আমাদের গান
বিজিএমইএ আয়োজিত পোশাকশ্রমিকদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গর্ব-২০১০-এর সেরা দশজন শিল্পীকে নিয়ে এই প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘আমাদের গান’ প্রকাশিত হতে যাচ্ছে।
অ্যালবামটির শিল্পীরা হলেন: গর্ব-২০১০-এর সেরা দশের রুকসানা, রাকিব, শাহিন, ফরহাদ, পাভেল, সাগর, রাজিব, মুরাদ, প্রিয়া ও হিরু ফকির। আগামী ৫ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি ও গর্বর প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম।
জানা গেছে, ‘আমাদের গান’ অ্যালবামে মোট গান থাকবে দশটি। সব গানের রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ‘আমাদের গান’ অ্যালবামটির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরমান খান। আর গানের কথাগুলো লিখেছেন সাইফুদ্দিন ইমন; পাশাপাশি তিনি অ্যালবামটির সমন্বয়ের দায়িত্বও পালন করছেন।
সাইফুদ্দিন ইমন বলেন, অ্যালবামের গানের কথাগুলোতে ফুটে উঠেছে দেশ-মাটি-মানুষের কথা, মায়ের স্নেহের অপার মমতা, প্রেম বিরহের কথামালা ও জীবনযুদ্ধের গল্পগাথাসহ বিভিন্ন বিষয়। তিনি বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে অ্যালবামটিতে আমাদের লোকজ গান তথা ফোক ফিউশন, মেলো রক ও পপ ব্যালাডনির্ভর গানগুলো শ্রোতাদের নাড়া দিতে পারে।
আমাদের গান অ্যালবামের গানগুলো হচ্ছে—‘মন দিওয়ানি (রূপওয়ালী), স্বপ্ন রঙিন, মা, প্রাণ বন্ধুয়া, মন ভালো নেই, বাংলাদেশ, পরানে হাওয়া, কিশোরী, পরান পাখি, পিরিতি শিখাইয়া।
অ্যালবাম প্রসঙ্গে বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও গর্বর প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখেছি, পোশাকশ্রমিকদের অনেকেই আপন মনে গান করছেন। আর তা কিন্তু অনেক শ্রুতিমধুর। মূলত এই সংস্কৃতিমনা পোশাকশ্রমিকদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। তা ছাড়া মালিক-শ্রমিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের একটা বিষয়ও ছিল।
স্বপ্নসিঁড়ি অডিও ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত এ অ্যালবামটি বাজারে পাওয়া যাবে আগস্টের প্রথম দিন থেকেই।
অ্যালবামটির শিল্পীরা হলেন: গর্ব-২০১০-এর সেরা দশের রুকসানা, রাকিব, শাহিন, ফরহাদ, পাভেল, সাগর, রাজিব, মুরাদ, প্রিয়া ও হিরু ফকির। আগামী ৫ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি ও গর্বর প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম।
জানা গেছে, ‘আমাদের গান’ অ্যালবামে মোট গান থাকবে দশটি। সব গানের রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ‘আমাদের গান’ অ্যালবামটির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরমান খান। আর গানের কথাগুলো লিখেছেন সাইফুদ্দিন ইমন; পাশাপাশি তিনি অ্যালবামটির সমন্বয়ের দায়িত্বও পালন করছেন।
সাইফুদ্দিন ইমন বলেন, অ্যালবামের গানের কথাগুলোতে ফুটে উঠেছে দেশ-মাটি-মানুষের কথা, মায়ের স্নেহের অপার মমতা, প্রেম বিরহের কথামালা ও জীবনযুদ্ধের গল্পগাথাসহ বিভিন্ন বিষয়। তিনি বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে অ্যালবামটিতে আমাদের লোকজ গান তথা ফোক ফিউশন, মেলো রক ও পপ ব্যালাডনির্ভর গানগুলো শ্রোতাদের নাড়া দিতে পারে।
আমাদের গান অ্যালবামের গানগুলো হচ্ছে—‘মন দিওয়ানি (রূপওয়ালী), স্বপ্ন রঙিন, মা, প্রাণ বন্ধুয়া, মন ভালো নেই, বাংলাদেশ, পরানে হাওয়া, কিশোরী, পরান পাখি, পিরিতি শিখাইয়া।
অ্যালবাম প্রসঙ্গে বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও গর্বর প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখেছি, পোশাকশ্রমিকদের অনেকেই আপন মনে গান করছেন। আর তা কিন্তু অনেক শ্রুতিমধুর। মূলত এই সংস্কৃতিমনা পোশাকশ্রমিকদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। তা ছাড়া মালিক-শ্রমিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের একটা বিষয়ও ছিল।
স্বপ্নসিঁড়ি অডিও ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত এ অ্যালবামটি বাজারে পাওয়া যাবে আগস্টের প্রথম দিন থেকেই।