আবৃত্তি
অক্টোবর ২০১২
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈদের আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা'
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই প্রথম বিশেষ আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা' বের হয়েছে। এটি উত্তরাঞ্চল থেকে প্রকাশিত সর্ব প্রথম ও একমাত্র আবৃত্তি এ্যালবাম। এ্যালবামে শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, হেলাল হাফিজসহ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১৭ জন কবির বাছাই করা ২০টি কবিতা রয়েছে। তরুণ কবি সাত্তার হোসেনের সম্পাদনায় এই এ্যালবামের কবিতাগুলো আবৃত্তি করেছেন আমিনুল হক আবীর। ঐতিহ্য'র বানারে প্রকাশিত এই আবৃত্তি এ্যালবামটি আজিজ সুপার মার্কেটের 'আবৃত্তি মেলা' সহ দেশের অভিজাত সিডি ক্যাসেট দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য'র পরিচালক সাত্তার হোসেন জানান, গ্রাম-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবিদের এই এ্যালবামে প্রকাশের মাধ্যমে আমরা একটি অসম্ভব প্রেম-ভালবাসা-বিরহ ও রোমান্টিসিজমের সমন্বয় সাধনের চেষ্টা করেছি।
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই প্রথম বিশেষ আবৃত্তি এ্যালবাম 'ফিরে এসো প্রিয় অধরা' বের হয়েছে। এটি উত্তরাঞ্চল থেকে প্রকাশিত সর্ব প্রথম ও একমাত্র আবৃত্তি এ্যালবাম। এ্যালবামে শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, হেলাল হাফিজসহ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১৭ জন কবির বাছাই করা ২০টি কবিতা রয়েছে। তরুণ কবি সাত্তার হোসেনের সম্পাদনায় এই এ্যালবামের কবিতাগুলো আবৃত্তি করেছেন আমিনুল হক আবীর। ঐতিহ্য'র বানারে প্রকাশিত এই আবৃত্তি এ্যালবামটি আজিজ সুপার মার্কেটের 'আবৃত্তি মেলা' সহ দেশের অভিজাত সিডি ক্যাসেট দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য'র পরিচালক সাত্তার হোসেন জানান, গ্রাম-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কবিদের এই এ্যালবামে প্রকাশের মাধ্যমে আমরা একটি অসম্ভব প্রেম-ভালবাসা-বিরহ ও রোমান্টিসিজমের সমন্বয় সাধনের চেষ্টা করেছি।