বেঁচে থাক সবুজ
www.bappamazumder.com
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নবম একক গানের অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’ ও বাপ্পার ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। ১ আগস্ট বুধবার অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্কর সাঁওজাল, হাসান আবিদুর রেজা, পার্থ বড়ুয়া, কনা, এলিটা, গায়ক সন্দীপন, শফিক তুহিন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবাল, প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের নাজমুল হক ভূঁইয়াসহ অ্যালবাম সংশ্লিষ্ট সবাই।
অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘চার বছর পর আমার নতুন একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর আগে বেশ কয়েকবার অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা ছিল। প্রথমে গত বছরের ২৫ ডিসেম্বর সঞ্জীব দার জন্মদিনে (প্রয়াত সঞ্জীব চৌধুরী) অ্যালবামটি প্রকাশের চিন্তা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় অ্যালবামটি প্রকাশ করা যায়নি।’
বাপ্পা আরও বলেন, ‘আমি বরাবরই মেলোডিনির্ভর গান করে থাকি। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এবার আমি প্রাচ্যের মেলোডিকে গুরুত্ব দিয়েছি।’
‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। অ্যালবামটি বাজারজাত করছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এটি বাপ্পা মজুমদারের নবম একক অ্যালবাম। অ্যালবামে মৌলিক গান আছে ১১টি। আর ১১টি মৌলিক গানের পাশাপাশি থাকছে রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রসংগীতটি বাপ্পা মজুমদার তাঁর মা প্রয়াত ইলা মজুমদারকে উত্সর্গ করে গেয়েছেন।
বাপ্পার নতুন এই অ্যালবামের জন্য গান লিখেছেন শঙ্কর সাঁওজাল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, বাপ্পা মজুমদার, মাস-মাসুম, জয় শাহরিয়ার, স্বপ্নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, রানা, ডিপান ও ওয়াজিহ রাজীব।
বাপ্পা মজুমদারের প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮)।
অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘চার বছর পর আমার নতুন একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর আগে বেশ কয়েকবার অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা ছিল। প্রথমে গত বছরের ২৫ ডিসেম্বর সঞ্জীব দার জন্মদিনে (প্রয়াত সঞ্জীব চৌধুরী) অ্যালবামটি প্রকাশের চিন্তা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় অ্যালবামটি প্রকাশ করা যায়নি।’
বাপ্পা আরও বলেন, ‘আমি বরাবরই মেলোডিনির্ভর গান করে থাকি। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এবার আমি প্রাচ্যের মেলোডিকে গুরুত্ব দিয়েছি।’
‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। অ্যালবামটি বাজারজাত করছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। এটি বাপ্পা মজুমদারের নবম একক অ্যালবাম। অ্যালবামে মৌলিক গান আছে ১১টি। আর ১১টি মৌলিক গানের পাশাপাশি থাকছে রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রসংগীতটি বাপ্পা মজুমদার তাঁর মা প্রয়াত ইলা মজুমদারকে উত্সর্গ করে গেয়েছেন।
বাপ্পার নতুন এই অ্যালবামের জন্য গান লিখেছেন শঙ্কর সাঁওজাল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, বাপ্পা মজুমদার, মাস-মাসুম, জয় শাহরিয়ার, স্বপ্নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, রানা, ডিপান ও ওয়াজিহ রাজীব।
বাপ্পা মজুমদারের প্রকাশিত একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮)।