পরস্পর-২
গীতিকার জুলফিকার রাসেলের আয়োজনে বাংলাদেশের কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর সঙ্গে ভারতের কণ্ঠশিল্পী সনু নিগাম ও জাভেদ আলীকে নিয়ে এবারের ঈদুল ফিতরে আসছে অডিও অ্যালবাম পরস্পর-২। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জেমকন গ্রুপ-এর পৃষ্ঠপোষকতায় অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ।
অ্যালবামটির সবক’টি গানের রচয়িতা জুলফিকার রাসেল জানিয়েছেন, অ্যালবামের কাজ শেষ হয়েছে। প্রত্যেকে দু’টি করে গানে কণ্ঠ দিয়েছেন। কুমার বিশ্বজিৎ-এর গানদু’টির কণ্ঠধারণ ছাড়া সব কাজই হয়েছে মুম্বাইয়ের স্পেকট্রাল হারমোনি ও সরলতা স্টুডিওতে। ভারতের সুরকার ও সঙ্গীত পরিচালক জয় সরকার পাঁচটি গানে সুর দিয়েছেন। পিলু খান দু’টি এবং রূপঙ্কর বাগচী একটি গানে সুর দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিৎ দে।
সুরকার জয় বলেন, ‘আমি বাঙালি এবং বাংলা গানের একজন সামান্য কর্মী হিসেবে প্রতিটি মুহূর্তেই গর্ব অনুভব করি। বন্ধুবর জুলফিকার রাসেলের উদ্যোগ আর উৎসাহেই এই অ্যালবামে আমার কাজ করা।’
অ্যালবামটির সবক’টি গানের রচয়িতা জুলফিকার রাসেল জানিয়েছেন, অ্যালবামের কাজ শেষ হয়েছে। প্রত্যেকে দু’টি করে গানে কণ্ঠ দিয়েছেন। কুমার বিশ্বজিৎ-এর গানদু’টির কণ্ঠধারণ ছাড়া সব কাজই হয়েছে মুম্বাইয়ের স্পেকট্রাল হারমোনি ও সরলতা স্টুডিওতে। ভারতের সুরকার ও সঙ্গীত পরিচালক জয় সরকার পাঁচটি গানে সুর দিয়েছেন। পিলু খান দু’টি এবং রূপঙ্কর বাগচী একটি গানে সুর দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিৎ দে।
সুরকার জয় বলেন, ‘আমি বাঙালি এবং বাংলা গানের একজন সামান্য কর্মী হিসেবে প্রতিটি মুহূর্তেই গর্ব অনুভব করি। বন্ধুবর জুলফিকার রাসেলের উদ্যোগ আর উৎসাহেই এই অ্যালবামে আমার কাজ করা।’