আধুনিক
আগষ্ট ২০১২
প্রায় বছর দুই বাদে নতুন অ্যালবাম নিয়ে এলেন এস ডি রুবেল। ফেয়ার টিউন প্রযোজিত অ্যালবামটির নাম বৃষ্টি ছোঁব বলে। এতে আছে সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে একটি গান। অ্যালবামটিতে আছে আরও নয়টি গান। এস ডি রুবেল বললেন, ‘সব সময় চাই শ্রোতা যেন আমার অ্যালবাম কিনে বঞ্চিত না হন। তাই সব বয়সের শ্রোতার জন্য বিভিন্ন ধরনের গান রেখেছি বৃষ্টি ছোঁব বলেতে। তবে বেশির ভাগ গান করেছি তরুণদের কথা মাথায় রেখে। এ ছাড়া লোকগীতি, সুবীর সেনের “সারা দিন তোমায় ভেবে” এবং সুফি ঘরানার গানও আছে এতে। হুমায়ূন আহমেদের বড় ভক্ত আমি। অ্যালবামটি উৎসর্গও করেছি তাঁকে। তাঁর মৃত্যুর পর একটি গানও করেছি। অ্যালবামে আছে সেটি। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছি আমি।’ অ্যালবামটির পরিবেশক লেজার ভিশন ও সাউন্ডটেক।
২০০৬ সালে ইমপ্রেস অডিও ভিশন থেকে শাফিন আহমেদ প্রকাশ করেন বাবা কমল দাসগুপ্তের সুর করা ১০টি গান নিয়ে অ্যালবাম 'কত দিন দেখিনি তোমায়'। অ্যালবামের গানগুলো হলো 'কত দিন দেখিনি তোমায়', 'তুমি কি এখন দেখিছ স্বপন', 'কণ্ঠে আমার নিশিদিন', 'মেনেছি গো হার মেনেছি', 'এসেছিল মধুযামিনী', 'ঘুমের ছায়া চাঁদের চোখে', 'এই কি গো শেষ দান', 'মোর জীবনের দুটি রাতি', 'পৃথিবী আমারে চায়' এবং 'আমি দুরন্ত বৈশাখী ঝড়'। সেই অ্যালবামটি আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। শাফিন আহমেদ বলেন,"এ বছর বাবার জন্মশত বার্ষিকীর বছর। এ উপলক্ষে এ প্রজন্মের শ্রোতাদের কাছে গানগুলো পৌছে দেওয়ার প্রয়াসেই অ্যালবামটি নতুন করে করা। এতে আরেকটি গান অন্তর্ভুক্ত হয়েছে। গানটির শিরোনাম 'যাদের ভুবন ভরা'।"