নজরুল ও রবীন্দ্র
ডিসেম্বর ২০১২
নব যুগ ঐ এল ঐ
|
ছায়ানট এবার অ্যালবাম প্রকাশ করেছে। নজরুলের গানের। অ্যালবামের নাম "নব যুগ ঐ এল ঐ"। অ্যালবামটি প্রকাশে সহযোগিতা করেছে স্কয়ার গ্রুপ। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। কথা হলো ছায়ানটের সাধারণ সম্পাদক ও নজরুলসংগীতের জ্যেষ্ঠ শিক্ষক খায়রুল আনাম শাকিলের সঙ্গে।
ছায়ানট তো সংগীতের শিক্ষাপ্রতিষ্ঠান। আপনারা ছায়ানট থেকে নজরুলের গানের অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হলেন কেন?
আগামী বছর ছায়ানট প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদ্যাপন করবে। এতগুলো বছরে ছায়ানট থেকে অসংখ্য ছাত্রছাত্রী বের হয়েছে। আর আমাদের নজরুসংগীত বিভাগটা যথেষ্ট বড়। নজরুলের গানের চর্চা যথেষ্ট মানসম্মত। আমরা চাই, সবাই যেন নজরুলের এই গানগুলো সংগ্রহ করে নিজেদের সমৃদ্ধ করতে পারে।
অ্যালবামে কারা কণ্ঠ দিয়েছেন?
নব যুগ ঐ এল ঐ অ্যালবামে ১২টি গান রয়েছে। সব কটিই কোরাস কণ্ঠে গাওয়া হয়েছে। আর কণ্ঠ দিয়েছেন ছায়ানটের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
কী ধরনের গান থাকছে তাতে?
নজরুলের দেশপ্রেম ও ভক্তিরসের গান থাকছে। অপ্রচলিত কিছু গানও থাকছে। এই যেমন, ‘চল রে চপল তরুণ দল’, ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে’, ‘সবুজ শোভার ঢেউ খেলে যায়’। আমরা কিন্তু নজরুলের আদি সুরের ওপর পুরোপুরি নির্ভর করি। এই অ্যালবামে যাতে আদি সুরের প্রভাবটা থাকে, সেই চেষ্টা করেছি।
‘নব যুগ ঐ এল ঐ’ ছায়ানটের প্রথম উদ্যোগ?
না না, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এর আগে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বের করেছিলাম, বাণী তব ধায়। এরপর লোকগান ও উচ্চাঙ্গসংগীতের ওপর অ্যালবাম করার পরিকল্পনা আমাদের আছে। এ ছাড়া নজরুলের সৃষ্ট রাগ ও তালের গান নিয়ে আরেকটি অ্যালবাম তৈরির কাজ শুরু হয়েছে।
অ্যালবামগুলো সাধারণ শ্রোতারা কীভাবে সংগ্রহ করতে পারবেন?
অবশ্যই ছায়ানট থেকে। এ ছাড়া আমাদের অ্যালবামগুলোর পরিবেশনার ব্যাপারে লেজার ভিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও যথেষ্ট আগ্রহী। সামনে হয়তো এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সারা দেশের শ্রোতাদের কাছে অ্যালবামগুলো পৌঁছাতে পারব।
- প্রথম আলো, ১৯ ডিসেম্বর ২০১২
ছায়ানট তো সংগীতের শিক্ষাপ্রতিষ্ঠান। আপনারা ছায়ানট থেকে নজরুলের গানের অ্যালবাম প্রকাশের ব্যাপারে আগ্রহী হলেন কেন?
আগামী বছর ছায়ানট প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদ্যাপন করবে। এতগুলো বছরে ছায়ানট থেকে অসংখ্য ছাত্রছাত্রী বের হয়েছে। আর আমাদের নজরুসংগীত বিভাগটা যথেষ্ট বড়। নজরুলের গানের চর্চা যথেষ্ট মানসম্মত। আমরা চাই, সবাই যেন নজরুলের এই গানগুলো সংগ্রহ করে নিজেদের সমৃদ্ধ করতে পারে।
অ্যালবামে কারা কণ্ঠ দিয়েছেন?
নব যুগ ঐ এল ঐ অ্যালবামে ১২টি গান রয়েছে। সব কটিই কোরাস কণ্ঠে গাওয়া হয়েছে। আর কণ্ঠ দিয়েছেন ছায়ানটের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
কী ধরনের গান থাকছে তাতে?
নজরুলের দেশপ্রেম ও ভক্তিরসের গান থাকছে। অপ্রচলিত কিছু গানও থাকছে। এই যেমন, ‘চল রে চপল তরুণ দল’, ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে’, ‘সবুজ শোভার ঢেউ খেলে যায়’। আমরা কিন্তু নজরুলের আদি সুরের ওপর পুরোপুরি নির্ভর করি। এই অ্যালবামে যাতে আদি সুরের প্রভাবটা থাকে, সেই চেষ্টা করেছি।
‘নব যুগ ঐ এল ঐ’ ছায়ানটের প্রথম উদ্যোগ?
না না, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এর আগে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বের করেছিলাম, বাণী তব ধায়। এরপর লোকগান ও উচ্চাঙ্গসংগীতের ওপর অ্যালবাম করার পরিকল্পনা আমাদের আছে। এ ছাড়া নজরুলের সৃষ্ট রাগ ও তালের গান নিয়ে আরেকটি অ্যালবাম তৈরির কাজ শুরু হয়েছে।
অ্যালবামগুলো সাধারণ শ্রোতারা কীভাবে সংগ্রহ করতে পারবেন?
অবশ্যই ছায়ানট থেকে। এ ছাড়া আমাদের অ্যালবামগুলোর পরিবেশনার ব্যাপারে লেজার ভিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও যথেষ্ট আগ্রহী। সামনে হয়তো এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সারা দেশের শ্রোতাদের কাছে অ্যালবামগুলো পৌঁছাতে পারব।
- প্রথম আলো, ১৯ ডিসেম্বর ২০১২