গানের নাম - হুমায়ূন আহমেদ
কথা ও সুর - কবীর সুমন
গানটি লেখা হয়েছে ২২ জুলাই ২০১২
সুর এবং রেকর্ড করা হয়েছে ২৪ জুলাই ২০১২

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে গান তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী কবীর সুমন। গানটির স্থায়ী অংশের প্রথম চারটি লাইন হলো: ‘শাওন মেঘে কী কথা বৃষ্টি ঝরে/ তাঁকে ভাবলেই কাহিনিরা ভিড় করে/ এ দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়া/ সেখানে নতুন গল্প খুঁজে পাওয়া’।
গানটির সুর করেছেন এবং তাতে কণ্ঠও দিয়েছেন কবীর সুমন নিজেই। হুমায়ূন আহমেদের মৃত্যুর তিন দিন পর কবীর সুমন তাঁর নিজস্ব ওয়েবসাইটে রেখেছেন গানটি।
গানটির সুর করেছেন এবং তাতে কণ্ঠও দিয়েছেন কবীর সুমন নিজেই। হুমায়ূন আহমেদের মৃত্যুর তিন দিন পর কবীর সুমন তাঁর নিজস্ব ওয়েবসাইটে রেখেছেন গানটি।