ছোটদের গান
ডিসেম্বর ২০১২
শিশু শিল্পীদের পরিবেশনায় গানের ডিভিডি
প্রভাতী
আনুপম সাংস্কৃতিক সংসদ
১৮ ডিসেম্বর ২০১২
মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুপম সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পীদের পরিবেশনা গানের ডিভিডি ‘প্রভাতী’ র মোড়ক উন্মোচিত হয়েছে। আজ রাজধানীর জহির রায়হান সংস্কৃতিক কেন্দ্রে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ- সসাস এর নির্বাহী পরিচালক আলমগীর হোসাইন। অনুষ্ঠানে উপসি'ত ছিলেন অনুপমের চেয়ারম্যান শাহীন আহমদ খান, অনুপমের ভাইস চেয়ারম্যান মঈনুদ্দীন মৃধা, অনুপমের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম, অনুপমের প্রধান পরিচালক মেহেদী হাসান, সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম ও আব্দুল হাই সেলিমসহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথীবৃন্দ বলেন- শিশুদের বিনোদন উপযোগী গানের ভিডিও এ্যালবাম বাজারে খুবই সামান্য। শিশুরা ফুলের মত সুন্দর। শিশুদেরকে দেশপ্রেম, মহানুভবতা, আত্মত্যাগী ও সত্যভাষী হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদেরকে সত্যিকার অর্থে সংস্কৃতিবান রুপে গড়ে তুলতে প্রয়োজন সুন্দর বিনোদন। অনুপমের এই এ্যালবামটি শিশুদের বিনোদনের মাত্রাকে এক ধাপ এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।
এ্যালবামটিতে গানের কথা লিখেছেন- কাজী নজরুল ইসলাম, মতিউর রহমান মল্লিক, জাফর ফিরোজ, তারিক আল আজিজ, মাহফুজ বিল্লাহ শাহী। সুরারোপ করেছেন- মশিউর রহমান, গোলাম মাওলা, আমিরুল মোমেনীন মানিক, মাহফুজ বিল্লাহ শাহী, আব্দুল্লাহ বিন ফায়েজ। এ্যালবামটিতে হামদ, নাতে রাসূল সা:, দেশের গান ও ভাষার গান রয়েছে। এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিশু শিল্পী নাদির মাহমুদ, আব্দুর রহমান, ইব্রাহিম, মারুফ, রায়হান সহ আরো অনেকে। ভিডিও এ্যালবামটিতে ষাটের অধিক শিশু অংশগ্রহণ করেছে।
এ্যালবামটির চিত্রগ্রহণ করেছেন- হীরা আজাদ, সম্পাদনা- শামসুল আলম ও পরিচালনা- মেহেদী হাসান। এ্যালবামটি বাজারজাত করেছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ, স সা স। এ্যালবামটি বসুন্ধরা সিটি, সি এইচ পি ও সসাসের সকল শো’রুমে পাওয়া যাবে।
অনুষ্ঠানে অতিথীবৃন্দ বলেন- শিশুদের বিনোদন উপযোগী গানের ভিডিও এ্যালবাম বাজারে খুবই সামান্য। শিশুরা ফুলের মত সুন্দর। শিশুদেরকে দেশপ্রেম, মহানুভবতা, আত্মত্যাগী ও সত্যভাষী হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদেরকে সত্যিকার অর্থে সংস্কৃতিবান রুপে গড়ে তুলতে প্রয়োজন সুন্দর বিনোদন। অনুপমের এই এ্যালবামটি শিশুদের বিনোদনের মাত্রাকে এক ধাপ এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।
এ্যালবামটিতে গানের কথা লিখেছেন- কাজী নজরুল ইসলাম, মতিউর রহমান মল্লিক, জাফর ফিরোজ, তারিক আল আজিজ, মাহফুজ বিল্লাহ শাহী। সুরারোপ করেছেন- মশিউর রহমান, গোলাম মাওলা, আমিরুল মোমেনীন মানিক, মাহফুজ বিল্লাহ শাহী, আব্দুল্লাহ বিন ফায়েজ। এ্যালবামটিতে হামদ, নাতে রাসূল সা:, দেশের গান ও ভাষার গান রয়েছে। এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিশু শিল্পী নাদির মাহমুদ, আব্দুর রহমান, ইব্রাহিম, মারুফ, রায়হান সহ আরো অনেকে। ভিডিও এ্যালবামটিতে ষাটের অধিক শিশু অংশগ্রহণ করেছে।
এ্যালবামটির চিত্রগ্রহণ করেছেন- হীরা আজাদ, সম্পাদনা- শামসুল আলম ও পরিচালনা- মেহেদী হাসান। এ্যালবামটি বাজারজাত করেছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ, স সা স। এ্যালবামটি বসুন্ধরা সিটি, সি এইচ পি ও সসাসের সকল শো’রুমে পাওয়া যাবে।