করবেন। অ্যালবামটির নাম ‘১২.১২.১২’।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে গত চার মাস আসলে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যে রেকর্ডিংয়ের দিকে কোনো মনোযোগ দিতে পারিনি। হঠাত্ মনে হলো অনেক তো হলো। এদিকে বছরও শেষ হতে চলল। চিন্তা করলাম ‘১২.১২.১২’ অ্যালবামটির কাজটা করা দরকার, আপাতত সবকিছু থেকে নিজেকে দূরে রেখে অ্যালবামটির কাজটি শেষ করতে চাই।’
অ্যালবামের গানের ব্যাপারে পার্থ বড়ুয়া বলেন, ‘গান বাছাইয়ের কাজ চলছে। পাশাপাশি অন্য কাজও ভালোভাবে এগোচ্ছে। আশা করছি শ্রোতাদের দেওয়া কথা অনুযায়ী ‘১২.১২.১২’তে আমাদের নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’
‘১২.১২.১২’তে অ্যালবাম প্রকাশের কারণ হিসেবে পার্থ বড়ুয়া বলেন, ‘২০১২ সাল নিয়ে অনেক আলোচনা। হলিউডে ছবিও তৈরি হয়েছে। আমরা আমাদের গানের মধ্য দিয়ে পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করব।’
উল্লেখ্য, গত বছরের শুরুতে ডেডলাইন মিউজিকের ব্যানারে সোলসের সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশিত হয়েছিল।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে গত চার মাস আসলে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যে রেকর্ডিংয়ের দিকে কোনো মনোযোগ দিতে পারিনি। হঠাত্ মনে হলো অনেক তো হলো। এদিকে বছরও শেষ হতে চলল। চিন্তা করলাম ‘১২.১২.১২’ অ্যালবামটির কাজটা করা দরকার, আপাতত সবকিছু থেকে নিজেকে দূরে রেখে অ্যালবামটির কাজটি শেষ করতে চাই।’
অ্যালবামের গানের ব্যাপারে পার্থ বড়ুয়া বলেন, ‘গান বাছাইয়ের কাজ চলছে। পাশাপাশি অন্য কাজও ভালোভাবে এগোচ্ছে। আশা করছি শ্রোতাদের দেওয়া কথা অনুযায়ী ‘১২.১২.১২’তে আমাদের নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’
‘১২.১২.১২’তে অ্যালবাম প্রকাশের কারণ হিসেবে পার্থ বড়ুয়া বলেন, ‘২০১২ সাল নিয়ে অনেক আলোচনা। হলিউডে ছবিও তৈরি হয়েছে। আমরা আমাদের গানের মধ্য দিয়ে পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করব।’
উল্লেখ্য, গত বছরের শুরুতে ডেডলাইন মিউজিকের ব্যানারে সোলসের সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশিত হয়েছিল।
ঈদে আসছে রন্টির অ্যালবাম
আসন্ন কোরবানির ঈদে প্রকাশিত হবে ক্লোজআপ তারকা রন্টি দাসের দ্বিতীয় একক অ্যালবাম। ইতোমধ্যেই তিনি অ্যালবামের সবকটি গানের রেকর্ডিং শেষ করেছেন। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন অদিত, হৃদয় খান এবং সাবি্বর। এতে রন্টির নিজের কথা ও সুরে একটি গানও রয়েছে। গানটির শিরোনাম 'দর্পণ'। এ প্রসঙ্গে রন্টি জানান, গত ঈদেই তার অ্যালবামটি প্রকাশের ইচ্ছা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় প্রকাশ করতে পারেননি। রন্টি বলেন, 'আমার প্রথম একক অ্যালবাম 'আনমনা মন' নিয়ে শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছিলাম। এবারের অ্যালবামের ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটবে না। রন্টির 'আনমনা মন' অ্যালবামটি ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল। এরপরই তিনি তার দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেন। রন্টি এখন স্টেজ শোয়ের পাশাপাশি চ্যানেলের লাইভ অনুষ্ঠানগুলোয়ও নিয়মিত অংশগ্রহণ করছেন। সম্প্রতি তিনি মুহিনের সঙ্গে 'পায়রা' শিরোনামের একটি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। রন্টি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। পাশাপাশি একটি এনজিওতেও চাকরি করছেন।
একই ছবিতে ন্যান্সির চার গান
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার একই ছবির চার গানে কণ্ঠ দিয়েছেন। ছবির শিরোনাম 'সমুদ্রের নোনা জল'। পরিচালনা করেছেন জেড এইচ হেলাল। গত সপ্তাহে ন্যান্সি এ ছবিতে প্লেব্যাক করেছেন। ন্যান্সি জানান, 'সমুদ্রের নোনা জলে' তিনি একটি একক ও তিনটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন। ডুয়েট গানগুলোতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাজির মাহমুদ। গানগুলোর সুরও করেছেন তিনি। গানের কথা লিখেছেন দেলওয়ার আরজু সুরুজ। চারটি গানই রোমান্টিক ঘরনার। গানগুলোর শিরোনাম, 'এক সাগর ভালোবাসা', 'হৃদয়ের গভীরে রেখে', 'সমুদ্রের নোনাজলে' ও 'দিন-রাত যাই হোক'। কোরবানির ঈদ উপলক্ষে চলতি মাসে অ্যালবাম আকারে চলচ্চিত্রের এ গানগুলো 'সঙ্গীতা' থেকে প্রকাশিত হবে। এর আগে জাকির হোসেন রাজু পরিচালিত 'পোড়ামন' চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন ন্যান্সি। সফট মেলোডিয়াস ধাঁচের এ গানটির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা। ২০০৯ সালে ন্যান্সির প্রথম একক অ্যালবাম 'ভালোবাসা অধরা' বাজারে আসে। অ্যালবামটির বেশকিছু গান ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ তিন বছর বিরতির পর চলতি বছর তার দ্বিতীয় একক অ্যালবাম 'রঙ' প্রকাশিত হয়েছে। এ অ্যালবামে একটি দ্বৈত গানের পাশাপাশি সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেন হাবিব ওয়াহিদ। অ্যালবামটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার ন্যান্সি তার তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন। নতুন এ অ্যালবামে তিনি একাধিক গীতিকার ও সুরকারের গান করার পরিকল্পনা করছেন। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ন্যান্সি জানান, প্রায় প্রতিদিনই তিনি স্টেজ শো করে থাকেন। এছাড়াও নিয়মিত টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন। আগামী মাসে প্রবাসীদের আমন্ত্রণে ৪র্থ বারের মতো তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তাই এখন থেকেই তিনি নিজেকে সেভাবে প্রস্তুত করছেন। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, 'স্টেজই শিল্পীদের মূল ভরসা। তাই নিয়মিতই আমি স্টেজ শো করছি। এর পাশাপাশি কোরবানি ঈদে বেশ ক'টি মিশ্র অ্যালবামেও আমার গান করার কথা রয়েছে।' ন্যান্সি এখন তার মেয়ে রোদেলাকে নিয়ে নেত্রকোনায় বাবার বাড়িতে বসবাস করছেন। কোনো রেকর্ডিং বা স্টেজ শো থাকলে তিনি ঢাকায় আসেন।
বাউল শফি মণ্ডলের অ্যালবামে আনুশেহ
বাউল সাধক হিসেবে সু-পরিচিত শফি মণ্ডল। দীর্ঘদিন গানের সঙ্গে যুক্ত থাকলেও কখনও একক অ্যালবাম করা হয়নি তার। এবার নিজের একক নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন শফি মণ্ডল। আর তার নতুন এ অ্যালবামে তার সঙ্গে আরও গাইছেন আনুশেহ আনাদিল। নাম চুড়ান্ত না হওয়া এ অ্যালবামটি লালনের কিছু অপ্রচলিত গান দিয়ে সাজানো হয়েছে। গানগুলোর সঙ্গীতায়োজন করছেন কলকাতার তন্ময় ঘোষ ও আমেরিকার পাণ্ডু রাঙ্গা। গান থাকছে নয়টি। লালনের গান ছাড়াও এ অ্যালবামে আছে সোহাল খেপার 'প্রেমের রাধা নাচে বৃন্দাবনে' শিরোনামে একটি গান। আসছে ডিসেম্বরে এটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রা।
আসছে কৃষ্ণকলির বুনোফুল
গত পহেলা বৈশাখে [১৪১৯] সঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম শ্রোতাদের উপহার দিতে চেয়েছিলেন তার তৃতীয় অ্যালবাম 'বুনোফুল'। অ্যালবামটির কাজ শেষ করেছিলেন আরও আগে, চলতি বছরের শুরুর দিকে। নানা জটিলতায় শেষ পর্যন্ত বাজারে আসেনি 'বুনোফুল'।
অবশেষে কাজ শেষ হওয়ার ৭ মাস পর আসছে কৃষ্ণকলির নতুন অ্যালবামটি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি বাজারে আনছে বেঙ্গল মিউজিক। সাতটি সাঁওতালি এবং দুটি ঝুমুর গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। কৃষ্ণকলি বলেন, মূলত স্পন্সর না পাওয়ার কারণে অ্যালবামটির সব কাজ শেষ করার পরও এত দিন অপেক্ষা করতে হলো। আগামী ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে এটি বাজারে আসবে। এটি মৌলিক গানের অ্যালবাম নয়। তবে 'আগন্তুক' চলচ্চিত্রের 'চাঁদ উঠেছে ওই' সাঁওতালি গানের মুখরা ঠিক রেখে অন্তরা লেখা হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমাদের মাটি, জলবায়ু থেকে উৎসারিত বৃক্ষ, লতা, গুল্ম, কবিতা, গান, গল্প, চিত্রকলা_ যা কিছু নিজস্ব অনুভূতির শক্তিস্বরূপ। অ্যালবামে এমনই দুটি নিজস্ব ধারার গান রয়েছে। 'বুনোফুল' অ্যালবামের সব গানের সঙ্গীতায়োজন করেছেন অর্ক।'
অন্য গানগুলোর শিরোনাম 'আগা ডালে বোসো কোকিল', 'আমার ঘরকে ভাদু এলেন', 'আমার তুসু ধনে', 'সান্তাল করেছে ভগবান', 'দালান দিলি মহল দিলি' ও 'কৃষ্ণকালা'। ঝুমুর গান দুটি হলো 'ফুলগাছটি লাগোয়েছিলাম' ও 'কালো জলে কুজলা তালে'।
উল্লেখ্য, কৃষ্ণকলির প্রথম একক অ্যালবাম 'সূর্যে বাঁধি বাসা' প্রকাশিত হয় ২০০৭ সালে। চার বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় একক 'আলোর পিঠে আঁধার'।
অবশেষে কাজ শেষ হওয়ার ৭ মাস পর আসছে কৃষ্ণকলির নতুন অ্যালবামটি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি বাজারে আনছে বেঙ্গল মিউজিক। সাতটি সাঁওতালি এবং দুটি ঝুমুর গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। কৃষ্ণকলি বলেন, মূলত স্পন্সর না পাওয়ার কারণে অ্যালবামটির সব কাজ শেষ করার পরও এত দিন অপেক্ষা করতে হলো। আগামী ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে এটি বাজারে আসবে। এটি মৌলিক গানের অ্যালবাম নয়। তবে 'আগন্তুক' চলচ্চিত্রের 'চাঁদ উঠেছে ওই' সাঁওতালি গানের মুখরা ঠিক রেখে অন্তরা লেখা হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমাদের মাটি, জলবায়ু থেকে উৎসারিত বৃক্ষ, লতা, গুল্ম, কবিতা, গান, গল্প, চিত্রকলা_ যা কিছু নিজস্ব অনুভূতির শক্তিস্বরূপ। অ্যালবামে এমনই দুটি নিজস্ব ধারার গান রয়েছে। 'বুনোফুল' অ্যালবামের সব গানের সঙ্গীতায়োজন করেছেন অর্ক।'
অন্য গানগুলোর শিরোনাম 'আগা ডালে বোসো কোকিল', 'আমার ঘরকে ভাদু এলেন', 'আমার তুসু ধনে', 'সান্তাল করেছে ভগবান', 'দালান দিলি মহল দিলি' ও 'কৃষ্ণকালা'। ঝুমুর গান দুটি হলো 'ফুলগাছটি লাগোয়েছিলাম' ও 'কালো জলে কুজলা তালে'।
উল্লেখ্য, কৃষ্ণকলির প্রথম একক অ্যালবাম 'সূর্যে বাঁধি বাসা' প্রকাশিত হয় ২০০৭ সালে। চার বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় একক 'আলোর পিঠে আঁধার'।
ঈদে আসছে চার বন্ধুর অডিও অ্যালবাম
দূরবীন ব্যান্ডের সদস্য হয়েই একক গান দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মনে স্থান করে নিয়েছেন শহিদ, আরফিন রুমি, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার। ব্যান্ডের অ্যালবামের পাশাপাশি বিভিন্ন মিশ্র অ্যালবামে এ চারজন বহুবার গেয়েছেন। তাদের সঙ্গে অন্য শিল্পীরাও গেয়েছেন সেই অ্যালবামে। তবে এবার চারজন মিলে ঈদের একটি মিশ্র অ্যালবাম তৈরি করছেন। ইতিমধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানও তৈরি করেছেন তারা। ৮ কিংবা ১০টি গান দিয়ে সাজানো হবে নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামটি। এর সব গানের সুর ও সঙ্গীত করবেন এ চার বন্ধু মিলেই। সঙ্গে থাকবেন রাফাও। অন্যদিকে এ অ্যালবামে তাদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেবেন পড়শী ও খেয়া। ঈদে অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস।
শহরতলী ব্যান্ডের 'অপর পৃষ্ঠা দ্রষ্টব্য'
২০১০ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় শহরতলী ব্যান্ডের প্রথম একক অ্যালবাম 'বরাবর শহরতলী'। এবার শহরতলী শুরু করেছে তাদের দ্বিতীয় অ্যালবামের কাজ। এবারের অ্যালবামের নাম রেখেছে 'অপর পৃষ্ঠা দ্রষ্টব্য'। এতে গান থাকবে ১০টি। এরই মধ্যে এই অ্যালবামের পাঁচটি গানের কাজ শেষ করেছে তারা। গানগুলোর শিরোনাম 'খড়কুটো', 'নিলিকা', 'আহ্বান', 'গণজোয়ার' ও 'দেশমাতার চিঠি'। ব্যান্ড সূত্রে জানা যায়, এ বছরের ডিসেম্বর নাগাদ অ্যালবামটি বাজারে আসবে। এবারের গানগুলো রক ও মেলোডি ধাঁচের। কিছু গান গল্পনির্ভর। এদিকে শহরতলীর লাইনআপেও এসেছে পরিবর্তন। লিড গিটারে বিদ্যুতের জায়গায় এসেছেন শুখন জামান, আর আবৃত্তিতে গালিব আজিমের স্থলাভিষিক্ত হয়েছেন সোহাগ। ব্যান্ডের অন্য সদস্যরা হলেন মিশু খান (ভোকাল), তপন (বেজ), বাবু (কিবোর্ড) ও সানি (ড্রামস)।
সংগীত পরিচালক আরিফ
গাওয়ার পাশাপাশি এরই মধ্যে অডিও, বিজ্ঞাপনের জিঙ্গেল ও চলচ্চিত্রের জন্য গান তৈরি করেছেন আরিফ। চলচ্চিত্রের সংগীত পরিচালক আরিফের অভিষেক আহমেদ আজিম টিটু পরিচালিত 'পায়রা'র মধ্য দিয়ে। এই চলচ্চিত্রের জন্য একটি গান করেছিলেন আরিফ। সম্প্রতি চলচ্চিত্রের পূর্ণাঙ্গ সংগীত পরিচালক হিসেবে কাজ করলেন তিনি। ডায়াল রহমান পরিচালিত 'দুদু মিয়া' চলচ্চিত্রের তিনটি গানেই সুর ও সংগীত করেছেন আরিফ। এর মধ্যে দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কণা ও অবসকিওর ব্যান্ডের রাজীব। অন্য গানটি গেয়েছেন আরিফ, রাজীব ও বাবু। গান লিখেছেন গুঞ্জন চৌধুরী। আরিফ বলেন, 'গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনার কাজটি বেশ উপভোগ করছি। সামনে আরো কিছু কাজের প্রস্তাব আছে।'
একই অনুষ্ঠানে ১৬ কণ্ঠশিল্পী
সোমবার, ০১ অক্টোবর ২০১২
দেশীয় চলচ্চিত্রের স্বর্ণালী যুগের জনপ্রিয় বেশ কয়েকটি গান আবারও শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য একেবারেই ভিন্নরকম একটি উদ্যোগ নিয়েছে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। এই চ্যানেলের আগামী ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত ‘বেস্ট অব দ্য বেস্ট’ অনুষ্ঠানে বাংলা সিনেমার জনপ্রিয় আটটি গান ১৬ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে দর্শক দেখতে ও শুনতে পারবেন। প্রতিটি গানই হবে দ্বৈত পরিবেশনা। যে কারণে মোট আটটি গান প্রচার করা হবে। আটটি গান গাইবেন নিশীতা-পুলক, কিশোর-শশী, পারুল-রাজীব, সাব্বির-রন্টি, লুইপা-রিংকু, মুহিন-পূজা, ইমরান-লিজা ও মেহরাব-নাওমী। নিশীতা-পুলক গাইবেন ‘অচেনা’ ছবির ‘তুমি আমার কতো চেনা সে কী জান না’ গানটি। পাশাপাশি কিশোর-শশী গাইবেন ‘অভিযান’ ছবির ‘বাবারে বাবা কই দিলা বিয়া’, পারুল-রাজীব গাইবেন ‘আঁখি মিলন’ ছবির ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, সাব্বির-রন্টি গাইবেন ‘আশীর্বাদ’ ছবির ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’, লুইপা-রিংকু গাইবেন ‘উজান ভাটি’ ছবির ‘এক নদীরই উজান ভাটি’, মুহিন-পূজা গাইবেন ‘আমি সেই মেয়ে’ ছবির ‘ফাগুনের দিন শেষ হবে একদিন’, ইমরান-লিজা গাইবেন ‘ওয়াদা’ ছবির ‘যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো’ এবং মেহরাব-নাওমী গাইবেন ‘নাগ-পূর্ণিমা’ ছবির ‘তুমি যেখানে আমি সেখানে’ গানটি। গত ২৬শে সেপ্টেম্বর বিএফডিসির নয় নম্বর ফ্লোরে ‘বেস্ট অব দ্য বেস্ট’ অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন আর জে নীরব ও অভি।
দেশীয় চলচ্চিত্রের স্বর্ণালী যুগের জনপ্রিয় বেশ কয়েকটি গান আবারও শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য একেবারেই ভিন্নরকম একটি উদ্যোগ নিয়েছে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। এই চ্যানেলের আগামী ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত ‘বেস্ট অব দ্য বেস্ট’ অনুষ্ঠানে বাংলা সিনেমার জনপ্রিয় আটটি গান ১৬ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে দর্শক দেখতে ও শুনতে পারবেন। প্রতিটি গানই হবে দ্বৈত পরিবেশনা। যে কারণে মোট আটটি গান প্রচার করা হবে। আটটি গান গাইবেন নিশীতা-পুলক, কিশোর-শশী, পারুল-রাজীব, সাব্বির-রন্টি, লুইপা-রিংকু, মুহিন-পূজা, ইমরান-লিজা ও মেহরাব-নাওমী। নিশীতা-পুলক গাইবেন ‘অচেনা’ ছবির ‘তুমি আমার কতো চেনা সে কী জান না’ গানটি। পাশাপাশি কিশোর-শশী গাইবেন ‘অভিযান’ ছবির ‘বাবারে বাবা কই দিলা বিয়া’, পারুল-রাজীব গাইবেন ‘আঁখি মিলন’ ছবির ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, সাব্বির-রন্টি গাইবেন ‘আশীর্বাদ’ ছবির ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’, লুইপা-রিংকু গাইবেন ‘উজান ভাটি’ ছবির ‘এক নদীরই উজান ভাটি’, মুহিন-পূজা গাইবেন ‘আমি সেই মেয়ে’ ছবির ‘ফাগুনের দিন শেষ হবে একদিন’, ইমরান-লিজা গাইবেন ‘ওয়াদা’ ছবির ‘যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো’ এবং মেহরাব-নাওমী গাইবেন ‘নাগ-পূর্ণিমা’ ছবির ‘তুমি যেখানে আমি সেখানে’ গানটি। গত ২৬শে সেপ্টেম্বর বিএফডিসির নয় নম্বর ফ্লোরে ‘বেস্ট অব দ্য বেস্ট’ অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন আর জে নীরব ও অভি।
রাজন সাহার ‘ভালোবাসার বৃষ্টি’
এবারের ঈদ উপলক্ষে একই সাথে বাংলাদেশ, ভারত ও ইতালিতে বাংলা গানের একটি মিশ্র অ্যালবাম রিলিজের উদ্যোগ নিয়েছেন সুরকার রাজন সাহা। তার সুরে একাধিক শিল্পী গাইলেন এই ‘ভালোবাসার বৃষ্টি’ অ্যালবামে। এরই মধ্যে প্রায় সবকটি গানের কাজ শেষ হয়ে গেছে।
‘ভালোবাসার বৃষ্টি’ অ্যালবাম প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘অ্যালবামে বিভিন্ন ধারার গান থাকছে। তবে একটি বিষয়ে আমি একটি নীতি রাখার চেষ্টা করেছি। তা হলো এই অ্যালবামে সব কটি গানই তৈরি করেছি চার মাত্রায় অর্থাত্ কাহারবা তালে। এরপরের অ্যালবামটি তৈরি হবে পুরোটাই ত্রিতাল বা দাদরা তালে। অ্যালবামে বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, রাজীব, তানভীর, নির্ঝর, নিশিতাসহ ২০ জন শিল্পী গান গাইছে। সবকটি গানের কথা ও সুর আমার হলেও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ভেরিয়েশন আনার জন্যই এই অ্যালবামে ১ ডজন কম্পোজার কাজ করেছেন। আর রিলিজের ব্যাপারে ৪টি দেশের শীর্ষস্থানীয় লেবেল কোম্পানির সাথে আমার কথা হয়েছে। ইচ্ছে আছে বাংলা গানকে একটি বড় প্লাটফর্মে পৌঁছে দেওয়া। এটা কেবল শুরু।’
‘ভালোবাসার বৃষ্টি’ অ্যালবাম প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘অ্যালবামে বিভিন্ন ধারার গান থাকছে। তবে একটি বিষয়ে আমি একটি নীতি রাখার চেষ্টা করেছি। তা হলো এই অ্যালবামে সব কটি গানই তৈরি করেছি চার মাত্রায় অর্থাত্ কাহারবা তালে। এরপরের অ্যালবামটি তৈরি হবে পুরোটাই ত্রিতাল বা দাদরা তালে। অ্যালবামে বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, রাজীব, তানভীর, নির্ঝর, নিশিতাসহ ২০ জন শিল্পী গান গাইছে। সবকটি গানের কথা ও সুর আমার হলেও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ভেরিয়েশন আনার জন্যই এই অ্যালবামে ১ ডজন কম্পোজার কাজ করেছেন। আর রিলিজের ব্যাপারে ৪টি দেশের শীর্ষস্থানীয় লেবেল কোম্পানির সাথে আমার কথা হয়েছে। ইচ্ছে আছে বাংলা গানকে একটি বড় প্লাটফর্মে পৌঁছে দেওয়া। এটা কেবল শুরু।’
রিজভী ওয়াহিদের সাথে শ্রেয়া ঘোষাল
অতি সম্প্রতি আধুনিক গান ও মিউজিক ভিডিওর কল্যাণে বেশ আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। তার নতুন অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’ বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে শুভমিতার সাথে তার গানটি বাজারে আলোচনা তৈরি করেছে। তবে এবারে নতুন অ্যালবামে আরও কিছু বাড়তি চমক রাখছেন শ্রোতাদের কথা চিন্তা করেই। এই প্রথম কোনো অডিও অ্যালবামে বাংলাদেশি শিল্পীর সাথে দ্বৈত গানে কণ্ঠ দিবেন ভারতের বর্তমান সময়ের হার্টথ্রব কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এরই মধ্যে গানের ট্র্যাক তৈরি হয়ে গেছে। শ্রেয়া ঘোষালের সাথেও কথা পাকাপাকি। একই সাথে গানের অডিও ও ভিজ্যুয়ালের কাজ করবেন তিনি। এ প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে, শ্রেয়া ঘোষালের সাথে কোনো দ্বৈত গানে কণ্ঠ দেওয়া। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। শুধু এটাই নয়, আমার নতুন অ্যালবামে আরও কিছু চমক থাকছে। যা খুব শিগগিরই আমি শ্রোতাদের জানাব। উল্লেখ্য, রিজভীর এই অ্যালবামটি ভালোবাসা দিবসে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।
ধ্রুবতারার ‘নীল কষ্ট’
ঈদে আসছে এস আই টুটুলের ব্যান্ড ধ্রুবতারার অ্যালবাম নীল কষ্ট। ‘এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। অল্প কিছু যা বাকি আছে, তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে।’ বললেন এস আই টুটুল। তিন মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘অনেক দিন শ্রোতাদের সঙ্গে যোগাযোগ নেই। দেশে ফেরার পর ভাবছি, আগে অ্যালবামের কাজ শেষ করব। কোনো সমস্যা না হলে এবার ঈদেই অ্যালবামটি শ্রোতাদের হাতে দেওয়ার ইচ্ছা আছে।’
পাঁচ বছর পর ধ্রুবতারার অ্যালবাম করছেন এস আই টুটুল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় এনটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘স্টার সার্চ ইউএসএ’। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন এস আই টুটুল। বিচারকের দায়িত্বে আরও ছিলেন রথীন্দ্রনাথ রায় ও ফকির শাহাবুদ্দিন।
এস আই টুটুল জানান, প্রাথমিক বাছাই শেষে মূল প্রতিযোগিতা শুরু হয় ১০ জুলাই। গ্র্যান্ড ফিনালে হয় ২৭ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় সেরা হয়েছেন মানিকগঞ্জের সজল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি নতুন গাড়ি।
এই প্রতিযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিভিন্ন কনসার্টে গান গেয়েছেন এস আই টুটুল।
পাঁচ বছর পর ধ্রুবতারার অ্যালবাম করছেন এস আই টুটুল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় এনটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘স্টার সার্চ ইউএসএ’। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন এস আই টুটুল। বিচারকের দায়িত্বে আরও ছিলেন রথীন্দ্রনাথ রায় ও ফকির শাহাবুদ্দিন।
এস আই টুটুল জানান, প্রাথমিক বাছাই শেষে মূল প্রতিযোগিতা শুরু হয় ১০ জুলাই। গ্র্যান্ড ফিনালে হয় ২৭ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় সেরা হয়েছেন মানিকগঞ্জের সজল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি নতুন গাড়ি।
এই প্রতিযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিভিন্ন কনসার্টে গান গেয়েছেন এস আই টুটুল।